ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় হিংসাত্মক বার্তা রুখতে বিশেষ নম্বর চালু দিল্লি সরকারের - কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তর-পূর্ব দিল্লিতে ৷ খুলছে দোকান, রাস্তায় বেরোচ্ছে সাধারণ মানুষ ৷ তবে এখনই তুলে নেওয়া হচ্ছে না 144 ধারা ৷ হোয়াটসঅ্যাপে হিংসাত্মক ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানো রুখতে দিল্লি সরকারের তরফ থেকে চালু করা হল বিশেষ একটি হোয়াটসঅ্যাপ নম্বর ৷

Delhi violence
দিল্লি
author img

By

Published : Feb 29, 2020, 1:22 PM IST

দিল্লি, 29 ফেব্রুয়ারি: প্রায় এক সপ্তাহ ধরে চলা হিংসার আবহের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে দিল্লির পরিবেশ ৷ বিগত তিনদিনে নতুন করে কোনও ঝামেলার খবর মেলেনি ৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনই তুলে নেওয়া হচ্ছে না 144 ধারা ৷ হিংসারোধে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার ঘোষণা করা হল দিল্লি সরকারের তরফ থেকে ৷

দিল্লির হিংসায় এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 200-র বেশি ৷ উত্তেজনা ছড়ানো ও ভাঙচুর চালানোর অভিযোগে ইতিমধ্যে 400 জনকে আটক করেছে পুলিশ ৷ কাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কারফিউ শিথিল করার ঘোষণা করা হয়েছিল ৷ আজ শিববিহার, মৌজপুর, জাফরাবাদ, গোকুলপুরী ও ব্রহ্মপুরী এলাকাতে দোকান খুলেছেন দোকানিরা ৷ চলছে পুলিশি টহল ৷ রাস্তা পরিষ্কারের কাজও শুরু হয়েছে কাল থেকে ৷ যাদের বাড়ি আগুনে পুড়ে গিয়েছে, তাদের আপাতত কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

delhi violence shiv vihar current situation
শিববিহারের একটি রাস্তায় চলছে পুলিশি টহল

আজ দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে দেখা করেন ৷ দু'জনে একযোগে দিল্লির জন্য় কাজ করবেন বলেও জানিয়েছেন ৷

অন্যদিকে দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হিংসা বা বিদ্বেষ ছড়াতে পারে এমন বেশকিছু খবর ও ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে ৷ কোনও ব্যক্তি এইধরনের কোনও মেসেজ পেলে যেন অভিযোগ জানান ৷ দিল্লি সরকারের তরফে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে যেখানে তথ্যপ্রমাণ সহ অভিযোগ জানানো যাবে ৷

সরকারের তরফ থেকে এক ব্যক্তি দাখিল হওয়া অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং অভিযোগ প্রমাণিত হলে পুলিশের কাছে তা পাঠানো হবে উপযুক্ত পদক্ষেপ করার জন্য ৷

দিল্লি, 29 ফেব্রুয়ারি: প্রায় এক সপ্তাহ ধরে চলা হিংসার আবহের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে দিল্লির পরিবেশ ৷ বিগত তিনদিনে নতুন করে কোনও ঝামেলার খবর মেলেনি ৷ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনই তুলে নেওয়া হচ্ছে না 144 ধারা ৷ হিংসারোধে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার ঘোষণা করা হল দিল্লি সরকারের তরফ থেকে ৷

দিল্লির হিংসায় এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 200-র বেশি ৷ উত্তেজনা ছড়ানো ও ভাঙচুর চালানোর অভিযোগে ইতিমধ্যে 400 জনকে আটক করেছে পুলিশ ৷ কাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কারফিউ শিথিল করার ঘোষণা করা হয়েছিল ৷ আজ শিববিহার, মৌজপুর, জাফরাবাদ, গোকুলপুরী ও ব্রহ্মপুরী এলাকাতে দোকান খুলেছেন দোকানিরা ৷ চলছে পুলিশি টহল ৷ রাস্তা পরিষ্কারের কাজও শুরু হয়েছে কাল থেকে ৷ যাদের বাড়ি আগুনে পুড়ে গিয়েছে, তাদের আপাতত কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

delhi violence shiv vihar current situation
শিববিহারের একটি রাস্তায় চলছে পুলিশি টহল

আজ দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে দেখা করেন ৷ দু'জনে একযোগে দিল্লির জন্য় কাজ করবেন বলেও জানিয়েছেন ৷

অন্যদিকে দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, হিংসা বা বিদ্বেষ ছড়াতে পারে এমন বেশকিছু খবর ও ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে ৷ কোনও ব্যক্তি এইধরনের কোনও মেসেজ পেলে যেন অভিযোগ জানান ৷ দিল্লি সরকারের তরফে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে যেখানে তথ্যপ্রমাণ সহ অভিযোগ জানানো যাবে ৷

সরকারের তরফ থেকে এক ব্যক্তি দাখিল হওয়া অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং অভিযোগ প্রমাণিত হলে পুলিশের কাছে তা পাঠানো হবে উপযুক্ত পদক্ষেপ করার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.