ETV Bharat / bharat

করোনা ভাইরাসে চিনে মৃত বেড়ে 54, ভারতে পর্যবেক্ষণে 100

চিনে করোনা ভাইরাসে মৃত বেড়ে 54 । 'নিউমোনিয়া'র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে ভারতও ৷

author img

By

Published : Jan 26, 2020, 9:56 AM IST

করোনা ভাইরাস
করোনা ভাইরাস

বেজিং ও দিল্লি, 26 জানুয়ারি : বাড়ছে করোনা আতঙ্ক ৷ চিনে এই ভাইরাসের সংক্রমণে মৃত বেড়ে 54 । ভারতে পর্যবেক্ষণে রয়েছেন 100 জন । কেরালা ও মহারাষ্ট্রে চলছে স্ক্রিনিং । নতুন করে 1 কোটি 10 লাখ বাসিন্দার মধ্যে ভাইরাসটির উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

এদিকে করোনার সংক্রমণ আটকাতে ইউহান-সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইউহান থেকেই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় যে কারণে ইউহান শহরকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ রয়েছে ৷

চিনা নববর্ষের সময় করোন আতঙ্কে ফিকে হয়ে উঠেছে আনন্দ । চিনের সবথেকে বড় এই অনুষ্ঠানে বহু মানুষ দেশ-বিদেশ থেকে আসেন । প্রবাসীরাও ঘরে ফেরেন এই সময়ে । ফলে সংক্রামকের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে । পাশাপাশি প্রায় 700 জন ভারতীয় মধ্যে এই নববর্ষের জন্য অনেকেই বাড়ি ফিরে গেছেন । তবে, ইউহানে বাকি 250 জন পড়ুয়াকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি চেয়ে চিন সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারত ।

এদিকে, নেপাল থেকে দার্জিলিঙে প্রবেশের রাস্তা পানিট্যাঙ্কি, মিরিক সীমানা এবং পশুপতি মার্কেটে নজরদারি বাড়ানোর জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং কলকাতায় বেলেঘাটা ID হাসপাতালে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে ।

করোনা ভাইরাস ইশুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, "বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে । চিন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যে কোনও সমস্যার জন্য দূতাবাস রয়েছে । জরুরিভিত্তিক নম্বরও দেওয়া হয়েছে । ভারতে বিদেশ থেকে আসা 60টি বিমান ও 12,828 জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ।"

'নিউমোনিয়া'-র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করার কথা চলছে ।

চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এশিয়ার দেশগুলির পাশাপাশি অ্যামেরিকা ও ইউরোপেও থাবা বসিয়েছে এই ভাইরাস ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল । এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

বেজিং ও দিল্লি, 26 জানুয়ারি : বাড়ছে করোনা আতঙ্ক ৷ চিনে এই ভাইরাসের সংক্রমণে মৃত বেড়ে 54 । ভারতে পর্যবেক্ষণে রয়েছেন 100 জন । কেরালা ও মহারাষ্ট্রে চলছে স্ক্রিনিং । নতুন করে 1 কোটি 10 লাখ বাসিন্দার মধ্যে ভাইরাসটির উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

এদিকে করোনার সংক্রমণ আটকাতে ইউহান-সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইউহান থেকেই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় যে কারণে ইউহান শহরকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ রয়েছে ৷

চিনা নববর্ষের সময় করোন আতঙ্কে ফিকে হয়ে উঠেছে আনন্দ । চিনের সবথেকে বড় এই অনুষ্ঠানে বহু মানুষ দেশ-বিদেশ থেকে আসেন । প্রবাসীরাও ঘরে ফেরেন এই সময়ে । ফলে সংক্রামকের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে । পাশাপাশি প্রায় 700 জন ভারতীয় মধ্যে এই নববর্ষের জন্য অনেকেই বাড়ি ফিরে গেছেন । তবে, ইউহানে বাকি 250 জন পড়ুয়াকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি চেয়ে চিন সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারত ।

এদিকে, নেপাল থেকে দার্জিলিঙে প্রবেশের রাস্তা পানিট্যাঙ্কি, মিরিক সীমানা এবং পশুপতি মার্কেটে নজরদারি বাড়ানোর জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং কলকাতায় বেলেঘাটা ID হাসপাতালে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে ।

করোনা ভাইরাস ইশুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, "বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে । চিন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যে কোনও সমস্যার জন্য দূতাবাস রয়েছে । জরুরিভিত্তিক নম্বরও দেওয়া হয়েছে । ভারতে বিদেশ থেকে আসা 60টি বিমান ও 12,828 জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ।"

'নিউমোনিয়া'-র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করার কথা চলছে ।

চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এশিয়ার দেশগুলির পাশাপাশি অ্যামেরিকা ও ইউরোপেও থাবা বসিয়েছে এই ভাইরাস ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল । এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷

Srinagar (J-K), Jan 25 (ANI): Lt General KJS Dhillon on January 25 briefed about the Awantipora encounter which is still going on. He said that Jaish-e-Mohammed's major operation on Republic Day has been averted. "Today morning we got information of some Jaish-e-Mohammed terrorists who were planning to do some act of terrorism on January 26 in Tral. So, today morning the operation was launched. The operation is still underway," said Dhillon.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.