ETV Bharat / bharat

পঞ্জাব বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 104 - অমৃতসর

গত চারদিন ধরে পঞ্জাবের তিনটি জেলায় বিষমদ পান করে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 104 জনের ৷

Death toll in Punjab hooch tragedy rises to 104
Death toll in Punjab hooch tragedy rises to 104
author img

By

Published : Aug 3, 2020, 11:04 AM IST

চণ্ডীগড়, 2 অগাস্ট : পঞ্জাব বিষমদ কাণ্ডে আরও 12 জনের মৃত্যু ৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 104 জন ৷ তার মধ্যে শুধুমাত্র তরন তারন জেলাতেই বিষমদ পান করে মৃত্যু হয়েছে 75 জনের ৷ তরন তারন ছাড়া অমৃতসর ও গুরদাসপুরের বাটলায় যথাক্রমে 12 ও 11 জনের মৃত্যু হয়েছে ৷

তবে তরন তারনে মৃতের সংখ্যা নিয়ে ধন্ধ রয়েছে ৷ কারণ বিষমদ খেয়ে মৃত্যুর পর গত দু'দিন ধরে অনেক পরিবারই দেহ সৎকার করে দিয়েছে ৷ অনেক পরিবারই ময়নাতদন্তের জন্য এগিয়ে আসেনি ৷ জানিয়েছেন ডেপুটি কমিশনার কুলবন্ত সিং ৷

এই ঘটনায় পঞ্জাব সরকারের দিকে আঙুল তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দল AAP ৷ তাদের অভিযোগ, পঞ্জাব সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে ৷ মৃতদের মধ্যে অধিকাংশই গরিব ৷ পাতিয়ালা, বারনালা, পাঠানকোট, মোগাসহ পঞ্জাবের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান AAP নেতা-কর্মীরা ৷ AAP সাংসদ ভগবন্ত মান তরন তারনে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন ৷ ঘটনার তদন্ত চেয়েছেন তিনি ৷

পঞ্জাব সরকার ইতিমধ্যেই এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে । গত শনিবার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাত আবগারি ও ছয় পুলিশকর্মীকে কর্মকর্তাকে বরখাস্তের কথা ঘোষণা করেছিলেন। পুলিশ এবং আবগারি দপ্তরের বিষমদ উৎপাদন ও তার বিক্রি ঠেকাতে ব্যর্থতাকে তিনি লজ্জাজনক বলে বর্ণনা করেন ৷ পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্জাব সরকার ৷

চণ্ডীগড়, 2 অগাস্ট : পঞ্জাব বিষমদ কাণ্ডে আরও 12 জনের মৃত্যু ৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 104 জন ৷ তার মধ্যে শুধুমাত্র তরন তারন জেলাতেই বিষমদ পান করে মৃত্যু হয়েছে 75 জনের ৷ তরন তারন ছাড়া অমৃতসর ও গুরদাসপুরের বাটলায় যথাক্রমে 12 ও 11 জনের মৃত্যু হয়েছে ৷

তবে তরন তারনে মৃতের সংখ্যা নিয়ে ধন্ধ রয়েছে ৷ কারণ বিষমদ খেয়ে মৃত্যুর পর গত দু'দিন ধরে অনেক পরিবারই দেহ সৎকার করে দিয়েছে ৷ অনেক পরিবারই ময়নাতদন্তের জন্য এগিয়ে আসেনি ৷ জানিয়েছেন ডেপুটি কমিশনার কুলবন্ত সিং ৷

এই ঘটনায় পঞ্জাব সরকারের দিকে আঙুল তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দল AAP ৷ তাদের অভিযোগ, পঞ্জাব সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে ৷ মৃতদের মধ্যে অধিকাংশই গরিব ৷ পাতিয়ালা, বারনালা, পাঠানকোট, মোগাসহ পঞ্জাবের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান AAP নেতা-কর্মীরা ৷ AAP সাংসদ ভগবন্ত মান তরন তারনে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন ৷ ঘটনার তদন্ত চেয়েছেন তিনি ৷

পঞ্জাব সরকার ইতিমধ্যেই এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে । গত শনিবার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাত আবগারি ও ছয় পুলিশকর্মীকে কর্মকর্তাকে বরখাস্তের কথা ঘোষণা করেছিলেন। পুলিশ এবং আবগারি দপ্তরের বিষমদ উৎপাদন ও তার বিক্রি ঠেকাতে ব্যর্থতাকে তিনি লজ্জাজনক বলে বর্ণনা করেন ৷ পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্জাব সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.