ETV Bharat / bharat

রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি, হাসপাতালে সব পরিষেবা চালু রাখার নির্দেশ দিল্লি সরকারের - হাসপাতালগুলিকে সমস্ত রকম পরিষেবা চালু রাখার নির্দেশ দিল্লি সরকারের

কোরোনা সংক্রমণের আশঙ্কায় ডায়ালিসিসের মতো একাধিক পরিষেবা দিচ্ছে না অনেক হাসপাতাল । তাই সমস্ত রকম পরিষেবা চালু রাখার জন্য নির্দেশিকা জারি করল দিল্লি সরকার ।

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : May 1, 2020, 12:29 PM IST

দিল্লি, 1 মে : কঠিন রোগে আক্রান্তরা যেন চিকিৎসা পরিষেবা পায় তা সুনিশ্চিত করার জন্য সব হাসপাতালগুলিকে নির্দেশ দিল দিল্লি সরকার । গতকাল দিল্লি স্বাস্থ্য সচিব পদ্মিনী সিংগলা এই নির্দেশ জারি করেন । একইসঙ্গে সরকারের এই নির্দেশ অমান্য করলে হাসপাতালগুলির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্য সচিব ।

দিল্লি সরকারের নির্দেশিকায় বলা হয়, "কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেক হাসপাতালে ডায়ালিসিস, ব্লাড ট্রান্সফিউশন, কেমোথেরাপির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা তাদের নিয়মিত রোগীদের দিতে কুন্ঠা বোধ করছে । অনেক হাসপাতাল বন্ধ করেও রাখা হচ্ছে । কিছু হাসপাতালে আবার রোগীদের পরিষেবা দেওয়ার আগে কোরোনা পরীক্ষা করতে অনুরোধ করা হচ্ছে । তাই সব হাসাপাতালগুলিতে পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হচ্ছে । পাশাপাশি কঠিন রোগে আক্রান্তরা যাতে উপযুক্ত পরিষেবা পায় তাও যেন নিশ্চিত করা হয় ।"

নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সরকারের এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া-সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে । 15 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও সমস্তরকম চিকিৎসা পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয় ।

দিল্লি, 1 মে : কঠিন রোগে আক্রান্তরা যেন চিকিৎসা পরিষেবা পায় তা সুনিশ্চিত করার জন্য সব হাসপাতালগুলিকে নির্দেশ দিল দিল্লি সরকার । গতকাল দিল্লি স্বাস্থ্য সচিব পদ্মিনী সিংগলা এই নির্দেশ জারি করেন । একইসঙ্গে সরকারের এই নির্দেশ অমান্য করলে হাসপাতালগুলির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্য সচিব ।

দিল্লি সরকারের নির্দেশিকায় বলা হয়, "কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেক হাসপাতালে ডায়ালিসিস, ব্লাড ট্রান্সফিউশন, কেমোথেরাপির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা তাদের নিয়মিত রোগীদের দিতে কুন্ঠা বোধ করছে । অনেক হাসপাতাল বন্ধ করেও রাখা হচ্ছে । কিছু হাসপাতালে আবার রোগীদের পরিষেবা দেওয়ার আগে কোরোনা পরীক্ষা করতে অনুরোধ করা হচ্ছে । তাই সব হাসাপাতালগুলিতে পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হচ্ছে । পাশাপাশি কঠিন রোগে আক্রান্তরা যাতে উপযুক্ত পরিষেবা পায় তাও যেন নিশ্চিত করা হয় ।"

নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সরকারের এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া-সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে । 15 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও সমস্তরকম চিকিৎসা পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.