দিল্লি, 21 জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে অকালি দল সরে দাঁড়িয়েছে ৷ এরপর BJP তাদের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করে ৷ তালিকার প্রধান আকর্ষণের জায়গা ছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন কে ? দ্বিতীয় প্রার্থীতালিকায় জানা গেল সেই নাম ৷ ভারতীয় জনতা যুবমোর্চার রাজ্য সভাপতি সুনীল যাদব লড়তে চলেছেন কেজরিওয়ালের বিরুদ্ধে ৷
অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে AAP সুপ্রিমোর বিরুদ্ধে লড়বেন রমেশ সবরওয়াল, যিনি ২০১৩ ও ২০১৫ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আসন্ন নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গেই জোট করে নির্বাচনে AAP সরকারের বিরুদ্ধে লড়ার পরিকল্পনা থাকলেও অকালি দল ঘোষণা করে যে দিল্লি নির্বাচন থেকে এবার দূরে থাকবে তারা।
-
The BJP will field a fresh candidate against Delhi's Chief Minister Arvind Kejriwal from New Delhi assembly seat. Sources in the party confirmed that Sunil Yadav, the BJP candidate announced in the list will be replaced. #DelhiElections2020 pic.twitter.com/VhQDpUKJ8W
— ANI (@ANI) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The BJP will field a fresh candidate against Delhi's Chief Minister Arvind Kejriwal from New Delhi assembly seat. Sources in the party confirmed that Sunil Yadav, the BJP candidate announced in the list will be replaced. #DelhiElections2020 pic.twitter.com/VhQDpUKJ8W
— ANI (@ANI) January 21, 2020The BJP will field a fresh candidate against Delhi's Chief Minister Arvind Kejriwal from New Delhi assembly seat. Sources in the party confirmed that Sunil Yadav, the BJP candidate announced in the list will be replaced. #DelhiElections2020 pic.twitter.com/VhQDpUKJ8W
— ANI (@ANI) January 21, 2020
BJP-র প্রকাশিত তালিকায় ১০টি আসনের মধ্যে ৪টি আসনই মূলত অকালি দলের দখলে থাকত । এবার সেই আসনগুলিতেও লড়বেন BJP প্রার্থীরা। BJP-র দ্বিতীয় প্রার্থীতালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য প্রার্থীরা হলেন মণীশ সিং (দিল্লি ক্যান্টনমেন্ট), রবীন্দ্র চৌধুরি (কস্তুরবা নগর), কুসুম খতরি (মেহরাউলি)। সুনীল পেশায় আইনজীবী ৷ কেজরির মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে সুনীলকেই বেছে নিল ভারতীয় জনতা পার্টি ৷