ETV Bharat / bharat

অর্থনীতির একদশক - pnb scam

সারদা রোজ়ভ্যালি থেকে নীরব মোদি । 2014 সালে সরকারে বদল । GST, নোটবাতিলের সিদ্ধান্ত । পাশাপাশি GDP -র হার । একনজরে দশকের অর্থনীতি ।

image
ছবি
author img

By

Published : Dec 31, 2019, 8:17 AM IST

নোটবাতিল থেকে GST কিংবা GDP-র হার । দশকজুড়ে ভারতীয় অর্থনীতির একঝলক ।

  • 2019 সাল । এই বছরের অর্থনীতিকে সবচেয়ে বড় ধাক্কা দেয় GDP ৷ 2018-19 অর্থবর্ষে জানুয়ারি মার্চে GDP-র পরিমাণ কমে 5.8 শতাংশ । 2017-18 অর্থবর্ষে ছিল 8.1 শতাংশ । চলতি অর্থবর্ষে এপ্রিল-জুনে 5 শতাংশ ৷ এরপর সেপ্টেম্বরে 4.5 শতাংশ হয় ।
    image
    GDP-র হার
  • 2018 সাল । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) -র বিরুদ্ধে প্রায় 12 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে । নাম জড়ায় মেহুল চোক্সি ও নীরব মোদির । পরে তাঁদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে CBI- র বিশেষ আদালত ।
    image
    PNB দুর্নীতি
  • সেবছর 29 নভেম্বর সংসদের উদ্দেশ্যে মিছিল কৃষকদের ৷ উৎপাদিত কৃষিপণ্য বেশি দামে বিক্রির দাবিতে এই মিছিল করে কৃষিজীবীরা । মোদি সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল কৃষকরা । যার প্রভাব পড়ে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ।
    image
    কৃষকদের মিছিল
  • 2017 সালে বিট কয়েনের সর্বোচ্চ দাম বাড়ে । সেবছর ডিসেম্বরে বিট কয়েনের মূল্য ছিল 19,783 ডলার ।
    image
    বিট কয়েনের সর্বোচ্চ দাম
  • 2016 সালের 8 নভেম্বর । নোটবাতিল । দেশজুড়ে 500 ও 1000 টাকার নোটকে বাতিল হিসেবে ঘোষণা করা হয় । তার পরবর্তী ঘটনা সবার জানা । ATM-র লম্বা লাইন থেকে শুরু করে টাকা তোলা ও জমা করার ক্ষেত্রে রিজ়ার্ভ ব্যাঙ্কের একাধিক নিয়ম চালু হয় ।
    image
    নোটবাতিল
  • বিজয় মালিয়া । 9000 কোটি টাকা ব্যাঙ্কের ঋণ প্রতারণা মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি দেশ ছাড়া। 2016 সালে ভারত থেকে চলে যান। তার পর থেকে ব্রিটেনেই রয়েছেন । 2017 সালের 3 অক্টোবর লন্ডনে একবার গ্রেপ্তার হন । পরে ছাড়াও পান । 2016 সালে 2 মে রাজ্যসভা থেকে ইস্তফা দেন তিনি ।
    image
    বিজয় মাল্য
  • সেবছর 4 অগাস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল (GST) আইনে পরিণত হয় । সেবছর নভেম্বরেই কেন্দ্রীয় সরকারের তরফে মানিটারি পলিসি কমিটি গঠন করা হয় । সেবছর 4 সেপ্টেম্বরে RBI-র গভর্নর হন উর্জিত প্যাটেল ।
    image
    গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল (GST)
  • 2015 সাল । এবছরই অগাস্টে বন্ধন ব্যাঙ্ক চালু হয় । লক্ষ্য ছিল প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দেওয়া । 9 এপ্রিল মুদ্রা ব্যাঙ্ক চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছোটো ব্যবসায় ঋণ দেওয়া ও রোজগার দেওয়া ছিল এই ব্যাঙ্কের লক্ষ্য । পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনাসহ একাধিক প্রকল্পের সূচনা হয় । এবছর 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনের জায়গায় গঠিত হয় নীতি আয়োগ ।
  • সেবছর 26 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে । রাজ্যের সবচেয়ে বড় অর্থলগ্নি সংস্থা ছিল এই রোজ়ভ্যালি । যার অধীনে প্রায় 29টি সংস্থা ছিল । বাজার থেকে টাকা সংগ্রহের পর সেই সংস্থাগুলির মধ্যেই টাকা ঘোরানো হত । পাশাপাশি, সিনেমা প্রযোজনার ব্যবসাও ছিল গৌতম কুণ্ডুর ।
    image
    রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু
  • 2014 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসে । অর্থমন্ত্রী হন অরুণ জেটলি । রদবদল আসে অর্থনীতিতে । রোজ়ভ্যালির বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে তদন্ত শুরু হয় । তদন্তে নামে ED । তাদের বিরুদ্ধে 15 হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠে । যে কারণে হাইকের্টের নির্দেশে রোজ়ভ্যালির 200 টি ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় ।
  • 2013 সালের এপ্রিল মাস । সারদা চিটফাণ্ড মামলা সামনে আসে । কোটি কেটি টাকা আর্থিক প্রতারণার দায়ে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেপ্তার হন সারদা কর্তা সুদীপ্ত সেন । তাঁর সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয় । 2600 কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে সুদীপ্ত সেনের উপর । টাকা খুইয়ে আত্মঘাতী হন একাধিক আমানতকারী ।
    image
    সারদা কেলেঙ্কারি
  • 2012 সাল । মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় । এই পরিস্থতির মোকাবিলায় সুদের হার বাড়ায় ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক । GDP- পরিমাণ ছিল 5.45 শতাংশ ।
    image
    মুদ্রাস্ফীতি
  • 2011 সাল । রেকর্ড পরিমাণ কমে টাকার মূল্য । ডলার প্রতি 54 টাকা 17 পয়সা । ডিরেক্ট ট্যাক্স কোড । সংসদে নতুন বিল পেশ হয় । এই বিলের অধীনে যাদের 2 -5 লাখ টাকা আয়ের উপর 10 শতাংশ ও 5-10 লাখ টাকা আয়ের উপর 20 শতাংশ করের প্রস্তাব রাখে । খাদ্য নিরাপত্তা বিলও ছিল তৎকালীন সরকারের অন্যতম পদক্ষেপ ।

