ETV Bharat / bharat

ধেয়ে আসছে ফণী, ওড়িশা উপকূলে হলুদ সতর্কতা জারি - west bengal

ওড়িশা উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)৷ ওড়িশার গঞ্জাম, পুরী, জগতসিংহপুর জেলায় 150-170 কিমি বেগে বয়ে যাবে ফণী৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 1, 2019, 12:54 PM IST

ভুবনেশ্বর, 1 মে : ধেয়ে আসছে ফণী৷ ইতিমধ্যেই ওড়িশা উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)৷ বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ IMD-র তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে৷ সমুদ্রে নৌকা, ছোটো জাহাজের চলাচলেও সতর্কবার্তা জারি করা হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রকের বিপর্যয় মেকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে উত্তর-পশ্চিমে সরবে ফণী৷ তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে গোপালপুর ও চাঁদবালির মাঝে ওড়িশা উপকূলকে অতিক্রম করবে৷ সেখান থেকে 3 মের বিকেলে 175-205 কিমি বেগে দক্ষিণ পুরীর দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়৷

ওড়িশার গঞ্জাম, পুরী, জগতসিংহপুর জেলায় 150-170 কিমি বেগে বয়ে যাবে ফণী৷ গজপতি, খুর্দা, কটক, জয়পুর, ভদ্রক, বালসোরের উপর দিয়ে 100-130 কিমি বেগে ধেয়ে আসবে এই ঘূর্ণিঝড়৷ এছাড়া নয়াগড়, অঙ্গুল, কেওনঝড়, ময়ূরভঞ্জ, ধেনকানালেও 30-50 কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে ৷

2 মে থেকেই উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র ৷ 4 মে ভয়ংকর রূপ নিতে পারে সমুদ্র ৷ যার প্রভাব পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ এইসময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ৷ ওড়িশা হয়ে ফণী আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে৷

ভুবনেশ্বর, 1 মে : ধেয়ে আসছে ফণী৷ ইতিমধ্যেই ওড়িশা উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD)৷ বৌধ, কালাহান্ডি, সম্বলপুর, দেওগড়, সুন্দরগড় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ IMD-র তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে৷ সমুদ্রে নৌকা, ছোটো জাহাজের চলাচলেও সতর্কবার্তা জারি করা হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রকের বিপর্যয় মেকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে উত্তর-পশ্চিমে সরবে ফণী৷ তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে গোপালপুর ও চাঁদবালির মাঝে ওড়িশা উপকূলকে অতিক্রম করবে৷ সেখান থেকে 3 মের বিকেলে 175-205 কিমি বেগে দক্ষিণ পুরীর দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়৷

ওড়িশার গঞ্জাম, পুরী, জগতসিংহপুর জেলায় 150-170 কিমি বেগে বয়ে যাবে ফণী৷ গজপতি, খুর্দা, কটক, জয়পুর, ভদ্রক, বালসোরের উপর দিয়ে 100-130 কিমি বেগে ধেয়ে আসবে এই ঘূর্ণিঝড়৷ এছাড়া নয়াগড়, অঙ্গুল, কেওনঝড়, ময়ূরভঞ্জ, ধেনকানালেও 30-50 কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে ৷

2 মে থেকেই উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র ৷ 4 মে ভয়ংকর রূপ নিতে পারে সমুদ্র ৷ যার প্রভাব পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ এইসময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ৷ ওড়িশা হয়ে ফণী আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে৷

New Delhi, May 01 (ANI): According to the recent study, increased stress during university examinations is associated with eating a poorer quality diet including less fruit and vegetables and more fast food. According to the researchers, a healthy diet is needed for optimal academic and mental performance. The researchers investigated the relationship between exam stress and change in dietary quality, and whether these associations were modified by psychosocial factors such as eating behaviour (emotional/external/restrained), food choice motive, taste preference, reward/punishment sensitivity, impulsivity, coping strategies, sedentary behaviour, and social support.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.