থানে, 22 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের থানেতে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হল 20 ৷ থানের ভিওয়াণ্ডিতে প্যাটেল কম্পাউন্ড এলাকায় গতরাত 3.40 নাগাদ একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে ৷ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ৷
NDRF-এর অনুমান, এখনও আরও 20 থেকে 25 জন সেখানে আটকে রয়েছেন ৷ দুর্ঘটনার সময় ওই বহুতলে প্রায় 45 জন ছিলেন বলে অনুমান স্থানীয়দের একাংশের ৷ গতকাল দুর্ঘটনার পর সেখানে পৌঁছায় NDRF - এর উদ্ধারকারী দল, দমকল ও পুলিশ ৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷
ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা ৷ প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, " থানের ভিওয়াণ্ডিতে বহুতল ভেঙে পড়ার খবর পেয়ে আমি ব্যথিত ৷ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি ৷