ETV Bharat / bharat

মোদি-ঝড় থেকে বিরোধী জোট, নজরে দশকের রাজনীতি - যোগী আদিত্যনাথ

2টি লোকসভা নির্বাচন ৷ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহর জাতীয় রাজনীতিতে উঠে আসা ৷ এই দশক সাক্ষী থাকল নানা রাজনৈতিক কর্মকাণ্ডের ৷

জাতীয় রাজনীতি
জাতীয় রাজনীতি
author img

By

Published : Dec 30, 2019, 5:39 PM IST

Updated : Dec 31, 2019, 1:07 AM IST

রাজনৈতিক জোটসঙ্গী বদল । দলের কর্তৃত্ব কার হাতে, তা নিয়ে বাবা ছেলের দ্বন্দ্ব । কেন্দ্রের শাসকদল থেকে পরবর্তী নির্বাচনে আসনসংখ্যা দুই অঙ্কে নেমে আসা । আর সর্বোপরী, ভারতের জাতীয় রাজনীতিতে গুজরাতের দুই ভূমিপুত্রের উঠে আসা । চুম্বকে এটাই এই দশকের জাতীয় রাজনীতির ছবি ।

2010

  • আদর্শ আবাসন সোসাইটি ঘিরে দুর্নীতির অভিযোগ ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের পর 9 নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ অশোক চহ্বানের ৷ মুখ্যমন্ত্রী হলেন পৃথ্বীরাজ চহ্বান ৷
    Prithviraj
    পৃথ্বীরাজ চহ্বান

2011

  • তামিলনাড়ুর রাজনীতিতে ফের আম্মারাজ ৷ DMK-কে হারিয়ে তামিলনাড়ুর মসনদে ফের বসলেন AIADMK নেত্রী জে জয়ললিতা ৷ 16 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি ৷
  • LDF-কে হারিয়ে কেরালায় ক্ষমতায় ফেরে ওমান চান্ডির নেতৃত্বাধীন UDF ৷ 18 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ওমান চান্ডি ৷
  • অসমে ফের ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ 18 মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তরুণ গগৈ ৷
  • পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের মাত্র তিনমাস আগে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েন এন রঙ্গস্বামী ৷ আর AIADMK-র সঙ্গে জোট করে প্রথম নির্বাচনেই সাফল্য পান ৷ 16 মে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷
  • 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এল তৃণমূল ৷ 20 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷
    Mamata
    মমতা বন্দ্যোপাধ্যায়


2012

  • উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় সমাজবাদী পার্টি ৷ 15 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুলায়মপুত্র অখিলেশ যাদব ৷
  • কংগ্রেসকে হারিয়ে গোয়ায় ক্ষমতায় এল BJP ৷ 40টি আসনের মধ্যে তারা পেল 21টি আসন ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহর পর্রিকর ৷
  • মণিপুরে ফের ক্ষমতায় কংগ্রেস ৷ 60 আসনের বিধানসভায় 42টি আসন পেয়ে ফের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং ৷
  • উত্তরাখণ্ডে BJP-কে হারিয়ে ক্ষমতায় কংগ্রেস ৷ 13 মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয় বহুগুণা
  • পঞ্জাবে ফের ক্ষমতায় শিরোমণি অকালি দল এবং BJP জোট ৷ মুখ্যমন্ত্রী হলেন প্রকাশ সিং বাদল ৷
  • 26 এপ্রিল রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হলেন সচিন তেন্ডুলকর, রেখা এবং অণু আগা ৷
  • অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তৈরি হল আম আদমি পার্টি (AAP) ৷ 26 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সূচনা হল দলের ৷
    Akhilesh Yadav
    অখিলেশ যাদব

