পুলওয়ামা, 5 জুলাই : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় IED বিস্ফোরণে জখম হলেন এক CRPF জওয়ান ৷
কাশ্মীর পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের গাঙ্গো এলাকা দিয়ে CRPF-এর একটি কনভয় যাওয়ার কিছুক্ষণের মধ্যে এই বিস্ফোরণটি হয় ৷ বিস্ফোরণের তীব্রতা কম ছিল ৷ অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান ৷
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে CRPF-এর তরফে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানো হয় ৷ বিস্ফোরণে একজন CRPF জওয়ান জখম হয়েছেন ৷ বর্তমানে ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল ৷ ইতিমধ্যেই ওই এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ জওয়ানদের তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷
-
A low intensity #IED blast occurred at #Pulwama. #One CRPF personnel suffered #injuries in his hands and is stable. Senior officers are on the spot. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) July 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A low intensity #IED blast occurred at #Pulwama. #One CRPF personnel suffered #injuries in his hands and is stable. Senior officers are on the spot. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) July 5, 2020A low intensity #IED blast occurred at #Pulwama. #One CRPF personnel suffered #injuries in his hands and is stable. Senior officers are on the spot. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) July 5, 2020
এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার CRPF জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটল ৷ এর আগে উত্তর কাশ্মীরে 1 জুলাই জঙ্গি হামলায় এক CRPF জওয়ান এবং এক 65 বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছিল ৷