ETV Bharat / bharat

শক্তিশালী হচ্ছে ফণী, ওড়িশার 11 জেলায় প্রত্যাহার আদর্শ আচরণ বিধি

ওড়িশা যাতে ফণীর যথাযথ মোকাবিলা করতে পারে এবং ত্রাণ ও উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য উপকূলবর্তী 11 টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন ৷

author img

By

Published : May 1, 2019, 3:13 PM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, 1 মে : আরও শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ফণী ৷ ক্রমশ এগিয়ে আসছে ওড়িশার উপকূলবর্তী এলাকার দিকে ৷ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশার সরকার ৷ যাতে রাজ্য ফণীর যথাযথ মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারে এবং ত্রাণ ও উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য উপকূলবর্তী 11 টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন ৷ 3 মে (শুক্রবার) ওড়িশায় আছড়ে পড়তে পারে ফণী ৷

পুরী, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, খোড়ধা, কটক ও জয়পুর থেকে আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হয়েছে ৷ আগামীকাল সন্ধ্যার মধ্যে পুরী মন্দির থেকে পর্যটকদের সরিয়ে আনার নির্দেশ দেওয় হয়েছে৷ খুব প্রয়োজন ছাড়া পর্যটকদের ওই এলাকাগুলিতে যেতে বারণ করা হয়েছে ৷

ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে তিন রাজ্যে সেনাবাহিনী ও বায়ুসেনার বিশেষ টিম রয়েছে ৷ কোস্ট গার্ড ও নৌসেনা ত্রাণ ও উদ্ধারকাজের জন্য জাহাজ, হেলিকপ্টারের ব্যবস্থা করেছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) 41 টি টিম মোতায়েন করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে 8 টি, ওড়িশায় 28টি ও পশ্চিমবঙ্গে 5 টি টিম রয়েছে । এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য 13 টিম ও অন্ধ্রপ্রদেশের জন্য 10 টিম প্রস্তুত রাখা হয়েছে । পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ।

দিল্লি, 1 মে : আরও শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ফণী ৷ ক্রমশ এগিয়ে আসছে ওড়িশার উপকূলবর্তী এলাকার দিকে ৷ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশার সরকার ৷ যাতে রাজ্য ফণীর যথাযথ মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারে এবং ত্রাণ ও উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য উপকূলবর্তী 11 টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন ৷ 3 মে (শুক্রবার) ওড়িশায় আছড়ে পড়তে পারে ফণী ৷

পুরী, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, খোড়ধা, কটক ও জয়পুর থেকে আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হয়েছে ৷ আগামীকাল সন্ধ্যার মধ্যে পুরী মন্দির থেকে পর্যটকদের সরিয়ে আনার নির্দেশ দেওয় হয়েছে৷ খুব প্রয়োজন ছাড়া পর্যটকদের ওই এলাকাগুলিতে যেতে বারণ করা হয়েছে ৷

ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে তিন রাজ্যে সেনাবাহিনী ও বায়ুসেনার বিশেষ টিম রয়েছে ৷ কোস্ট গার্ড ও নৌসেনা ত্রাণ ও উদ্ধারকাজের জন্য জাহাজ, হেলিকপ্টারের ব্যবস্থা করেছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) 41 টি টিম মোতায়েন করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে 8 টি, ওড়িশায় 28টি ও পশ্চিমবঙ্গে 5 টি টিম রয়েছে । এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য 13 টিম ও অন্ধ্রপ্রদেশের জন্য 10 টিম প্রস্তুত রাখা হয়েছে । পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ।

Bathinda (Punjab), May 01 (ANI): Female students of Akal University continued their protest in Punjab's Bathinda. The protest was held after girls of one of the hostels were allegedly asked to strip their clothes by warden. The students claimed that they were forced to strip and undergo a search exercise in order to check who among them had allegedly dumped a used sanitary pad in the toilet. The authorities terminated the services of two female wardens and two female security guards on charges of dereliction of duty.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.