2013

  • বছরের শুরুতে জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির হয় ৷ সেখানেই 19 জানুয়ারি রাহুল গান্ধিকে কংগ্রেসের সহ সভাপতি ঘোষণা করা হয় ৷
  • ত্রিপুরায় ফের ক্ষমতায় বামেরা ৷ 60টি আসনের মধ্যে 49টিতে জিতল তারা ৷ ফের মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার ৷
  • দিল্লি বিধানসভা নির্বাচনে চমক AAP-র ৷ 70টি আসনের বিধানসভায় তারা জিতল 28টি আসন ৷ BJP পায় 31টি আসন ৷ BJP সরকার গঠনে আগ্রহ না দেখানোয় নির্দল বিধায়কদের বাইরে থেকে সমর্থনে সরকার গড়ল AAP ৷ 28 ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷
    Manik Sarkar
    মানিক সরকার

2014

  • দলের চাপে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ কংগ্রেসের বিজয় বহুগুণা ৷ 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হরিশ রাওয়াত ৷
  • মাত্র 49 দিন দিল্লির মুখ্যমন্ত্রী থাকার পর পদত্যাগ করলেন কেজরিওয়াল ৷ বিধানসভায় জন লোকপাল বিল পেশে বাধা পেয়ে 14 ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি ৷
  • এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ৷ 7 এপ্রিল থেকে 12 মে 9 দফায় দেশজুড়ে ভোটগ্রহণ হয় ৷ কংগ্রেসের 10 বছরের শাসনক্ষমতা মোদি-ঝড়ে কার্যত উড়ে যায় ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসেন মোদি ৷ তাঁর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠা (282টি আসন) পেয়ে কেন্দ্রে সরকার গঠন করে BJP ৷ 26 মে প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পাশাপাশি অমিত শাহও উঠে আসেন জাতীয় রাজনীতিতে ৷ দলের জয়ের পর অমিত শাহর উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদি ৷
  • অন্ধপ্রদেশ থেকে পৃথক রাজ্য হওয়া তেলাঙ্গানায় প্রথমবার বিধানসভা নির্বাচন ৷ 119 আসনের বিধানসভায় 63টি আসন পেয়ে সরকার গঠন করে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ৷ 2 জুন তেলাঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কে চন্দ্রশেখর রাও ৷
  • তেলাঙ্গানা পৃথক রাজ্য হওয়ার পর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী তেলুগু দেশম পার্টি ৷ 8 জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চন্দ্রবাবু নাইডু ৷
  • অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় কংগ্রেস ৷
  • হরিয়ানায় কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে হারিয়ে ক্ষমতায় এল BJP ও তার জোটসঙ্গী ৷ মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খট্টর ৷
  • মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয়ী শিবসেনা ও BJP জোট ৷ মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷
  • ওড়িশায় ক্ষমতা ধরে রাখল বিজু জনতা দল ৷ ফের মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়েক ৷
  • সিকিমে ফের ক্ষমতায় সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পবন চামলিং ৷
    KCR
    চন্দ্রশেখর রাও


2015

  • রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ঝড় ৷ 70 বিধানসভা আসনের মধ্যে 67টি পেল তারা ৷ 14 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল ৷
  • বিহারে BJP-র বিরুদ্ধে লড়তে হাত মেলাল কংগ্রেস, RJD এবং নীতীশ কুমারের JD(U) ৷ ভোটে মহাগঠবন্ধনের কাছে পরাস্তও হল BJP । 243টি আসনের মধ্যে মহাগঠবন্ধন পেল 178টি আসন ৷ 20 নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷ উপমুখ্যমন্ত্রী হলেন লালুপ্রসাদের ছোটো ছেলে তেজস্বী যাদব ৷
    Arvind Kejriwal
    অরবিন্দ কেজরিওয়াল


2016

  • তামিলনাড়ুতে ফের ক্ষমতায় AIADMK ৷ মুখ্যমন্ত্রী হলেন জে জয়ললিতা ৷
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  • অসমে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোওয়াল ৷
  • পুদুচেরিতে ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী হলেন ভি নারায়ণস্বামী ৷
    J Jayalalitha
    জে জয়ললিতা


