ETV Bharat / bharat

CCD-র কর্ণধার সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার - ccd

বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হল ।

সিদ্ধার্থ
author img

By

Published : Jul 31, 2019, 7:30 AM IST

Updated : Jul 31, 2019, 8:14 AM IST

বেঙ্গালুরু, 31 জুলাই : নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হল । বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করেছে পুলিশ ।

ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাই নিখোঁজ ছিলেন সোমবার থেকেই । সেদিন ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে হঠাৎই কারও সঙ্গে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান তিনি । এরপর আর ফিরে আসেননি । ফোনও বন্ধ থাকায় তাঁর চালক তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি । তারপরেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান চালক ৷ জানানো হয় পুলিশকেও৷ এরপরই খোঁজ শুরু হয় তাঁর । তল্লাশি চালাতে নদীতে নামানো হয় বোট ।

নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয়
নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয়

এরই মাঝে গতকাল পুলিশি তল্লাশিতে সামনে আসে কর্মচারী ও বোর্ড মেম্বারদের উদ্দেশ্যে লেখা সিদ্ধার্থর একটি চিঠি । তাতে লেখা, "আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি । অনেক দিন ধরে লড়াই করেছি । কিন্তু আজ আমি ছেড়ে দিলাম । আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান ৷ শক্ত থাকুন ৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না । কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ ৷" পাশাপাশি আয়কর দপ্তরের DG তাঁকে চাপে রেখেছিলেন বলেও অভিযোগ করেন তিনি ।

পুলিশ আগের থেকেই অনুমান করে যে সিদ্ধার্থ হয়তো মারাত্মক কোনও পথই বেছে নিয়েছেন ৷ কারণ উদ্ধারকারী বোট, ডগ স্কোয়াড, ডুবুরি প্রত্যকের সাহায্যে কর্নাটকের সেই এলাকাটি তন্নতন্ন করে খুঁজেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাইয়ের খোঁজ মেলেনি ৷ এরই মধ্যে স্থানীয় দুই বাসিন্দার বয়ানে পুলিশের সেই অনুমান আরও বদ্ধপরিকর হয় ।

গতকাল তল্লাশি চালোনোর সময় নেত্রবতী নদীর পার্শ্ববর্তী এলাকার এক মৎস্যজীবী জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এক ব্যক্তিকে উল্লালা সেতু থেকে ঝাঁপিয়ে পড়তে দেখেন তিনি । ঘটনাটি দেখেই তিনি ছুটে বাঁচাতে যান । কিন্তু ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে এত গভীরে চলে যান, তাঁর কাছে পৌঁছানো যায়নি ৷ যদিও 65 বছরের এই মৎস্যজীবী জানাতে পারেননি ওই ব্যক্তি আসলে কে? এরপর অপর এক ব্যক্তিও কাউকে নেত্রবতী নদীতে ঝাঁপ দিতে দেখেছেন বলে দাবি করেন ৷

বেঙ্গালুরু, 31 জুলাই : নিখোঁজ হওয়া CCD-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হল । বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করেছে পুলিশ ।

ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাই নিখোঁজ ছিলেন সোমবার থেকেই । সেদিন ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে হঠাৎই কারও সঙ্গে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান তিনি । এরপর আর ফিরে আসেননি । ফোনও বন্ধ থাকায় তাঁর চালক তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি । তারপরেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান চালক ৷ জানানো হয় পুলিশকেও৷ এরপরই খোঁজ শুরু হয় তাঁর । তল্লাশি চালাতে নদীতে নামানো হয় বোট ।

নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয়
নেত্রবতী নদীতে তল্লাশি চালিয়ে সিদ্ধার্থর মৃতদেহ উদ্ধার হয়

এরই মাঝে গতকাল পুলিশি তল্লাশিতে সামনে আসে কর্মচারী ও বোর্ড মেম্বারদের উদ্দেশ্যে লেখা সিদ্ধার্থর একটি চিঠি । তাতে লেখা, "আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি । অনেক দিন ধরে লড়াই করেছি । কিন্তু আজ আমি ছেড়ে দিলাম । আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান ৷ শক্ত থাকুন ৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না । কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ ৷" পাশাপাশি আয়কর দপ্তরের DG তাঁকে চাপে রেখেছিলেন বলেও অভিযোগ করেন তিনি ।

পুলিশ আগের থেকেই অনুমান করে যে সিদ্ধার্থ হয়তো মারাত্মক কোনও পথই বেছে নিয়েছেন ৷ কারণ উদ্ধারকারী বোট, ডগ স্কোয়াড, ডুবুরি প্রত্যকের সাহায্যে কর্নাটকের সেই এলাকাটি তন্নতন্ন করে খুঁজেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাইয়ের খোঁজ মেলেনি ৷ এরই মধ্যে স্থানীয় দুই বাসিন্দার বয়ানে পুলিশের সেই অনুমান আরও বদ্ধপরিকর হয় ।

গতকাল তল্লাশি চালোনোর সময় নেত্রবতী নদীর পার্শ্ববর্তী এলাকার এক মৎস্যজীবী জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এক ব্যক্তিকে উল্লালা সেতু থেকে ঝাঁপিয়ে পড়তে দেখেন তিনি । ঘটনাটি দেখেই তিনি ছুটে বাঁচাতে যান । কিন্তু ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে এত গভীরে চলে যান, তাঁর কাছে পৌঁছানো যায়নি ৷ যদিও 65 বছরের এই মৎস্যজীবী জানাতে পারেননি ওই ব্যক্তি আসলে কে? এরপর অপর এক ব্যক্তিও কাউকে নেত্রবতী নদীতে ঝাঁপ দিতে দেখেছেন বলে দাবি করেন ৷


Chennai, Jul 31 (ANI): Central Industrial Security Force (CISF) personnel participated in cleaning of water tank at Parthasarathy Temple in Chennai. As many as 65 CISF personnel participated in the cleanliness drive. The cleanliness drive was taken under the Jal Shakti Abhiyan of central government. The aim behind the initiative was to conserve water.
Last Updated : Jul 31, 2019, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.