ETV Bharat / bharat

মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের 6 টি সম্পত্তির নিলাম

সাফিমার এক আধিকারিক জানায়, নিয়ম মতো নিলামের বিডাররা সম্পত্তির নিরীক্ষণ করে দেখতে পারবেন ৷ ই-নিলাম, জনসাধারণের সামনে নিলাম ও সিলড টেন্ডার - তিন ভাবেই নিলাম করা হবে ৷ সাফিমার অন্য এক আধিকারিক জানান, লকডাউন ও প্যানডেমিকের মধ্যে কেমন প্রতিক্রিয়া পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৷

dawood-ibrahims-six-properties-auctioned-in-mumbai
মুম্বইয়ে হল দাউদ ইব্রাহিমের 6 টি সম্পত্তির নিলাম
author img

By

Published : Nov 10, 2020, 8:01 PM IST

মুম্বই , 10 নভেম্বর : গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সম্পত্তির মধ্যে থেকে আজ 6টি জমির নিলাম করা হল ৷ সূত্রের খবর, আজ কংকানের রত্নগিরি জেলায় দাউদের গ্রামে তার 6টি জমি নিলাম করা হয় ৷ স্মাগলার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট অর্থাৎ ( SAFEMA ) এই নিলাম ডাকে ৷

জানা গেছে, দাউদের দুটি ফ্ল্যাটেরও নিলাম করা হবে ৷ সাফিমার কমপিট্যান্ট অথরিটি হরগোবিন্দ সিং এই নিলামের তদারকি করবেন ৷ SAFEMA-র অন্তর্গত চলতি বছরের শেষের মধ্যে দাউদের মোট 13 টি সম্পত্তির নিলামের কথা ছিল বলে জানিয়েছে অর্থমন্ত্রক ৷ কিন্তু , কোরোনা প্যানডেমিক ও লকডাউনের ফলে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয় ৷

SAFEMA -র এক আধিকারিক জানান, নিয়ম মতো নিলামের বিডাররা সম্পত্তির নিরীক্ষণ করে দেখতে পারবেন ৷ ই-নিলাম, জনসাধারণের সামনে নিলাম ও সিলড টেন্ডার - তিন ভাবেই নিলাম করা হবে ৷ সাফিমার অন্য এক আধিকারিক জানায়, লকডাউন ও প্যানডেমিকের মধ্যে কেমন প্রতিক্রিয়া পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৷

নিলামের জন্য খেদের মুম্বাকে গ্রামে দাউদের জমির দাম ঠিক করা হয়েছে 1.38 থেকে 2.23 লাখ টাকা ৷ আর একটি দু'তলা বাড়ির দাম ঠিক করা হয়েছে 5.35 লাখ টাকা ৷ অন্য একটি জমির দাম ঠিক করা হয়েছে 61.48 লাখ ৷ এছাড়াও মুম্বইয়ের ওয়েস্ট স্যান্টাক্রুজ়ের জুহু তারা রোডে মিল্টন অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাটও নিলাম করা হবে ৷

2019 সালের এপ্রিলে নাগপারায় গরডন হলে 600 স্কয়্যার ফিটের একটি ফ্ল্যাট নিলামে বিক্রি করা হয় ৷ নিলামে তার দাম উঠেছিল 1.80 কোটি টাকা ৷ 2014 সালে দাউদের বোন হাসিনা পার্কার মারা যাওয়ার পর তার ভাই ইকবাল কাসকার ওই ফ্ল্যাটটিতে থাকত ৷ 2018 সালে দাউদের পাকমোদিয়া স্ট্রিটের অনিমা ম্যানসন 3.51 কোটি টাকায় নিলাম হয় ৷ 2017 সালে দাউদের রউনক আফরোজ় রেস্তরাঁ যা দিল্লি জ়াইকা নামে পরিচিত নিলাম হয় 4.53 কোটি টাকায় ৷ দামারওয়ালা বিল্ডিংয়ের 6 টি ফ্ল্যাট নিলাম হয় 3.53 কোটি টাকায় ৷ শবনম গেস্ট হাউজ় নিলাম হয় 3.52 কোটি টাকায় ৷

মুম্বই , 10 নভেম্বর : গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সম্পত্তির মধ্যে থেকে আজ 6টি জমির নিলাম করা হল ৷ সূত্রের খবর, আজ কংকানের রত্নগিরি জেলায় দাউদের গ্রামে তার 6টি জমি নিলাম করা হয় ৷ স্মাগলার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট অর্থাৎ ( SAFEMA ) এই নিলাম ডাকে ৷

জানা গেছে, দাউদের দুটি ফ্ল্যাটেরও নিলাম করা হবে ৷ সাফিমার কমপিট্যান্ট অথরিটি হরগোবিন্দ সিং এই নিলামের তদারকি করবেন ৷ SAFEMA-র অন্তর্গত চলতি বছরের শেষের মধ্যে দাউদের মোট 13 টি সম্পত্তির নিলামের কথা ছিল বলে জানিয়েছে অর্থমন্ত্রক ৷ কিন্তু , কোরোনা প্যানডেমিক ও লকডাউনের ফলে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয় ৷

SAFEMA -র এক আধিকারিক জানান, নিয়ম মতো নিলামের বিডাররা সম্পত্তির নিরীক্ষণ করে দেখতে পারবেন ৷ ই-নিলাম, জনসাধারণের সামনে নিলাম ও সিলড টেন্ডার - তিন ভাবেই নিলাম করা হবে ৷ সাফিমার অন্য এক আধিকারিক জানায়, লকডাউন ও প্যানডেমিকের মধ্যে কেমন প্রতিক্রিয়া পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ৷

নিলামের জন্য খেদের মুম্বাকে গ্রামে দাউদের জমির দাম ঠিক করা হয়েছে 1.38 থেকে 2.23 লাখ টাকা ৷ আর একটি দু'তলা বাড়ির দাম ঠিক করা হয়েছে 5.35 লাখ টাকা ৷ অন্য একটি জমির দাম ঠিক করা হয়েছে 61.48 লাখ ৷ এছাড়াও মুম্বইয়ের ওয়েস্ট স্যান্টাক্রুজ়ের জুহু তারা রোডে মিল্টন অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাটও নিলাম করা হবে ৷

2019 সালের এপ্রিলে নাগপারায় গরডন হলে 600 স্কয়্যার ফিটের একটি ফ্ল্যাট নিলামে বিক্রি করা হয় ৷ নিলামে তার দাম উঠেছিল 1.80 কোটি টাকা ৷ 2014 সালে দাউদের বোন হাসিনা পার্কার মারা যাওয়ার পর তার ভাই ইকবাল কাসকার ওই ফ্ল্যাটটিতে থাকত ৷ 2018 সালে দাউদের পাকমোদিয়া স্ট্রিটের অনিমা ম্যানসন 3.51 কোটি টাকায় নিলাম হয় ৷ 2017 সালে দাউদের রউনক আফরোজ় রেস্তরাঁ যা দিল্লি জ়াইকা নামে পরিচিত নিলাম হয় 4.53 কোটি টাকায় ৷ দামারওয়ালা বিল্ডিংয়ের 6 টি ফ্ল্যাট নিলাম হয় 3.53 কোটি টাকায় ৷ শবনম গেস্ট হাউজ় নিলাম হয় 3.52 কোটি টাকায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.