2017

  • পঞ্জাব বিধানসভা নির্বাচনে BJP-শিরোমণি অকালি দলকে হারিয়ে ক্ষমতায় কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷
  • গোয়াতে ক্ষমতা ধরে রাখল BJP ৷ উত্তরাখণ্ডেও জিতল তারা ৷
  • উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে থেকে সমাজবাদী পার্টিতে অন্তর্দ্বন্দ্ব ৷ দলের হাল কার হাতে থাকবে, তা নিয়ে মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের মধ্যে লড়াই ৷ শেষপর্যন্ত অখিলেশই দলের নেতা হিসেবে উঠে আসেন ৷
  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে BJP-র জয় ৷ মুখ্যমন্ত্রী হলে যোগী আদিত্যনাথ ৷
  • গুজরাতে ফের ক্ষমতায় BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি ৷
  • হিমাচল প্রদেশ এবং মণিপুরে ক্ষমতায় এল BJP ।
  • 26 জুলাই বিহারের মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে এলেন নীতীশ কুমার ৷ পরদিন BJP-র সঙ্গে জোট করে সরকার গড়লেন ৷
  • 16 ডিসেম্বর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন রাহুল গান্ধি ৷
    yogi
    যোগী আদিত্যনাথ

2018

  • এই বছর 8টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করে কংগ্রেস ।
  • প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় এল BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব দেব ৷
  • 7 অগাস্ট এম করুণানিধির মৃত্যুর পর DMK-র হাল কে ধরবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ শেষপর্যন্ত 28 অগাস্ট DMK-র সভাপতি নির্বাচিত হন এম কে স্ট্যালিন ৷ তার আগে অবশ্য 2017 সালের 4 জানুয়ারি তাঁকে দলের কার্যকরী সভাপতি করা হয়েছিল ৷


2019

  • কেন্দ্রে ফের মোদি ঝড় ৷ এবার 300-র বেশি আসন পেয়ে ক্ষমতা এল BJP । ফের প্রধানমন্ত্রী হলেন মোদি । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে শপথ নিলেন অমিত শাহ ।
  • 10 অগাস্ট কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধি ৷

রাজনৈতিক জোটসঙ্গী বদল । দলের কর্তৃত্ব কার হাতে, তা নিয়ে বাবা ছেলের দ্বন্দ্ব । কেন্দ্রের শাসকদল থেকে পরবর্তী নির্বাচনে আসনসংখ্যা দুই অঙ্কে নেমে আসা । আর সর্বোপরী, ভারতের জাতীয় রাজনীতিতে গুজরাতের দুই ভূমিপুত্রের উঠে আসা । চুম্বকে এটাই এই দশকের জাতীয় রাজনীতির ছবি ।

2010

  • আদর্শ আবাসন সোসাইটি ঘিরে দুর্নীতির অভিযোগ ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের পর 9 নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ অশোক চহ্বানের ৷ মুখ্যমন্ত্রী হলেন পৃথ্বীরাজ চহ্বান ৷
    Prithviraj
    পৃথ্বীরাজ চহ্বান

2011

  • তামিলনাড়ুর রাজনীতিতে ফের আম্মারাজ ৷ DMK-কে হারিয়ে তামিলনাড়ুর মসনদে ফের বসলেন AIADMK নেত্রী জে জয়ললিতা ৷ 16 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি ৷
  • LDF-কে হারিয়ে কেরালায় ক্ষমতায় ফেরে ওমান চান্ডির নেতৃত্বাধীন UDF ৷ 18 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ওমান চান্ডি ৷
  • অসমে ফের ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ 18 মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তরুণ গগৈ ৷
  • পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের মাত্র তিনমাস আগে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েন এন রঙ্গস্বামী ৷ আর AIADMK-র সঙ্গে জোট করে প্রথম নির্বাচনেই সাফল্য পান ৷ 16 মে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷
  • 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এল তৃণমূল ৷ 20 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷
    Mamata
    মমতা বন্দ্যোপাধ্যায়