নোটবাতিল থেকে GST কিংবা GDP-র হার । দশকজুড়ে ভারতীয় অর্থনীতির একঝলক ।

  • 2019 সাল । এই বছরের অর্থনীতিকে সবচেয়ে বড় ধাক্কা দেয় GDP ৷ 2018-19 অর্থবর্ষে জানুয়ারি মার্চে GDP-র পরিমাণ কমে 5.8 শতাংশ । 2017-18 অর্থবর্ষে ছিল 8.1 শতাংশ । চলতি অর্থবর্ষে এপ্রিল-জুনে 5 শতাংশ ৷ এরপর সেপ্টেম্বরে 4.5 শতাংশ হয় ।
    image
    GDP-র হার
  • 2018 সাল । পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) -র বিরুদ্ধে প্রায় 12 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে । নাম জড়ায় মেহুল চোক্সি ও নীরব মোদির । পরে তাঁদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে CBI- র বিশেষ আদালত ।
    image
    PNB দুর্নীতি
  • সেবছর 29 নভেম্বর সংসদের উদ্দেশ্যে মিছিল কৃষকদের ৷ উৎপাদিত কৃষিপণ্য বেশি দামে বিক্রির দাবিতে এই মিছিল করে কৃষিজীবীরা । মোদি সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল কৃষকরা । যার প্রভাব পড়ে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ।
    image
    কৃষকদের মিছিল
  • 2017 সালে বিট কয়েনের সর্বোচ্চ দাম বাড়ে । সেবছর ডিসেম্বরে বিট কয়েনের মূল্য ছিল 19,783 ডলার ।
    image
    বিট কয়েনের সর্বোচ্চ দাম
  • 2016 সালের 8 নভেম্বর । নোটবাতিল । দেশজুড়ে 500 ও 1000 টাকার নোটকে বাতিল হিসেবে ঘোষণা করা হয় । তার পরবর্তী ঘটনা সবার জানা । ATM-র লম্বা লাইন থেকে শুরু করে টাকা তোলা ও জমা করার ক্ষেত্রে রিজ়ার্ভ ব্যাঙ্কের একাধিক নিয়ম চালু হয় ।
    image
    নোটবাতিল
  • বিজয় মালিয়া । 9000 কোটি টাকা ব্যাঙ্কের ঋণ প্রতারণা মামলায় নাম জড়ানোর পর থেকেই তিনি দেশ ছাড়া। 2016 সালে ভারত থেকে চলে যান। তার পর থেকে ব্রিটেনেই রয়েছেন । 2017 সালের 3 অক্টোবর লন্ডনে একবার গ্রেপ্তার হন । পরে ছাড়াও পান । 2016 সালে 2 মে রাজ্যসভা থেকে ইস্তফা দেন তিনি ।
    image
    বিজয় মাল্য
  • সেবছর 4 অগাস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল (GST) আইনে পরিণত হয় । সেবছর নভেম্বরেই কেন্দ্রীয় সরকারের তরফে মানিটারি পলিসি কমিটি গঠন করা হয় । সেবছর 4 সেপ্টেম্বরে RBI-র গভর্নর হন উর্জিত প্যাটেল ।
    image
    গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল (GST)
  • 2015 সাল । এবছরই অগাস্টে বন্ধন ব্যাঙ্ক চালু হয় । লক্ষ্য ছিল প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দেওয়া । 9 এপ্রিল মুদ্রা ব্যাঙ্ক চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছোটো ব্যবসায় ঋণ দেওয়া ও রোজগার দেওয়া ছিল এই ব্যাঙ্কের লক্ষ্য । পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনাসহ একাধিক প্রকল্পের সূচনা হয় । এবছর 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনের জায়গায় গঠিত হয় নীতি আয়োগ ।
