দিল্লি, 29 এপ্রিল: কোরোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 71 জনের ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যাও ৷ গত 24 ঘন্টায় কোরোনায় নতুন করে সংক্রমিত হয়েছে 1813 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 31787 ৷ রাজস্থানে আজ সকালেই নতুন করে 19 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
এই মুহূর্তে দেশে 22982 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 7796 জন ৷ রাজ্যগুলির নিরিখে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 9318 ৷ স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা 3314 ৷
![COVID 19 Tracker](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6982673_wb_tracker_n1.jpg)
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 725 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মারা গেছে 22 জন । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসেব বলছে এখনও পর্যন্ত 550 জন ভাইরাসে সংক্রমিত হয়েছে । রাজ্যের মুখ্যসচিব রাজীব শুক্লা আজই নতুন করে 33 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করেছেন ।