2012

  • উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় সমাজবাদী পার্টি ৷ 15 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুলায়মপুত্র অখিলেশ যাদব ৷
  • কংগ্রেসকে হারিয়ে গোয়ায় ক্ষমতায় এল BJP ৷ 40টি আসনের মধ্যে তারা পেল 21টি আসন ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহর পর্রিকর ৷
  • মণিপুরে ফের ক্ষমতায় কংগ্রেস ৷ 60 আসনের বিধানসভায় 42টি আসন পেয়ে ফের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং ৷
  • উত্তরাখণ্ডে BJP-কে হারিয়ে ক্ষমতায় কংগ্রেস ৷ 13 মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয় বহুগুণা
  • পঞ্জাবে ফের ক্ষমতায় শিরোমণি অকালি দল এবং BJP জোট ৷ মুখ্যমন্ত্রী হলেন প্রকাশ সিং বাদল ৷
  • 26 এপ্রিল রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হলেন সচিন তেন্ডুলকর, রেখা এবং অণু আগা ৷
  • অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তৈরি হল আম আদমি পার্টি (AAP) ৷ 26 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সূচনা হল দলের ৷
    Akhilesh Yadav
    অখিলেশ যাদব

2013

  • বছরের শুরুতে জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির হয় ৷ সেখানেই 19 জানুয়ারি রাহুল গান্ধিকে কংগ্রেসের সহ সভাপতি ঘোষণা করা হয় ৷
  • ত্রিপুরায় ফের ক্ষমতায় বামেরা ৷ 60টি আসনের মধ্যে 49টিতে জিতল তারা ৷ ফের মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার ৷
  • দিল্লি বিধানসভা নির্বাচনে চমক AAP-র ৷ 70টি আসনের বিধানসভায় তারা জিতল 28টি আসন ৷ BJP পায় 31টি আসন ৷ BJP সরকার গঠনে আগ্রহ না দেখানোয় নির্দল বিধায়কদের বাইরে থেকে সমর্থনে সরকার গড়ল AAP ৷ 28 ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷
    Manik Sarkar
    মানিক সরকার

2014

  • দলের চাপে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ কংগ্রেসের বিজয় বহুগুণা ৷ 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হরিশ রাওয়াত ৷
  • মাত্র 49 দিন দিল্লির মুখ্যমন্ত্রী থাকার পর পদত্যাগ করলেন কেজরিওয়াল ৷ বিধানসভায় জন লোকপাল বিল পেশে বাধা পেয়ে 14 ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি ৷
  • এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ৷ 7 এপ্রিল থেকে 12 মে 9 দফায় দেশজুড়ে ভোটগ্রহণ হয় ৷ কংগ্রেসের 10 বছরের শাসনক্ষমতা মোদি-ঝড়ে কার্যত উড়ে যায় ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসেন মোদি ৷ তাঁর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠা (282টি আসন) পেয়ে কেন্দ্রে সরকার গঠন করে BJP ৷ 26 মে প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পাশাপাশি অমিত শাহও উঠে আসেন জাতীয় রাজনীতিতে ৷ দলের জয়ের পর অমিত শাহর উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদি ৷
  • অন্ধপ্রদেশ থেকে পৃথক রাজ্য হওয়া তেলাঙ্গানায় প্রথমবার বিধানসভা নির্বাচন ৷ 119 আসনের বিধানসভায় 63টি আসন পেয়ে সরকার গঠন করে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ৷ 2 জুন তেলাঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কে চন্দ্রশেখর রাও ৷
  • তেলাঙ্গানা পৃথক রাজ্য হওয়ার পর অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী তেলুগু দেশম পার্টি ৷ 8 জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চন্দ্রবাবু নাইডু ৷
  • অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় কংগ্রেস ৷
  • হরিয়ানায় কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে হারিয়ে ক্ষমতায় এল BJP ও তার জোটসঙ্গী ৷ মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খট্টর ৷
  • মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয়ী শিবসেনা ও BJP জোট ৷ মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷
  • ওড়িশায় ক্ষমতা ধরে রাখল বিজু জনতা দল ৷ ফের মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়েক ৷
  • সিকিমে ফের ক্ষমতায় সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পবন চামলিং ৷
    KCR
    চন্দ্রশেখর রাও


