জম্মু , 13 সেপ্টেম্বর : স্ত্রীকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হলেন এক CRPF জওয়ান ৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে , পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে ৷
মদন সিং নামে ওই জওয়ান জম্মু অঞ্চলে কর্মরত ৷ জানা গেছে , তাঁর সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে তাঁর স্ত্রী বোনের বাড়িতে চলে গিয়েছিলেন ৷ গতকাল রাতে মদন সিং স্ত্রীর বোনের বাড়িতে যান এবং সেখানেও তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এই ঝামেলা চলাকালীন তিনি গুলি চালান বলে অভিযোগ ৷ ঘটনার জেরে তাঁর স্ত্রীর মৃত্যু হয় ৷ এরপরই তিনি নিজেও আত্মঘাতী হন ৷ ঘটনা গুরুতর জখম হয়েছে জওয়ানের শ্যালিকা ৷ ঘটনাস্থানে তাদের আট বছরের ছোটো মেয়ে উপস্থিত ছিল ৷ তবে জম্মু পুলিশের তরফে জানানো হয়েছে , সে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত ৷
এই ঘটনায় আলাদাভাবে তদন্ত শুরু করেছে CRPF ও জম্মু পুলিশ ৷