ETV Bharat / bharat

তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন রাষ্ট্রপতির - TMC

অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফলে আইনে পরিণত হল তাৎক্ষণিক তিন তালাক বিল ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 1, 2019, 3:34 AM IST

দিল্লি, 1 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এর ফলে, আইনে পরিণত হল বিলটি ৷ 2018 সালের 19 সেপ্টেম্বরের পর থেকে তাৎক্ষণিক তিন তালাকের মামলাগুলি এই আইনের আওতায় বিচার করা হবে ৷

তাৎক্ষণিক তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও পর্যাপ্ত সংখ্যায় না থাকায় সেইসময় রাজ্যসভায় আটকে যায় । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুসলিম উইমেন (প্রোকেটশন অফ রাইটস অফ ম্যারেজ), 2019 অর্থাৎ তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করাতে উদ্যোগী হয় মোদি সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের তিন তালাক বিলের বিরোধিতা কংগ্রেসের

25 জুলাই লোকসভায় বিলটি পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ বিলটি লিঙ্গ সাম্যের বলে মন্তব্য করেন ৷ তিনি বলেন, "পাকিস্তান ও মালয়েশিয়া সহ বিশ্বের 24টি ইসলাম ধর্মালম্বী দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে ৷ কেন ধর্মনিরপেক্ষ ভারত তা পারবে না ?" তিনি জানান, তাৎক্ষণিক তিল তালাকের মাধ্যমে বিচ্ছেদের প্রথাকে অসাংবিধানিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । কিন্তু, তারপরও তাৎক্ষণিক তিন তালাক প্রথা চলছে ৷ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "2017 সালের জানুয়ারি থেকে অন্তত 574টি তাৎক্ষণিক তিন তালাকের ঘটনা সংবাদমাধ্যম সামনে নিয়ে এসেছে ৷ অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে সেই সংখ্যাটা 300-রও বেশি ৷" আইনমন্ত্রী বলেন, "এই প্রথাকে অপরাধযোগ্য করার মধ্যে সমস্যা কোথায় ? যখন পণ বা পারিবারিক হিংসার আইনের ধারায় হিন্দু ও মুসলিমদের জেল হয়, তখন তো কেউ কিছু বলে না ৷"

কিন্তু, কংগ্রেস, তৃণমূল, বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস সহ বিরোধীরা বিলটির বিরোধিতা করে । তাদের মূল আপত্তি ছিল তিন বছরের কারাদণ্ডের বিধান নিয়ে ৷ কংগ্রেস-তৃণমূলের মতো বিরোধীদের দাবি ছিল, শওহর জেলে থাকলে খোরপোষ আসবে কোথা থেকে ৷ AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "ইসলামে 9 ধরনের তালাক রয়েছে ৷ আপনারা বিবাহ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে মহিলাদের রাস্তায় আনতে চাইছেন ৷" কংগ্রেস সহ অন্য বিরোধীরা দাবি করে, বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক ৷ তৃণমূল, JD(U) ও কংগ্রেস ওয়াকআউট করে । তাতে কোনও সমস্যায় পড়েনি সরকার ৷ ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি ৷ বিলের পক্ষে 302টি ভোট পড়ে ৷ বিপক্ষে পড়ে 78টি ভোট ৷

Ravi Shankar Prasad
রাজ্যসভার বিলের পক্ষে সওয়াল আইনমন্ত্রীর

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

তবে, সরকারের আসল ছিল পরীক্ষা রাজ্যসভায় ৷ কারণে সেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই NDA সরকারের ৷ মঙ্গলবার (30 জুলাই) বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ হয় ৷ নিজেদের দাবিতে অনড় থাকে বিরোধীরা ৷ দিনভর চলে বিতর্ক ৷ শেষপর্যন্ত 99-84 ভোট রাজ্যসভায় পাশ হয়ে যায় তাৎক্ষণিক তিন তালাক বিলটি ৷ তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ''প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ সংসদ (তাৎক্ষণিক) তিন তালাককে মুছে দিয়েছে ৷ আর ঐতিহাসিকভাবে মুসলিম মহিলাদের প্রতি অবিচারকে ঠিক করেছে ৷ এটা লিঙ্গ সাম্যের জয় ৷ যা সমাজে সমতাকে বৃদ্ধি করবে ৷ ভারত আজ আনন্দ করছে ৷ ''

Ravi Shankar Prasad
রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের পর আইনমন্ত্রী

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র

রাজ্যসভায় বিলটি পাশের একদিন পরই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলেন ।

Triple Talaq Bill
তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের পর মহিলাদের উচ্ছ্বাস

দিল্লি, 1 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এর ফলে, আইনে পরিণত হল বিলটি ৷ 2018 সালের 19 সেপ্টেম্বরের পর থেকে তাৎক্ষণিক তিন তালাকের মামলাগুলি এই আইনের আওতায় বিচার করা হবে ৷

