ETV Bharat / bharat

দিল্লিতে ক্লোনিং কার্ড নিয়ে ATM প্রতারণা, গ্রেপ্তার 2 - দিল্লি

ATM কার্ড ক্লোন করে লোকেদের প্রতারণার অভিযোগে গতকাল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ দু'জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের নাম রমেশ কুমার ও সোনু কুমার।

ATM কার্ড ক্লোন
ATM কার্ড ক্লোন
author img

By

Published : Jul 24, 2020, 12:40 AM IST

দিল্লি, 23 জুলাই : ATM কার্ড ক্লোন করে লোকদের প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তাদের কাছ থেকে পুলিশ ক্লোনিং মেশিন, 9 টি ATM কার্ড এবং 12টি ফাঁকা কার্ড আটক করেছে। ধৃতরা হলেন রমেশ কুমার ও সোনু কুমার। দুু'জনই দিল্লির সুলতানপুরীর বাসিন্দা।

গতকাল রাতে সূত্র মারফত বিশেষ তদন্ত ইউনিটের কাছে খবর আসে যে,একটি দল ATM কার্ড ক্লোন করে লোকদের প্রতারণা করছে। আর এই খবরের উপর ভিত্তি করে ক্রাইম ব্রাঞ্চ ওই একটি মলের কাছে ATM কাউন্টারে যায় গ্রাহক হিসেবে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়ে দুই অভিযুক্ত ।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তারা মূলত দিল্লির সুলতানপুরী, প্রেমনগর, নাগলাই, মঙ্গলপুরী এলাকায় এই অপরাধ চালাত। জিজ্ঞাসাবাদের সময় রমেশ প্রকাশ বলেন,"আমরা মহারাষ্ট্রের ATM থেকে টাকা তুলতে এসেছি চৌম্বকীয় কার্ডের সাহায্যে । এছাড়াও আমরা ATM কার্ড ক্লোনিং করেছিলাম।"

পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় এই দুই জন পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল।জেরা করার পরে পুলিশ ইউনিয়ন ব্যাংকের ATM থেকে ব্যাংক অফ মহারাষ্ট্র ATM কার্ডের মিনি স্ট্যাটমেন্টটি বের করে। ATM কার্ডে উল্লিখিত অ্যাকাউন্ট নম্বরটি স্ট্যাটমেন্টটের সাথে মেলেনি ।অভিযুক্ত একটি ক্লোন কার্ড প্রস্তুত করে এই জালিয়াতিগুলি করত।

দিল্লি, 23 জুলাই : ATM কার্ড ক্লোন করে লোকদের প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তাদের কাছ থেকে পুলিশ ক্লোনিং মেশিন, 9 টি ATM কার্ড এবং 12টি ফাঁকা কার্ড আটক করেছে। ধৃতরা হলেন রমেশ কুমার ও সোনু কুমার। দুু'জনই দিল্লির সুলতানপুরীর বাসিন্দা।

গতকাল রাতে সূত্র মারফত বিশেষ তদন্ত ইউনিটের কাছে খবর আসে যে,একটি দল ATM কার্ড ক্লোন করে লোকদের প্রতারণা করছে। আর এই খবরের উপর ভিত্তি করে ক্রাইম ব্রাঞ্চ ওই একটি মলের কাছে ATM কাউন্টারে যায় গ্রাহক হিসেবে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়ে দুই অভিযুক্ত ।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তারা মূলত দিল্লির সুলতানপুরী, প্রেমনগর, নাগলাই, মঙ্গলপুরী এলাকায় এই অপরাধ চালাত। জিজ্ঞাসাবাদের সময় রমেশ প্রকাশ বলেন,"আমরা মহারাষ্ট্রের ATM থেকে টাকা তুলতে এসেছি চৌম্বকীয় কার্ডের সাহায্যে । এছাড়াও আমরা ATM কার্ড ক্লোনিং করেছিলাম।"

পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় এই দুই জন পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল।জেরা করার পরে পুলিশ ইউনিয়ন ব্যাংকের ATM থেকে ব্যাংক অফ মহারাষ্ট্র ATM কার্ডের মিনি স্ট্যাটমেন্টটি বের করে। ATM কার্ডে উল্লিখিত অ্যাকাউন্ট নম্বরটি স্ট্যাটমেন্টটের সাথে মেলেনি ।অভিযুক্ত একটি ক্লোন কার্ড প্রস্তুত করে এই জালিয়াতিগুলি করত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.