ETV Bharat / bharat

NRC, NPR-এর বিরোধিতায় দিল্লি বিধানসভায় প্রস্তাব পাশ

author img

By

Published : Mar 13, 2020, 7:57 PM IST

NPR-NRC লাগু হলে দেশের 90 শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন কেজরিওয়াল ৷

arvind kejriwal on npr and nrc
অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি, 13 মার্চ : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-এর বিরোধিতায় প্রস্তাব পাশ হল দিল্লি বিধানসভায় ৷ এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে NPR ও NRC প্রত্যাহারের অনুরোধ করেন ৷

NPR-এর বিরোধিতায় দিল্লি বিধানসভায় প্রস্তাব পাশ হল ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘‘NPR ও NRC কার্যকর হলে সাধারণ মানুষকে তাঁদের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে ৷ দেশের 90 শতাংশ মানুষের কাছে তা নেই ৷ এর জন্য সাধারণ মানুষ ভয় পাচ্ছেন যে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে ৷ কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, NPR ও NRC প্রত্যাহার করা হোক ৷’’

পরিবেশ মন্ত্রী গোপাল রাই আজ বিধানসভায় NPR ও NRC-র বিরোধিতা করে বলেন, ‘‘2010-এর নিয়ম মেনে NPR কার্যকর করতে হবে ৷ NPR ও NRC-র দ্বারা একটি ধর্মের মানুষ প্রভাবিত হবেন এমন নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন ৷ এই ধরনের ঘটনা ব্রিটিশ আমলেও ঘটেনি ৷ প্রত্যেক নাগরিকের নাগরিকত্বের ওপর প্রশ্ন তুলছে NPR ও NRC ৷’’

দিল্লি, 13 মার্চ : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-এর বিরোধিতায় প্রস্তাব পাশ হল দিল্লি বিধানসভায় ৷ এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে NPR ও NRC প্রত্যাহারের অনুরোধ করেন ৷

NPR-এর বিরোধিতায় দিল্লি বিধানসভায় প্রস্তাব পাশ হল ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘‘NPR ও NRC কার্যকর হলে সাধারণ মানুষকে তাঁদের জন্মের প্রমাণপত্র দেখাতে হবে ৷ দেশের 90 শতাংশ মানুষের কাছে তা নেই ৷ এর জন্য সাধারণ মানুষ ভয় পাচ্ছেন যে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে ৷ কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, NPR ও NRC প্রত্যাহার করা হোক ৷’’

পরিবেশ মন্ত্রী গোপাল রাই আজ বিধানসভায় NPR ও NRC-র বিরোধিতা করে বলেন, ‘‘2010-এর নিয়ম মেনে NPR কার্যকর করতে হবে ৷ NPR ও NRC-র দ্বারা একটি ধর্মের মানুষ প্রভাবিত হবেন এমন নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন ৷ এই ধরনের ঘটনা ব্রিটিশ আমলেও ঘটেনি ৷ প্রত্যেক নাগরিকের নাগরিকত্বের ওপর প্রশ্ন তুলছে NPR ও NRC ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.