ETV Bharat / bharat

স্থগিত রাজনাথ সিংয়ের লাদাখ সফর : সূত্র - China-India clash 2020

আগামীকাল লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর । কিন্তু আপাতত তাঁর সেই সফর স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর ৷

rajnath
rajnath
author img

By

Published : Jul 3, 2020, 2:59 AM IST

দিল্লি, 2 জুলাই : নির্ধারিত কর্মসূচি অনুযায়ী লাদাখ যাচ্ছেন না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আপাতত তাঁর লাদাখ সফর স্থগিত রাখা হচ্ছে বলে সূত্রের খবর । কিন্তু কী কারণে তিনি আগামীকাল লাদাখ যাচ্ছেন না সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।

একটি সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী শীঘ্রই লাদাখ সফরে যাবেন । কিন্তু কবে যাবেন তা এখনও জানা যায়নি । লাদাখে ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি ।

এর আগে 23 এবং 24 জুন দু'দিনের লাদাখ সফরে যান সেনাপ্রধান । সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন । সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন । পরে প্রতিরক্ষা মন্ত্রীকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবরণও দেন তিনি ।

শেষ সাত সপ্তাহে লাদাখে দু'দেশের সেনার মধ্যে হাতাহাতি হয়েছে একাধিকবা্র । পরিস্থিতি উত্তপ্ত হয়েছে । তা স্বাভাবিক করতে বৈঠকও হয়েছে । পরিস্থিতি সবথেকে খারাপ হয়ে ওঠে 15 জুন । চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতের 20জন জওয়ান শহিদ হন ।

দিল্লি, 2 জুলাই : নির্ধারিত কর্মসূচি অনুযায়ী লাদাখ যাচ্ছেন না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আপাতত তাঁর লাদাখ সফর স্থগিত রাখা হচ্ছে বলে সূত্রের খবর । কিন্তু কী কারণে তিনি আগামীকাল লাদাখ যাচ্ছেন না সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ।

একটি সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী শীঘ্রই লাদাখ সফরে যাবেন । কিন্তু কবে যাবেন তা এখনও জানা যায়নি । লাদাখে ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি ।

এর আগে 23 এবং 24 জুন দু'দিনের লাদাখ সফরে যান সেনাপ্রধান । সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন । সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন । পরে প্রতিরক্ষা মন্ত্রীকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবরণও দেন তিনি ।

শেষ সাত সপ্তাহে লাদাখে দু'দেশের সেনার মধ্যে হাতাহাতি হয়েছে একাধিকবা্র । পরিস্থিতি উত্তপ্ত হয়েছে । তা স্বাভাবিক করতে বৈঠকও হয়েছে । পরিস্থিতি সবথেকে খারাপ হয়ে ওঠে 15 জুন । চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতের 20জন জওয়ান শহিদ হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.