ETV Bharat / bharat

গোরখপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ভাইয়ের বন্ধুর বিরুদ্ধে - চৌড়ি চৌড়া থানা

যে সময় ঘটনাটি ঘটে তখন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না । তার মা বাজারে গিয়েছিলেন । তিনি ফিরে এলে ঘটনার কথা জানায় ওই কিশোরী ।

গোরখপুরে বধির মেয়েকে ধর্ষণের অভিযোগ
গোরখপুরে বধির মেয়েকে ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Oct 6, 2020, 5:27 PM IST

গোরখপুর, 6 অক্টোবর : ফের উত্তরপ্রদেশ । এবার গোরখপুরের চৌরি চৌরা শহরে এক বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ভাইয়ের বন্ধুর বিরুদ্ধে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

যে সময় ঘটনাটি ঘটে তখন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না । তার মা বাজারে গিয়েছিলেন । তিনি ফিরে এলে ঘটনার কথা জানায় ওই কিশোরী । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে চৌরি চৌরা থানার ইনচার্জ ঘটনাস্থানে যান । বয়ান রেকর্ড করতে তাদের থানায় নিয়ে আসেন ।

এদিকে আলিগড়ে 15 দিন আগে ছয় বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল । গতকাল এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । দোষীর শাস্তি চেয়ে এবং পুলিশ প্রশাসনের অক্ষমতার অভিযোগ তুলে আজ মৃতের পরিবার রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় ।

গোরখপুর, 6 অক্টোবর : ফের উত্তরপ্রদেশ । এবার গোরখপুরের চৌরি চৌরা শহরে এক বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ভাইয়ের বন্ধুর বিরুদ্ধে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

যে সময় ঘটনাটি ঘটে তখন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না । তার মা বাজারে গিয়েছিলেন । তিনি ফিরে এলে ঘটনার কথা জানায় ওই কিশোরী । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে চৌরি চৌরা থানার ইনচার্জ ঘটনাস্থানে যান । বয়ান রেকর্ড করতে তাদের থানায় নিয়ে আসেন ।

এদিকে আলিগড়ে 15 দিন আগে ছয় বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল । গতকাল এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । দোষীর শাস্তি চেয়ে এবং পুলিশ প্রশাসনের অক্ষমতার অভিযোগ তুলে আজ মৃতের পরিবার রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.