ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অন্যায় : গ্রেটা থানবার্গ - neet

JEE ও NEET পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল । একই দাবি সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের । তাঁর মতে কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার সূচি ঘোষণা করে পরীক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে ।

aa
থানবার্গ
author img

By

Published : Aug 25, 2020, 10:47 PM IST

লন্ডন, 25 অগাস্ট: ভারতে বাড়ছে কোরোনা সংক্রমণ । এরই মধ্যে সেপ্টেম্বরে NEET ও JEE-এর মেন পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে । শুরু হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়াও । বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অনায্য বলে মন্তব্য করেছেন তিনি । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই দুই পরীক্ষার পিছানোর আবেদন জানিয়েছেন বিরোধী নেতা-নেত্রীরা । পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, DMK প্রধান এমকে স্ত্যালিন-সহ বেশ কয়েকজন রাজনীতিক পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছেন । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা দু'টি নেওয়া হোক বলে অনুরোধ তাঁদের ।

কোরোনা পরিস্থিতিতে জাতীয় স্তরের এই দুই পরীক্ষা স্থগিত না হওয়ায় টুইটে ক্ষোভ প্রকাশ করেন গ্রেটা । তাঁর মতে, এতে পড়ুয়াদের সঙ্গে ঘোরতর অন্যায় করা হচ্ছে । টুইটে লিখেছেন, "COVID-19 প্যানডেমিক ও বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির মধ্যেও সর্বভারতীয় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হল । এতে পড়ুয়াদের সঙ্গে ঘোরতর অন্যায় করা হচ্ছে । আমি #PostponeJEE_NEETinCOVID-কে সমর্থন করছি ।

  • It’s deeply unfair that students of India are asked to sit national exams during the Covid-19 pandemic and while millions have also been impacted by the extreme floods. I stand with their call to #PostponeJEE_NEETinCOVID

    — Greta Thunberg (@GretaThunberg) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

17 বছর বয়সি থানবার্গ জলবায়ু পরিবর্তন আন্দোলনের অন্য়তম প্রধান কণ্ঠ । বর্তমানে তাঁর এই আন্দোলন বিশ্বব্যাপী বহু ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করেছে । আন্দোলনে সামিল হতে বিশ্বজুড়ে ছাত্র-ছাত্রীদের আহ্বান জানিয়েছেন তিনি । 2019-এ টাইম ম্যাগাজিন তাঁকে পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করে । দুই বছর আগে সুইডেনের সংসদ ভবনের সামনে তাঁর পরিবেশ আন্দোলনের সূচনা হয় মিসিং লেসনস মোস্ট ফ্রাইডে নামক কর্মসূচির মধ্যে দিয়ে । পরবর্তীকালে এই কর্মসূচি বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের রূপ নেয় ।

লন্ডন, 25 অগাস্ট: ভারতে বাড়ছে কোরোনা সংক্রমণ । এরই মধ্যে সেপ্টেম্বরে NEET ও JEE-এর মেন পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে । শুরু হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়াও । বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়টি অনায্য বলে মন্তব্য করেছেন তিনি । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই দুই পরীক্ষার পিছানোর আবেদন জানিয়েছেন বিরোধী নেতা-নেত্রীরা । পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, DMK প্রধান এমকে স্ত্যালিন-সহ বেশ কয়েকজন রাজনীতিক পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছেন । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা দু'টি নেওয়া হোক বলে অনুরোধ তাঁদের ।

কোরোনা পরিস্থিতিতে জাতীয় স্তরের এই দুই পরীক্ষা স্থগিত না হওয়ায় টুইটে ক্ষোভ প্রকাশ করেন গ্রেটা । তাঁর মতে, এতে পড়ুয়াদের সঙ্গে ঘোরতর অন্যায় করা হচ্ছে । টুইটে লিখেছেন, "COVID-19 প্যানডেমিক ও বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির মধ্যেও সর্বভারতীয় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হল । এতে পড়ুয়াদের সঙ্গে ঘোরতর অন্যায় করা হচ্ছে । আমি #PostponeJEE_NEETinCOVID-কে সমর্থন করছি ।

  • It’s deeply unfair that students of India are asked to sit national exams during the Covid-19 pandemic and while millions have also been impacted by the extreme floods. I stand with their call to #PostponeJEE_NEETinCOVID

    — Greta Thunberg (@GretaThunberg) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

17 বছর বয়সি থানবার্গ জলবায়ু পরিবর্তন আন্দোলনের অন্য়তম প্রধান কণ্ঠ । বর্তমানে তাঁর এই আন্দোলন বিশ্বব্যাপী বহু ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করেছে । আন্দোলনে সামিল হতে বিশ্বজুড়ে ছাত্র-ছাত্রীদের আহ্বান জানিয়েছেন তিনি । 2019-এ টাইম ম্যাগাজিন তাঁকে পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করে । দুই বছর আগে সুইডেনের সংসদ ভবনের সামনে তাঁর পরিবেশ আন্দোলনের সূচনা হয় মিসিং লেসনস মোস্ট ফ্রাইডে নামক কর্মসূচির মধ্যে দিয়ে । পরবর্তীকালে এই কর্মসূচি বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের রূপ নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.