ETV Bharat / bharat

JNU হামলার ছক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, মোবাইল বাজেয়াপ্তর নির্দেশ হাইকোর্টে - Delhi High Court on JNU

'ইউনিটি এগেনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' ৷ এই দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিন অধ্যাপক ৷ দিল্লি হাইকোর্ট আজ ওই দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল ৷

JNU
ফাইল ছবি
author img

By

Published : Jan 14, 2020, 2:24 PM IST

দিল্লি, 14 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার পরিকল্পনা করা হয়েছিল দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ৷ এই অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারকারীদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' নামের ওই গ্রুপ দু'টির মধ্যে যে কোনও একটির সঙ্গে যুক্ত থাকলেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হবে ৷ এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে হাইকোর্ট ৷

5 জানুয়ারি JNU চত্বরে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল মুখ ঢাকা একদল হামলাকারী ৷ পড়ুয়া ও অধ্যাপকদের উপর ওই হামলায় জখম হয়েছিলেন 34 জন ৷ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমেও হামলা চালায় তারা ৷ ফলে ঘটনার তদন্তে নেমে CCTV ফুটেজ পেতেও সমস্যায় পড়ে পুলিশ আধিকারিকরা ৷ সেই কারণে হামলাকারীদের শনাক্ত করতে আগেই গুগল, ফেসবুক, অ্যাপেল ও হোয়াটসঅ্যাপকে ওই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য আইনানুগভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷

হাইকোর্টের সেই নির্দেশ পেয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছিল, এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতির কারণে শুধুমাত্র ব্যবহারকারীর মোবাইল থেকেই সেই তথ্য পাওয়া সম্ভব ৷ এরপরই আজ ওই দুই হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহারকারীদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত ৷

JNU হামলার পরে অমিত পরমেশ্বরম, শুক্লা সাওয়ান্ত ও অতুল সুদ নামের তিন অধ্যাপক 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' নামের দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' গ্রুপের 60 জনের মধ্যে 37 জনকে শনাক্ত করেছে ৷

গতকাল পর্যন্ত পুলিশের নোটিসের কোনও জবাব দেয়নি JNU কর্তৃপক্ষ ৷ মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি তদন্তের কাজে সমস্ত রকম তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য JNU-র রেজিস্ট্রার প্রমোদ কুমারকে নির্দেশও দিয়েছেন বিচারপতি ব্রিজেশ শেঠী ৷

দিল্লি, 14 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার পরিকল্পনা করা হয়েছিল দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ৷ এই অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারকারীদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' নামের ওই গ্রুপ দু'টির মধ্যে যে কোনও একটির সঙ্গে যুক্ত থাকলেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হবে ৷ এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে হাইকোর্ট ৷

5 জানুয়ারি JNU চত্বরে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল মুখ ঢাকা একদল হামলাকারী ৷ পড়ুয়া ও অধ্যাপকদের উপর ওই হামলায় জখম হয়েছিলেন 34 জন ৷ বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমেও হামলা চালায় তারা ৷ ফলে ঘটনার তদন্তে নেমে CCTV ফুটেজ পেতেও সমস্যায় পড়ে পুলিশ আধিকারিকরা ৷ সেই কারণে হামলাকারীদের শনাক্ত করতে আগেই গুগল, ফেসবুক, অ্যাপেল ও হোয়াটসঅ্যাপকে ওই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য আইনানুগভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷

হাইকোর্টের সেই নির্দেশ পেয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছিল, এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতির কারণে শুধুমাত্র ব্যবহারকারীর মোবাইল থেকেই সেই তথ্য পাওয়া সম্ভব ৷ এরপরই আজ ওই দুই হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহারকারীদের মোবাইল বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত ৷

JNU হামলার পরে অমিত পরমেশ্বরম, শুক্লা সাওয়ান্ত ও অতুল সুদ নামের তিন অধ্যাপক 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' ও 'ফ্রেন্ডস অফ RSS' নামের দু'টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 'ইউনিটি এগেইনস্ট লেফ্ট' গ্রুপের 60 জনের মধ্যে 37 জনকে শনাক্ত করেছে ৷

গতকাল পর্যন্ত পুলিশের নোটিসের কোনও জবাব দেয়নি JNU কর্তৃপক্ষ ৷ মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি তদন্তের কাজে সমস্ত রকম তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য JNU-র রেজিস্ট্রার প্রমোদ কুমারকে নির্দেশও দিয়েছেন বিচারপতি ব্রিজেশ শেঠী ৷

Mumbai, Jan 14 (ANI): Actress Kareena Kapoor Khan shared her excitement over hubby Saif Ali Khan's upcoming movie 'Jawaani Jaaneman'.
Kareena said that she is very excited and also thanked the audience for liking the trailer of the film. Meanwhile, Saif Ali Khan also shared his eagerness for the release of the film.
The film 'Jawaani Jaaneman' is scheduled for release on January 31.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.