ETV Bharat / bharat

দুই গোষ্ঠীর সংঘর্ষ, অসমের বরাক উপত্যকায় কারফিউ - বারাক উপত্যকায় কারফিউ

কয়েকঘণ্টা ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ৷ ঘটনায় 6 জন নাগরিক ও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

curfew
অসমের বরাক উপত্যকায় কারফিউ
author img

By

Published : Aug 3, 2020, 3:52 AM IST

শিলচর, 3 অগাস্ট : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অসমের বরাক উপত্যকা ৷ রবিবার সন্ধের পর শিলচর শহরের কাছে সালুগ্রাম পুলিশ আউটপোস্ট এলাকায় সংঘর্ষ বাধে ৷ এরপর সালুগ্রাম পুলিশ আউটপোস্টের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে ৷

স্থানীয়দের বক্তব্য, 5 অগাস্ট রাম জন্মভূমি শিলান্যাস অনুষ্ঠানের জন্য কয়েকজন ওই এলাকার পোস্টার দিচ্ছিলেন ৷ সেইসময় কয়েকজন যুবক তাঁদের উপর হামলা চালায় ৷ তার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেটও ছোড়ে ৷

curfew
এলাকায় টহল পুলিশের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকঘণ্টা ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ৷ যার জেরে কমপক্ষে 6 জন নাগরিক এবং কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ এলাকায় এখনও উত্তেজনা রয়েছে ৷

clash in barak valley
পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ

সংঘর্ষের কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক বলে তাদের দাবি ৷ অসমের সাউদার্ন রেঞ্জের DIG দিলীপ কুমার দে বলেন, পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত হবে ৷ ঘটনাটি নিয়ে কেউ যাতে উসকানিমূলক মন্তব্য না করেন, সেই অনুরোধ করেন তিনি ৷

curfew imposed in parts of barak valley
পড়ে রয়েছে ইটের টুকরো

শিলচর, 3 অগাস্ট : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অসমের বরাক উপত্যকা ৷ রবিবার সন্ধের পর শিলচর শহরের কাছে সালুগ্রাম পুলিশ আউটপোস্ট এলাকায় সংঘর্ষ বাধে ৷ এরপর সালুগ্রাম পুলিশ আউটপোস্টের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে ৷

স্থানীয়দের বক্তব্য, 5 অগাস্ট রাম জন্মভূমি শিলান্যাস অনুষ্ঠানের জন্য কয়েকজন ওই এলাকার পোস্টার দিচ্ছিলেন ৷ সেইসময় কয়েকজন যুবক তাঁদের উপর হামলা চালায় ৷ তার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেটও ছোড়ে ৷

curfew
এলাকায় টহল পুলিশের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকঘণ্টা ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে ৷ যার জেরে কমপক্ষে 6 জন নাগরিক এবং কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ এলাকায় এখনও উত্তেজনা রয়েছে ৷

clash in barak valley
পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ

সংঘর্ষের কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক বলে তাদের দাবি ৷ অসমের সাউদার্ন রেঞ্জের DIG দিলীপ কুমার দে বলেন, পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত হবে ৷ ঘটনাটি নিয়ে কেউ যাতে উসকানিমূলক মন্তব্য না করেন, সেই অনুরোধ করেন তিনি ৷

curfew imposed in parts of barak valley
পড়ে রয়েছে ইটের টুকরো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.