ETV Bharat / bharat

ইমরানের ছবি ঢাকল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া - bbci

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে ইমরান খানের ছবি ঢেকে দিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)

ইমরান খান
author img

By

Published : Feb 17, 2019, 4:37 AM IST

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে ইমরান খানের ছবি ঢেকে দিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)। ক্লাব চত্বরে ইমরান খানের যতগুলি ছবি রয়েছে প্রত্যেকটিকেই ঢাকা দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ের মধ্যে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে একটি স্করপিও। ধাক্কার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় কনভয়ে থাকা গাড়িটি। তারপরই বাইরে থেকে কনভয় লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে জঙ্গিরা। এই আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন জওয়ান। ঘটনায় দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানকে দোষারোপ করা শুরু হয়।

তারপরই মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অবস্থিত CCI তাদের ক্লাব চত্বরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরানের খানের প্রতিটি ছবিতেই ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকী, রেস্তরাঁর দেওয়ালে থাকা ছবিতেও ঢাকা দেয় CCI কর্তৃপক্ষ।

বহু বছর আগে ভারতের বিরুদ্ধে ব্রাবোর্ন স্টেডিয়ামে দু'বার ইমরানের নেতৃত্বে খেলেছিল পাকিস্তান। সেই টিমের সঙ্গে ও অন্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ইমরানের খেলার বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে CCI চত্বরে। ছবি রয়েছে ওই ক্লাবের রেস্তরাঁর দেওয়ালেও। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ইমরানের ছবি রয়েছে সেখানে। সেটিকেও আপাতত ঢাকা দিয়ে রাখা হয়েছে।

undefined

১৯৯২ সালে ইমরানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে পাকিস্তান। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবারই ইমরানের ছবিগুলিতে ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান CCI প্রেসিডেন্ট প্রিমল উদানি। তিনি বলেন, "CCI একটা স্পোর্টস ক্লাব। এখানে সারা বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবি রয়েছে। জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা ইমরানের ছবিতে ঢাকা দিয়েছি। পরে ঢাকাগুলি সরিয়ে দেব।"

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে ইমরান খানের ছবি ঢেকে দিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)। ক্লাব চত্বরে ইমরান খানের যতগুলি ছবি রয়েছে প্রত্যেকটিকেই ঢাকা দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ের মধ্যে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে একটি স্করপিও। ধাক্কার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় কনভয়ে থাকা গাড়িটি। তারপরই বাইরে থেকে কনভয় লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে জঙ্গিরা। এই আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন জওয়ান। ঘটনায় দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানকে দোষারোপ করা শুরু হয়।

তারপরই মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অবস্থিত CCI তাদের ক্লাব চত্বরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরানের খানের প্রতিটি ছবিতেই ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকী, রেস্তরাঁর দেওয়ালে থাকা ছবিতেও ঢাকা দেয় CCI কর্তৃপক্ষ।

বহু বছর আগে ভারতের বিরুদ্ধে ব্রাবোর্ন স্টেডিয়ামে দু'বার ইমরানের নেতৃত্বে খেলেছিল পাকিস্তান। সেই টিমের সঙ্গে ও অন্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ইমরানের খেলার বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে CCI চত্বরে। ছবি রয়েছে ওই ক্লাবের রেস্তরাঁর দেওয়ালেও। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ইমরানের ছবি রয়েছে সেখানে। সেটিকেও আপাতত ঢাকা দিয়ে রাখা হয়েছে।

undefined

১৯৯২ সালে ইমরানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে পাকিস্তান। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবারই ইমরানের ছবিগুলিতে ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান CCI প্রেসিডেন্ট প্রিমল উদানি। তিনি বলেন, "CCI একটা স্পোর্টস ক্লাব। এখানে সারা বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবি রয়েছে। জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা ইমরানের ছবিতে ঢাকা দিয়েছি। পরে ঢাকাগুলি সরিয়ে দেব।"

AP Video Delivery Log - 1700 GMT News
Saturday, 16 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1650: Germany Maas US Congress AP Clients Only 4196512
Maas meets US politicians on Munich sidelines
AP-APTN-1649: UK Brexit Fashion No access by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg/ Part music on catwalks not cleared for use. Replace with your own clearable music 4196511
Fears that Brexit will affect UK fashion industry
AP-APTN-1638: Argentina Sala Cardiff AP Clients Only 4196510
Cardiff officials address media during Sala's wake
AP-APTN-1634: France Yellow Vests Teargas 2 AP Clients Only 4196509
More scuffles during yellow vests protest in Paris
AP-APTN-1622: Germany Lavrov No access Germany; One week news access only; Online access only 3 minutes of all pool footage provided on 16 February 2019 4196507
Russia FM on EU relations, Black Sea stability
AP-APTN-1622: Germany Biden No access Germany; One week news access only; Online access only 3 minutes of all pool footage provided on 16 February 2019 4196508
Biden praises Merkel and defends Iran deal
AP-APTN-1613: France Yellow Vests Teargas AP Clients Only 4196505
Paris police use teargas at yellow vests protest
AP-APTN-1554: Archive Ganz AP Clients Only 4196506
'Downfall' actor Bruno Ganz dies at 77
AP-APTN-1529: Russia US Investor AP Clients Only 4196504
Moscow court jails US investor for two months
AP-APTN-1515: Nigeria Delay AP Clients Only 4196498
INEC: Nigeria vote delay 'painful', but necessary
AP-APTN-1510: Bulgaria Anti Fascists AP Clients Only 4196502
Sofia anti-fascists protest planned far-right march
AP-APTN-1501: Germany Protest AP Clients Only 4196501
Anti-war march in Munich amid security conference
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.