ETV Bharat / bharat

রাজধানীতে মৃত বেড়ে 47, শান্তি চাইছেন দিল্লিবাসী - দিল্লি পুলিশ

দিল্লিতে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা ৷ হিংসার ছাপটা এখনও আবছা নয় রাজধানীতে ৷ কোনওরকম গুজব ও প্ররোচনায় পা না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও জানাচ্ছে পুলিশ ৷

Delhi Violence
ফাইল ছবি
author img

By

Published : Mar 2, 2020, 3:26 PM IST

দিল্লি, 2 মার্চ : রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ৷ জখম হয়েছে আরও শতাধিক মানুষ ৷ ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ি ও দোকান পাট ৷ প্রাণ হারিয়েছেন অঙ্কিত শর্মা নামের এক ইন্টেলিজেন্স আধিকারিকও ৷ কিন্তু আর হিংসা চান না দিল্লিবাসী ৷ শান্তি চাইছেন তাঁরা ৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অঙ্কিত শর্মার পরিবারের লোকেদের জন্য 1 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ অঙ্কিত শর্মার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এদিকে দিল্লি হাইকোর্ট গত সপ্তাহেই হিংসার কবলে পড়া মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিল ৷ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পাটিল ও বিচারপতি সি হরি শংকরের বেঞ্চ এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশের থেকে ৷

দক্ষিণ-পূর্ব ও পশ্চিম দিল্লির বেশ কিছু এলাকা থেকে গতকাল হিংসার খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ তবে সেই সমস্ত খবরই ভুয়ো ছিল বলে জানিয়ে দেয় পুলিশ ৷ কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন সাধারণ মানুষের কাছে ৷

দিল্লি, 2 মার্চ : রাজধানীতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ৷ জখম হয়েছে আরও শতাধিক মানুষ ৷ ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ি ও দোকান পাট ৷ প্রাণ হারিয়েছেন অঙ্কিত শর্মা নামের এক ইন্টেলিজেন্স আধিকারিকও ৷ কিন্তু আর হিংসা চান না দিল্লিবাসী ৷ শান্তি চাইছেন তাঁরা ৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অঙ্কিত শর্মার পরিবারের লোকেদের জন্য 1 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ অঙ্কিত শর্মার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এদিকে দিল্লি হাইকোর্ট গত সপ্তাহেই হিংসার কবলে পড়া মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিল ৷ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পাটিল ও বিচারপতি সি হরি শংকরের বেঞ্চ এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশের থেকে ৷

দক্ষিণ-পূর্ব ও পশ্চিম দিল্লির বেশ কিছু এলাকা থেকে গতকাল হিংসার খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ তবে সেই সমস্ত খবরই ভুয়ো ছিল বলে জানিয়ে দেয় পুলিশ ৷ কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন সাধারণ মানুষের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.