2015

  • রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ঝড় ৷ 70 বিধানসভা আসনের মধ্যে 67টি পেল তারা ৷ 14 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল ৷
  • বিহারে BJP-র বিরুদ্ধে লড়তে হাত মেলাল কংগ্রেস, RJD এবং নীতীশ কুমারের JD(U) ৷ ভোটে মহাগঠবন্ধনের কাছে পরাস্তও হল BJP । 243টি আসনের মধ্যে মহাগঠবন্ধন পেল 178টি আসন ৷ 20 নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷ উপমুখ্যমন্ত্রী হলেন লালুপ্রসাদের ছোটো ছেলে তেজস্বী যাদব ৷
    Arvind Kejriwal
    অরবিন্দ কেজরিওয়াল


2016

  • তামিলনাড়ুতে ফের ক্ষমতায় AIADMK ৷ মুখ্যমন্ত্রী হলেন জে জয়ললিতা ৷
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  • অসমে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন সর্বানন্দ সোনোওয়াল ৷
  • পুদুচেরিতে ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী হলেন ভি নারায়ণস্বামী ৷
    J Jayalalitha
    জে জয়ললিতা


2017

  • পঞ্জাব বিধানসভা নির্বাচনে BJP-শিরোমণি অকালি দলকে হারিয়ে ক্ষমতায় কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷
  • গোয়াতে ক্ষমতা ধরে রাখল BJP ৷ উত্তরাখণ্ডেও জিতল তারা ৷
  • উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে থেকে সমাজবাদী পার্টিতে অন্তর্দ্বন্দ্ব ৷ দলের হাল কার হাতে থাকবে, তা নিয়ে মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের মধ্যে লড়াই ৷ শেষপর্যন্ত অখিলেশই দলের নেতা হিসেবে উঠে আসেন ৷
  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে BJP-র জয় ৷ মুখ্যমন্ত্রী হলে যোগী আদিত্যনাথ ৷
  • গুজরাতে ফের ক্ষমতায় BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি ৷
  • হিমাচল প্রদেশ এবং মণিপুরে ক্ষমতায় এল BJP ।
  • 26 জুলাই বিহারের মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে এলেন নীতীশ কুমার ৷ পরদিন BJP-র সঙ্গে জোট করে সরকার গড়লেন ৷
  • 16 ডিসেম্বর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন রাহুল গান্ধি ৷
    yogi
    যোগী আদিত্যনাথ

2018

  • এই বছর 8টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করে কংগ্রেস ।
  • প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় এল BJP ৷ মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব দেব ৷
  • 7 অগাস্ট এম করুণানিধির মৃত্যুর পর DMK-র হাল কে ধরবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ শেষপর্যন্ত 28 অগাস্ট DMK-র সভাপতি নির্বাচিত হন এম কে স্ট্যালিন ৷ তার আগে অবশ্য 2017 সালের 4 জানুয়ারি তাঁকে দলের কার্যকরী সভাপতি করা হয়েছিল ৷


2019

  • কেন্দ্রে ফের মোদি ঝড় ৷ এবার 300-র বেশি আসন পেয়ে ক্ষমতা এল BJP । ফের প্রধানমন্ত্রী হলেন মোদি । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে শপথ নিলেন অমিত শাহ ।
  • 10 অগাস্ট কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধি ৷
Intro:Body:

national politics


Conclusion:
Last Updated : Dec 31, 2019, 1:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.