দিল্লি, 3 মার্চ : রাজধানীতে হিংসার আবহ রয়েছে এখনও ৷ এরমধ্যে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তৃতীয়বার দিল্লি বিধানসভায় জয়ী হয়ে আসার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেজরিওয়াল ৷
বিগত এক সপ্তাহে রাজধানী সাক্ষী থেকেছে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী হিংসাত্মক এক প্রতিবাদের ৷ প্রাণ হারিয়েছে 47 জন মানুষ ৷ জখম হয়েছে শতাধিক ৷ নষ্ট হয়েছে প্রচুর সম্পত্তি ৷ রাজধানীর হিংসার পরিস্থিতি যাতে এতটা খারাপ না হয় তা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই মনে করেছিল দিল্লির আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব ছিলেন কেজরিওয়াল ৷ রাজঘাটে মহাত্মা গান্ধি সমাধির সামনে শান্তি প্রার্থনায় বসা ছাড়া বিশেষ কোনও ভূমিকাতেই দেখা যায়নি তাঁকে ৷
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন কেজরিওয়াল ৷ দুই প্রশাসনিক প্রধানের আজকের বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে বিগত এক সপ্তাহ ধরে দিল্লিতে চলা এই হিংসাত্মক প্রতিবাদ ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