  • সেবছর 26 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে । রাজ্যের সবচেয়ে বড় অর্থলগ্নি সংস্থা ছিল এই রোজ়ভ্যালি । যার অধীনে প্রায় 29টি সংস্থা ছিল । বাজার থেকে টাকা সংগ্রহের পর সেই সংস্থাগুলির মধ্যেই টাকা ঘোরানো হত । পাশাপাশি, সিনেমা প্রযোজনার ব্যবসাও ছিল গৌতম কুণ্ডুর ।
    image
    রোজ়ভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু
  • 2014 সালে কেন্দ্রে BJP ক্ষমতায় আসে । অর্থমন্ত্রী হন অরুণ জেটলি । রদবদল আসে অর্থনীতিতে । রোজ়ভ্যালির বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে তদন্ত শুরু হয় । তদন্তে নামে ED । তাদের বিরুদ্ধে 15 হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠে । যে কারণে হাইকের্টের নির্দেশে রোজ়ভ্যালির 200 টি ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় ।
  • 2013 সালের এপ্রিল মাস । সারদা চিটফাণ্ড মামলা সামনে আসে । কোটি কেটি টাকা আর্থিক প্রতারণার দায়ে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেপ্তার হন সারদা কর্তা সুদীপ্ত সেন । তাঁর সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয় । 2600 কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে সুদীপ্ত সেনের উপর । টাকা খুইয়ে আত্মঘাতী হন একাধিক আমানতকারী ।
    image
    সারদা কেলেঙ্কারি
  • 2012 সাল । মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় । এই পরিস্থতির মোকাবিলায় সুদের হার বাড়ায় ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক । GDP- পরিমাণ ছিল 5.45 শতাংশ ।
    image
    মুদ্রাস্ফীতি
  • 2011 সাল । রেকর্ড পরিমাণ কমে টাকার মূল্য । ডলার প্রতি 54 টাকা 17 পয়সা । ডিরেক্ট ট্যাক্স কোড । সংসদে নতুন বিল পেশ হয় । এই বিলের অধীনে যাদের 2 -5 লাখ টাকা আয়ের উপর 10 শতাংশ ও 5-10 লাখ টাকা আয়ের উপর 20 শতাংশ করের প্রস্তাব রাখে । খাদ্য নিরাপত্তা বিলও ছিল তৎকালীন সরকারের অন্যতম পদক্ষেপ ।
New Delhi, Dec 30 (ANI): While speaking to ANI in the national capital on December 30, the General Secretary of Delhi and District Cricket Association (DDCA) Vinod Tihara said, "I got to know through media that he (Gautam Gambhir) wants to be president of Association, most welcome." "He can resign as Member of Parliament (MP), most welcome and I feel if cricketer like him comes for president's post, everyone will accept it," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.