ETV Bharat / bharat

দিল্লি আদালতের নির্দেশে তাবলিঘি জমায়েতে অংশগ্রহণকারী 198 জন ইন্দোনেশিয়ানকে জরিমানায় মুক্তি - তাবলিঘি জমায়ত

দিল্লির একটি আদালত 198 ইন্দোনেশিয়ান নাগরিক, যারা তাবলিঘি জামায়াতে অংশ নিয়েছিল তাদেরকে ( 7000 এবং 5000 টাকা) জরিমানা প্রদানের পরে অবাধ বিচরণের অনুমতি দেয়।

দিল্লির
দিল্লি
author img

By

Published : Jul 24, 2020, 12:35 AM IST

দিল্লি, 23 জুলাই : দিল্লির একটি আদালত আজ 198 জন ইন্দোনেশিয়ানকে জরিমানার বিনিময়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছে।এরা দেশে লকডাউন চলাকালীন দিল্লির তাবলিঘি জামায়াতে অংশ করেন। এই কারণে এদের বিরুদ্ধে ভিসার শুল্ক সহ বিভিন্ন আইন লঙ্ঘনের মামলা করা হয়েছিল।

198 জন ইন্দোনেশিয়ানের মধ্যে,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদ আজ 100 জন ইন্দোনেশিয়ানকে প্রত্যেককে 7000 টাকার জরিমানার বিনিময়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছেন। বিষয়টি নিয়ে জানালেন দোষীদের অ্যাডভোকেট আশিমা মণ্ডলা, ফাহিম খান এবং আহমেদ খান । বাকি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বাতী শর্মা 98 ​​জন ইন্দোনেশিয়ানকে প্রত্যেককে 5000 টাকা জরিমানা দিয়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছেন। এছাড়াও আদালত ওই 98 ইন্দোনেশিয়ানদের তাদের ওই জরিমানা প্রধানমন্ত্রী-কেয়ার ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই মামলার অভিযোগকারী ছিলেন প্রতিরক্ষা কলোনির মহকুমা ম্যাজিস্ট্রেট, লাজপত নগরের সহকারী পুলিশ কমিশনার ও নিজামউদ্দিনের পরিদর্শক । এরা প্রত্যেকেই আজ বিচারকের রায়তে সম্মতি জানিয়েছেন । যদিও ইন্দোনেশিয়ান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য দোষ স্বীকার করেনি এবং আদালতের সামনে বিচার দাবি করেছে।

মামলা দরকষাকষির আওতায় আসামীরা কম শাস্তির জন্য প্রার্থনা করে । কোডের ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে সর্বাধিক শাস্তি 7 বছরের কারাদণ্ডের ক্ষেত্রে মামলার আবেদন দরদাম করার অনুমতি দেয়। অপরাধগুলি সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত করে না এবং যদি কোনও মহিলা বা 14 বছরের কম বয়সী শিশুটির বিরুদ্ধে অপরাধ না করা হয়।

দিল্লি, 23 জুলাই : দিল্লির একটি আদালত আজ 198 জন ইন্দোনেশিয়ানকে জরিমানার বিনিময়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছে।এরা দেশে লকডাউন চলাকালীন দিল্লির তাবলিঘি জামায়াতে অংশ করেন। এই কারণে এদের বিরুদ্ধে ভিসার শুল্ক সহ বিভিন্ন আইন লঙ্ঘনের মামলা করা হয়েছিল।

198 জন ইন্দোনেশিয়ানের মধ্যে,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদ আজ 100 জন ইন্দোনেশিয়ানকে প্রত্যেককে 7000 টাকার জরিমানার বিনিময়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছেন। বিষয়টি নিয়ে জানালেন দোষীদের অ্যাডভোকেট আশিমা মণ্ডলা, ফাহিম খান এবং আহমেদ খান । বাকি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বাতী শর্মা 98 ​​জন ইন্দোনেশিয়ানকে প্রত্যেককে 5000 টাকা জরিমানা দিয়ে অবাধ বিচরণ করার অনুমতি দিয়েছেন। এছাড়াও আদালত ওই 98 ইন্দোনেশিয়ানদের তাদের ওই জরিমানা প্রধানমন্ত্রী-কেয়ার ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই মামলার অভিযোগকারী ছিলেন প্রতিরক্ষা কলোনির মহকুমা ম্যাজিস্ট্রেট, লাজপত নগরের সহকারী পুলিশ কমিশনার ও নিজামউদ্দিনের পরিদর্শক । এরা প্রত্যেকেই আজ বিচারকের রায়তে সম্মতি জানিয়েছেন । যদিও ইন্দোনেশিয়ান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য দোষ স্বীকার করেনি এবং আদালতের সামনে বিচার দাবি করেছে।

মামলা দরকষাকষির আওতায় আসামীরা কম শাস্তির জন্য প্রার্থনা করে । কোডের ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে সর্বাধিক শাস্তি 7 বছরের কারাদণ্ডের ক্ষেত্রে মামলার আবেদন দরদাম করার অনুমতি দেয়। অপরাধগুলি সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত করে না এবং যদি কোনও মহিলা বা 14 বছরের কম বয়সী শিশুটির বিরুদ্ধে অপরাধ না করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.