তাৎক্ষণিক তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও পর্যাপ্ত সংখ্যায় না থাকায় সেইসময় রাজ্যসভায় আটকে যায় । বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুসলিম উইমেন (প্রোকেটশন অফ রাইটস অফ ম্যারেজ), 2019 অর্থাৎ তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ করাতে উদ্যোগী হয় মোদি সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের তিন তালাক বিলের বিরোধিতা কংগ্রেসের

25 জুলাই লোকসভায় বিলটি পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ বিলটি লিঙ্গ সাম্যের বলে মন্তব্য করেন ৷ তিনি বলেন, "পাকিস্তান ও মালয়েশিয়া সহ বিশ্বের 24টি ইসলাম ধর্মালম্বী দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে ৷ কেন ধর্মনিরপেক্ষ ভারত তা পারবে না ?" তিনি জানান, তাৎক্ষণিক তিল তালাকের মাধ্যমে বিচ্ছেদের প্রথাকে অসাংবিধানিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । কিন্তু, তারপরও তাৎক্ষণিক তিন তালাক প্রথা চলছে ৷ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "2017 সালের জানুয়ারি থেকে অন্তত 574টি তাৎক্ষণিক তিন তালাকের ঘটনা সংবাদমাধ্যম সামনে নিয়ে এসেছে ৷ অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে সেই সংখ্যাটা 300-রও বেশি ৷" আইনমন্ত্রী বলেন, "এই প্রথাকে অপরাধযোগ্য করার মধ্যে সমস্যা কোথায় ? যখন পণ বা পারিবারিক হিংসার আইনের ধারায় হিন্দু ও মুসলিমদের জেল হয়, তখন তো কেউ কিছু বলে না ৷"

কিন্তু, কংগ্রেস, তৃণমূল, বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস সহ বিরোধীরা বিলটির বিরোধিতা করে । তাদের মূল আপত্তি ছিল তিন বছরের কারাদণ্ডের বিধান নিয়ে ৷ কংগ্রেস-তৃণমূলের মতো বিরোধীদের দাবি ছিল, শওহর জেলে থাকলে খোরপোষ আসবে কোথা থেকে ৷ AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "ইসলামে 9 ধরনের তালাক রয়েছে ৷ আপনারা বিবাহ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে মহিলাদের রাস্তায় আনতে চাইছেন ৷" কংগ্রেস সহ অন্য বিরোধীরা দাবি করে, বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক ৷ তৃণমূল, JD(U) ও কংগ্রেস ওয়াকআউট করে । তাতে কোনও সমস্যায় পড়েনি সরকার ৷ ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি ৷ বিলের পক্ষে 302টি ভোট পড়ে ৷ বিপক্ষে পড়ে 78টি ভোট ৷

Ravi Shankar Prasad
রাজ্যসভার বিলের পক্ষে সওয়াল আইনমন্ত্রীর

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

তবে, সরকারের আসল ছিল পরীক্ষা রাজ্যসভায় ৷ কারণে সেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই NDA সরকারের ৷ মঙ্গলবার (30 জুলাই) বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ হয় ৷ নিজেদের দাবিতে অনড় থাকে বিরোধীরা ৷ দিনভর চলে বিতর্ক ৷ শেষপর্যন্ত 99-84 ভোট রাজ্যসভায় পাশ হয়ে যায় তাৎক্ষণিক তিন তালাক বিলটি ৷ তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ''প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ সংসদ (তাৎক্ষণিক) তিন তালাককে মুছে দিয়েছে ৷ আর ঐতিহাসিকভাবে মুসলিম মহিলাদের প্রতি অবিচারকে ঠিক করেছে ৷ এটা লিঙ্গ সাম্যের জয় ৷ যা সমাজে সমতাকে বৃদ্ধি করবে ৷ ভারত আজ আনন্দ করছে ৷ ''

Ravi Shankar Prasad
রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের পর আইনমন্ত্রী

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র

রাজ্যসভায় বিলটি পাশের একদিন পরই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলেন ।

Triple Talaq Bill
তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের পর মহিলাদের উচ্ছ্বাস

Ahmedabad (Gujarat), July 31 (ANI): A woman was allegedly given triple talaq by her husband in Ahmedabad on Tuesday. While speaking to media on this matter, the victim said, "He (my husband) told me to arrange money for him. When I refused, he threw our daughter on floor and gave me Triple Talaq. Under Islamic law, I have been divorced and I have to accept it." Meanwhile, Inspector of Ahmedabad FM Nayab said, "He had asked her (triple talaq victim) to get a loan and told her that if she doesn't arrange documents and he will give her divorce. We haven't been told if it was a case of triple talaq. We are investigating the matter. If it is indeed a matter of triple talaq we will take action accordingly." The incident took place a day after Triple Talaq Bill was passed in Rajya Sabha criminalising men for divorcing by uttering talaq thrice.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.