ETV Bharat / bharat

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে 20 বছরের কারাদণ্ড ব্যক্তির - Delhi

2014 সালের 7 অগাস্ট ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় FIR দায়ের হয় । অভিযোগ, তার 13 বছরের সৎ মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করত ওই ব্যক্তি ।

Delhi High court
Delhi High court
author img

By

Published : Oct 11, 2020, 2:52 PM IST

দিল্লি, 11 অক্টোবর : সৎ মেয়েকে ধর্ষণের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট । সৎ মেয়েকে ধর্ষণ ও তাঁকে গর্ভবতী করে দেওয়ার দায়ে ওই ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত ।

2014 সালের 7 অগাস্ট ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় FIR দায়ের হয় । অভিযোগ, তার 13 বছরের সৎ মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করত ওই ব্যক্তি । এমনকী এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে খুনের হুমকিও দেয় ওই অভিযুক্ত ব্যক্তি । দিনের পর দিন ধর্ষণ এর ফলে ওই নবালিকাটি গর্ভবতী হয়ে পড়ে । পরিবারের বাকি সদস্যের বিষয়টি জানায় সে । এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে । 2016 সালের 9 অগাস্ট এই মামলার রায় ঘোষণা করে নিম্ন আদালত । নাবালিকাকে ধর্ষণের দায়ে তাকে বেশ কয়েকটি ধারায় দোষী সাব্যস্ত করে আদালত । বিচারক তার 20 বছরের জেল হেপাজতের নির্দেশ দেন । পাশাপাশি তার 5 হাজার টাকা জরিমানা ও করা হয় । এরপরেই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে ওই ব্যাক্তি ।

এদিন এই মামলার রায়ে আদলত বলে, " ফরেনসিক রিপোর্টে তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে । তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য প্রমাণ হয়েছে । " এরপরেই নিম্ন আদালতের রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট ।

দিল্লি, 11 অক্টোবর : সৎ মেয়েকে ধর্ষণের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট । সৎ মেয়েকে ধর্ষণ ও তাঁকে গর্ভবতী করে দেওয়ার দায়ে ওই ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত ।

2014 সালের 7 অগাস্ট ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় FIR দায়ের হয় । অভিযোগ, তার 13 বছরের সৎ মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করত ওই ব্যক্তি । এমনকী এ বিষয়ে কাউকে কিছু বললে তাকে খুনের হুমকিও দেয় ওই অভিযুক্ত ব্যক্তি । দিনের পর দিন ধর্ষণ এর ফলে ওই নবালিকাটি গর্ভবতী হয়ে পড়ে । পরিবারের বাকি সদস্যের বিষয়টি জানায় সে । এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে । 2016 সালের 9 অগাস্ট এই মামলার রায় ঘোষণা করে নিম্ন আদালত । নাবালিকাকে ধর্ষণের দায়ে তাকে বেশ কয়েকটি ধারায় দোষী সাব্যস্ত করে আদালত । বিচারক তার 20 বছরের জেল হেপাজতের নির্দেশ দেন । পাশাপাশি তার 5 হাজার টাকা জরিমানা ও করা হয় । এরপরেই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে ওই ব্যাক্তি ।

এদিন এই মামলার রায়ে আদলত বলে, " ফরেনসিক রিপোর্টে তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে । তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য প্রমাণ হয়েছে । " এরপরেই নিম্ন আদালতের রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.