ETV Bharat / bharat

ওড়িশার কোয়ারানটিন সেন্টারের খাবারে মরা টিকটিকি - Kendraapada news

ওড়িশার এক কোয়ারানটিন সেন্টারের খাবারে পাওয়া গেল মরা টিকটিকি । অতীতেও ওই সেন্টারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন আবাসিকরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 8:27 AM IST

কেন্দ্রাপাড়া (ওড়িশা), 22 মে :কোয়ারানটিন সেন্টারের খাবারে পাওয়া গেল মরা টিকটিকি । ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার গরদপুরের একটি স্কুলের কোয়ারানটিন সেন্টারের । গতকাল ওই সেন্টার থেকে যখন সকালের খাবার পরিবেশন করা হয় সেই সময় খাবারের ভিতর খোঁজ মেলে মরা টিকটিকিটির ।

খাবারের প্লেটে মরা টিকটিকিটি পাওয়ার পর থেকে আর কেউই সেই খাবার খায়নি । কোয়ারানটিন সেন্টারে থাকা প্রত্যেক আবাসিক গিয়ে বিষয়টি জানান ইনচার্জকে । ঘটনার খবর পেয়ে গরদপুরের BDO রশ্মি রঞ্জন মল্লিক ঘটনাস্থানে পৌঁছান । এবং বিষয়টির তদন্ত শুরু করেন । এই বিষয়ে রশ্মি রঞ্জন মল্লিক জানান, " আবাসিকদের খাবার পরিবেশনের আগেই ওই টিকটিকি পড়ে গেছে । রান্নার সময় কোনও ভাবে সেটি হয়তো পড়ে যায় । তবে আবাসিকরা কেউই খাবার গ্রহণ করেননি । প্রত্যেকেই সুস্থ রয়েছেন ।"

প্রসঙ্গত এই কোয়ারানটিন সেন্টারে 30 জনেরও বেশি আবাসিক রয়েছেন । তাঁদের মধ্যে কেউ কেউ আবার 1 সপ্তাহেরও বেশি আছেন সেখানে । অতীতেও এর আগে এই সেন্টারটির বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছিল ।

কেন্দ্রাপাড়া (ওড়িশা), 22 মে :কোয়ারানটিন সেন্টারের খাবারে পাওয়া গেল মরা টিকটিকি । ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার গরদপুরের একটি স্কুলের কোয়ারানটিন সেন্টারের । গতকাল ওই সেন্টার থেকে যখন সকালের খাবার পরিবেশন করা হয় সেই সময় খাবারের ভিতর খোঁজ মেলে মরা টিকটিকিটির ।

খাবারের প্লেটে মরা টিকটিকিটি পাওয়ার পর থেকে আর কেউই সেই খাবার খায়নি । কোয়ারানটিন সেন্টারে থাকা প্রত্যেক আবাসিক গিয়ে বিষয়টি জানান ইনচার্জকে । ঘটনার খবর পেয়ে গরদপুরের BDO রশ্মি রঞ্জন মল্লিক ঘটনাস্থানে পৌঁছান । এবং বিষয়টির তদন্ত শুরু করেন । এই বিষয়ে রশ্মি রঞ্জন মল্লিক জানান, " আবাসিকদের খাবার পরিবেশনের আগেই ওই টিকটিকি পড়ে গেছে । রান্নার সময় কোনও ভাবে সেটি হয়তো পড়ে যায় । তবে আবাসিকরা কেউই খাবার গ্রহণ করেননি । প্রত্যেকেই সুস্থ রয়েছেন ।"

প্রসঙ্গত এই কোয়ারানটিন সেন্টারে 30 জনেরও বেশি আবাসিক রয়েছেন । তাঁদের মধ্যে কেউ কেউ আবার 1 সপ্তাহেরও বেশি আছেন সেখানে । অতীতেও এর আগে এই সেন্টারটির বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.