ETV Bharat / bharat

নির্ভয়াকাণ্ডে 4 দোষীর ফাঁসির নির্দেশ - nirbhaya rape victim

hang
দোষীর ফাঁসির নির্দেশ
author img

By

Published : Jan 7, 2020, 4:51 PM IST

Updated : Jan 7, 2020, 11:44 PM IST

16:48 January 07

সাত বছর পর নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা ।

দিল্লি, 7 জানুয়ারি : নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7টায় ফাঁসি দেওয়া হবে তাদের । 

16 ডিসেম্বর 2012 । দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 
17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । 

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া । 

গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । তিহার সংশোধনাগারে সেই মতো প্রস্তুতিও শুরু হয় । ফাঁসির জন্য বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠায় তিহার কর্তৃপক্ষ । জল্লাদ চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানায় তারা । তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়াও চলছিল যে তা কতটা ভার বহনে সক্ষম । জল্পনা চলছিল নির্ভয়ার ধর্ষণের দিনই ফাঁসি দেওয়া হতে পারে তাদের । কিন্তু তাদের মধ্যে একজনের প্রাণ ভিক্ষার আবেদনের শুনানি 17 জিসেম্বর হওয়ায় সেই জল্পনা ভেস্তে যায় । তারপর থেকেই এই বহুপ্রতিক্ষিত মামলার রায় নিয়ে জল্পনা চলছিল । 

তিহার সংশোধনাগারেই ফাঁসি হবে মূল দোষী অক্ষয় সিং, মুকেশ সিং ও বিনয় শর্মা ও পবন গুপ্তার । যাদের মধ্যে তিহারে আগে থেকেই ছিল অক্ষয়, মুকেশ ও বিনয় । পবন গুপ্তা ছিল মন্ডোলি সংশোধনাগারে । সেখান থেকে ডিসেম্বরেই তাকে আনা হয় তিহারে । 
পাশাপাশি আজ আদালত জানায় দোষীদের কাছে 14 দিন সময় রয়েছে । এর মধ্যে তারা প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন। সুপ্রিম কোর্টে কিউরেটের পিটিশনও করতে পারেন । 

16:48 January 07

সাত বছর পর নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা ।

দিল্লি, 7 জানুয়ারি : নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আগামী 22 জানুয়ারি সকাল 7টায় ফাঁসি দেওয়া হবে তাদের । 

16 ডিসেম্বর 2012 । দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় বেসরকারি বাসে ধর্ষিত হন নির্ভয়া । বাসে ছ'জন তাঁকে ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে দেয় । 
17 ডিসেম্বর, 2012 । ছ’জন অপরাধীর মধ্যে চারজন রাম সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে শনাক্ত করা হয় । পরদিনই গ্রেপ্তার হয় চারজন । 21 ডিসেম্বর গ্রেপ্তার হয় পাঁচ নম্বর অভিযুক্ত অক্ষয় ঠাকুর । 29 ডিসেম্বর, 2012 সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া । চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শরীরের ক্ষত গভীর হওয়ায় মৃত্যুর কাছে হেরে যান । 

দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ । দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয় দেশ । শুরু হয় বিচার প্রক্রিয়া । 

গত সাত বছরে একাধিকবার শুনানির পর 2019-এর ডিসেম্বর মাসে নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয় । তিহার সংশোধনাগারে সেই মতো প্রস্তুতিও শুরু হয় । ফাঁসির জন্য বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠায় তিহার কর্তৃপক্ষ । জল্লাদ চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানায় তারা । তিহার সংশোধনাগারে ফাঁসিকাঠ থেকে 100 কেজির ডামি ঝুলিয়ে যাচাই করে নেওয়ার প্রক্রিয়াও চলছিল যে তা কতটা ভার বহনে সক্ষম । জল্পনা চলছিল নির্ভয়ার ধর্ষণের দিনই ফাঁসি দেওয়া হতে পারে তাদের । কিন্তু তাদের মধ্যে একজনের প্রাণ ভিক্ষার আবেদনের শুনানি 17 জিসেম্বর হওয়ায় সেই জল্পনা ভেস্তে যায় । তারপর থেকেই এই বহুপ্রতিক্ষিত মামলার রায় নিয়ে জল্পনা চলছিল । 

তিহার সংশোধনাগারেই ফাঁসি হবে মূল দোষী অক্ষয় সিং, মুকেশ সিং ও বিনয় শর্মা ও পবন গুপ্তার । যাদের মধ্যে তিহারে আগে থেকেই ছিল অক্ষয়, মুকেশ ও বিনয় । পবন গুপ্তা ছিল মন্ডোলি সংশোধনাগারে । সেখান থেকে ডিসেম্বরেই তাকে আনা হয় তিহারে । 
পাশাপাশি আজ আদালত জানায় দোষীদের কাছে 14 দিন সময় রয়েছে । এর মধ্যে তারা প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন। সুপ্রিম কোর্টে কিউরেটের পিটিশনও করতে পারেন । 

New Delhi, Jan 07 (ANI): Scuffle broke out between Bajrang Dal, Durga Vahini workers and security forces near Pakistan High Commission during protest against mob attack on Nankana Sahib Gurdwara on January 03. Police also detained several protesters. Demonstrators were protesting against the vandalism of the Gurdwara in Pakistan's Peshawar.
Last Updated : Jan 7, 2020, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.