ভিওয়ান্ডি, 23 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে বহুতল ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 39 । এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ।
এখনও পর্যন্ত 25 জনকে উদ্ধার করা হয়েছে । আরও পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তাদের উদ্ধার করে ভিওয়ান্ডি ও থানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
NDRF-এর এক কর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে 11 থেকে 15 বছর বয়সি শিশু রয়েছে । উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থানে রয়েছে । এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলেও জানান তিনি ।
সোমবার ভোর 3টে 40 মিনিট নাগাদ থানের প্যাটেল কম্পাউন্ড এলাকায় 43 বছরের পুরোনো তিনতলা জিলানি বিল্ডিং ভেঙে পড়ে । ঘটনায় দুই প্রশাসনিক কর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে । থানে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওই বহুতলটিতে 40টি ফ্ল্যাট ছিল । এক আধিকারিক জানিয়েছেন, সেখানে প্রায় দেড়শো লোক বাস করতেন । ভোররাতে ধমনকার নাকার কাছে নাপোলির প্যাটেল কম্পাউন্ডে অবস্থিত এই বিল্ডিংটি যখন ভেঙে পড়ে তখন সেখানকার বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন । তল্লাশি অভিযান অব্যাহত থাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং থানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর (TDRF) সদস্যরা এখনও ঘটনাস্থানে রয়েছেন । ওই আধিকারিক বলেন, "ওই বিল্ডিংটি ভিওয়ান্ডি-নিজ়ামপুর মিউনিসিপাল কর্পোরেশনের (BNMC) বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল না ।" ভিওয়ান্ডির DCP রাজকুমার শিন্ডে জানান, অভিযোগের পর ভারতীয় দণ্ডবিধির 337, 338, 304 (2) ধারায় বিল্ডিংয়ের মালিক সৈয়দ আহমেদ জিলানির বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
বহুতল ভেঙে পড়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানারকেও এর অন্তর্ভুক্ত করা হবে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলের বেশিরভাগ বাসিন্দাই ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালক, বিক্রেতা ও শ্রমিকরাও ছিলেন । প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, অনিয়মের অভিযোগে এর আগে 2019 সালে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বিল্ডিংটিতে দুটি নোটিশ দেওয়া হয়েছিল । কিন্তু, ভাড়া ছাড়েননি বাসিন্দারা ।
মহারাষ্ট্রের পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াড়েট্টিওয়ার বলেন, "ভিওয়ান্ডিতে অনুমোদন নেই ও বিপজ্জনক বাড়িগুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় । মন্ত্রিসভায় এই নিয়ে আলোচনা করা হবে ।" গতকাল দুর্ঘটনাস্থান পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, অতিরিক্ত FSI অনুমোদন এবং এর জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে । ঘটনার তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ।