দিল্লি, ৩১ মার্চ : আরও ৬ মাস বাড়ানো হল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যাবে। যদিও ১ এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক। আজ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সসেস-এর তরফে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের সময়সীমা ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।" উল্লেখ্যে, এই নিয়ে ছ'বার এই সময়সীমা বাড়ানো হল।
গত বছর জুনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। সেই মতো আজ শেষদিন ছিল। তবে শেষ দিনেই ফের সময়সীমা বাড়ানো হল।