ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় CSIR-র প্রশংসায় হর্ষ বর্ধন - কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের 79 তম প্রতিষ্ঠা দিবস

CSIR-এর বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা কীভাবে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন সেই সংক্রান্ত একটি ডিজিটাল বই ও একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা প্রকাশ করা হয় ।

হর্ষ বর্ধন
হর্ষ বর্ধন
author img

By

Published : Sep 26, 2020, 9:47 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) আজ তাদের 79 তম প্রতিষ্ঠা দিবস পালন করল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী তথা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন । CSIR-এর সহ-সভাপতিও তিনি । কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি । এই পরিস্থিতি CSIR-এর ডিরেক্টর জেনেরাল শেখর সি মান্ডে, HRDG-এর প্রধান এ চক্রবর্তী-সহ অনেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে ।

কোরোনা পরিস্থিতির মধ্যেও CSIR যেভাবে কাজ করেছে, তার ভূয়সি প্রশংসা করেন হর্ষ বর্ধন । বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনের কথা মাথায় রেখে CSIR ল্যাবরেটরিগুলি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও ভেন্টিলেটর দিয়ে যাচ্ছে । কোরোনা মোকাবিলায় CSIR- এর ভূমিকা নিয়ে আজ মন্ত্রী একটি ডিজিটাল বই ও একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমাও প্রকাশ করেন । ভিডিয়োটিতে CSIR-এর বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা কীভাবে কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন, তা ফুটিয়ে তোলা হয়েছে ।

অনুষ্ঠানে CSIR-এর প্রশংসা করার সময় মন্ত্রী বলেন, “ ওষুধ হোক, ভ্যাকসিন হোক, পরীক্ষা হোক, সিকোয়েন্সিং হোক, PPE কিট হোক, হাসপাতালের সামগ্রী হোক, মাস্ক-স্যানিটাইজ়ার হোক… সবক্ষেত্রেই CSIR দ্রুত সমাধান নিয়ে এসেছে ।” আর সেই কারণেই আজ দেশে কোরোনা পরীক্ষার হার এতটা বেড়েছে বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : কম সময়ে, কম খরচে কোরোনা নির্ণয় করবে ’ফেলুদা’ কিট

অনুষ্ঠানে বেশ কিছু CSIR-পুরস্কারও ভার্চুয়ালি ঘোষণা করা হয় । এর মধ্যে রয়েছে ইনোভেশন অ্যাওয়ার্ডস ফর স্কুল চিল্ড্রেন - 2020, ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড -2020, টেকনোলজি অ্যাওয়ার্ড - 2020, ডায়মন্ড জুবিলি টেকনোলজি অ্যাওয়ার্ড -2019-সহ একাধিক পুরস্কার । শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয় আজকের অনুষ্ঠান থেকে ।

দিল্লি, 26 সেপ্টেম্বর : কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) আজ তাদের 79 তম প্রতিষ্ঠা দিবস পালন করল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী তথা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন । CSIR-এর সহ-সভাপতিও তিনি । কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি । এই পরিস্থিতি CSIR-এর ডিরেক্টর জেনেরাল শেখর সি মান্ডে, HRDG-এর প্রধান এ চক্রবর্তী-সহ অনেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে ।

কোরোনা পরিস্থিতির মধ্যেও CSIR যেভাবে কাজ করেছে, তার ভূয়সি প্রশংসা করেন হর্ষ বর্ধন । বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনের কথা মাথায় রেখে CSIR ল্যাবরেটরিগুলি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও ভেন্টিলেটর দিয়ে যাচ্ছে । কোরোনা মোকাবিলায় CSIR- এর ভূমিকা নিয়ে আজ মন্ত্রী একটি ডিজিটাল বই ও একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমাও প্রকাশ করেন । ভিডিয়োটিতে CSIR-এর বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা কীভাবে কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন, তা ফুটিয়ে তোলা হয়েছে ।

অনুষ্ঠানে CSIR-এর প্রশংসা করার সময় মন্ত্রী বলেন, “ ওষুধ হোক, ভ্যাকসিন হোক, পরীক্ষা হোক, সিকোয়েন্সিং হোক, PPE কিট হোক, হাসপাতালের সামগ্রী হোক, মাস্ক-স্যানিটাইজ়ার হোক… সবক্ষেত্রেই CSIR দ্রুত সমাধান নিয়ে এসেছে ।” আর সেই কারণেই আজ দেশে কোরোনা পরীক্ষার হার এতটা বেড়েছে বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : কম সময়ে, কম খরচে কোরোনা নির্ণয় করবে ’ফেলুদা’ কিট

অনুষ্ঠানে বেশ কিছু CSIR-পুরস্কারও ভার্চুয়ালি ঘোষণা করা হয় । এর মধ্যে রয়েছে ইনোভেশন অ্যাওয়ার্ডস ফর স্কুল চিল্ড্রেন - 2020, ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড -2020, টেকনোলজি অ্যাওয়ার্ড - 2020, ডায়মন্ড জুবিলি টেকনোলজি অ্যাওয়ার্ড -2019-সহ একাধিক পুরস্কার । শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয় আজকের অনুষ্ঠান থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.