দিল্লি, 27 ফেব্রুয়ারি : থমথম করছে এলাকা । বন্ধ দোকানপাট । রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দোকান, বাড়ির আসবাবপত্র । কোথাও পড়ে রয়েছে বাড়ির ভাঙা অংশ । আর দফায় দফায় নিরাপত্তারক্ষীদের টহল । ঘটনার চার দিন পরও এই দৃশ্য ধরা পড়ল উত্তর-পূর্ব দিল্লিতে । দেখলে মনে হবে, কোনও যুদ্ধ পরবর্তী ক্ষেত্র ।
রাজধানীর পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেছেন তিনি । দিল্লির এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে । গতকাল দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টেও দিল্লি পুলিশকে ভর্ৎসনা করা হয়েছে । পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দিল্লি পুলিশের পেশাদারিত্বের অভাব রয়েছে, বলা হয়েছে আদালতের তরফে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ ব্যর্থ হয়েছে বলে দাবি করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।
আসরে নামতে হয়েছে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে, যা প্রমাণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ দিল্লি পুলিশ ৷ ডোভাল ঘটনাস্থানগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । তাদের আশ্বাস দেন । কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিকের কোনও চিহ্নই নেই দিল্লিতে । বরং, ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা । ঘটনার প্রথম দিনে পাঁচ জনের মৃত্যুর হয় । সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন 30 ছাড়িয়ে 36 । এই সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে কোনও দ্বিধা নেই । জখম প্রায় 250 জন । এছাড়াও প্রতিদিন হিংসার ঘটনায় জখম হয়ে কেউ না কেউ হাসপাতালে ভরতি হচ্ছেন ।
বিদেশমন্ত্রকের তরফে সবদিক খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে । বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবীশ কুমার বলেন, "USCIRF-এর তরফে যে মন্তব্য করা হয়েছে তা আমরা শুনেছি । দিল্লির হিংসা নিয়ে মিডিয়ার তরফে কিছু রিপোর্টও আমরা দেখেছি । এই সব ক্ষেত্রেই দিল্লির ঘটনাকে অতিরঞ্জিত করা হচ্ছে । এবং রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে । আমরা স্পষ্ট করে দিতে চাই যে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের তরফে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে । আইনতও সমস্তরকম পদক্ষেপ করা হচ্ছে ।"
সরকারের তরফে সবরকমের আশ্বাসের পরেও থমথম করছে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর, জাফরাবাদ, গোকুলপুরী, ব্রক্ষপুরী ও চাঁদবাগ এলাকা । বন্ধ স্কুল, দোকানপাট । জারি রয়েছে 144 ধারা ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল টুইট করে দিল্লিবাসীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন । সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও । এতো কিছুর পরও দিল্লির পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত ।