ETV Bharat / bharat

মধ্যবিত্তের জন্য স্বস্তি, CLSS -র মেয়াদ বাড়ল আগামী বছরের মার্চ পর্যন্ত

যে মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয় 6-18 লাখ তাদের জন্য 2017 সাল থেকে এই যোজনা চলছে । এপর্যন্ত এই যোজনায় উপকৃত হয়েছেন 3.3 লাখ পরিবার ।

ছবি
ছবি
author img

By

Published : May 14, 2020, 9:16 PM IST

দিল্লি, 14 মে : ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমের (CLSS) সময়সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার । আত্মনির্ভর ভারত অভিযানে বরাদ্দ আর্থিক প্যাকেজের দ্বিতীয় দিনের বিশ্লেষণে আজ এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন । এতে প্রায় 2.5 লাখ মধ্য়বিত্ত পরিবার উপকৃত হবে বলে জানান তিনি ।

অর্থমন্ত্রী বলেন, "কোরোনা উদূভূত পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত আবাসন ও নির্মাণ ক্ষেত্র । এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি যোজনার মেয়াদ বৃদ্ধির জেরে কিছুটা হলেও হাল ফিরবে এই ক্ষেত্রগুলির । এর জেরে কাজ পাবে লোকজন । স্টিল, সিমেন্ট, পরিবহন ও নির্মাণের কাজে ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা বাড়বে ।"

প্রথমে এই যোজনার সময়সীমা এবছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল । এবার তা বাড়িয়ে 2021 সালের মার্চ পর্যন্ত করা হল । নির্মলা সীতারমন বলেন, "যে মধ্যবিত্ত পরিবারে বার্ষিক আয় 6-18 লাখ । তাদের জন্য 2017 সাল থেকে এই যোজনা চলছে । এপর্যন্ত এই যোজনায় উপকৃত হয়েছে 3.3 লাখ পরিবার । এই সময়সীমা বাড়ানোর ফলে আগামী অর্থবর্ষে আরও 2.5 লাখ মধ্য়বিত্ত পরিবার এই যোজনা থেকে উপকৃত হবে ।"

2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই CLSS চালু করে সরকার । যে পরিবারের বার্ষিক আয় 6-18 লাখ , তাদের জন্য এই যোজনা চালু করা হয় । এর মাধ্যমে এই আয়সীমার মধ্য়ে থাকা মধ্যবিত্তরা তাদের গৃহঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা হাউজ়িং ফিনান্স কম্পানি থেকে ভর্তুকি পেতে পারেন ।

দিল্লি, 14 মে : ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিমের (CLSS) সময়সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার । আত্মনির্ভর ভারত অভিযানে বরাদ্দ আর্থিক প্যাকেজের দ্বিতীয় দিনের বিশ্লেষণে আজ এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন । এতে প্রায় 2.5 লাখ মধ্য়বিত্ত পরিবার উপকৃত হবে বলে জানান তিনি ।

অর্থমন্ত্রী বলেন, "কোরোনা উদূভূত পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত আবাসন ও নির্মাণ ক্ষেত্র । এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি যোজনার মেয়াদ বৃদ্ধির জেরে কিছুটা হলেও হাল ফিরবে এই ক্ষেত্রগুলির । এর জেরে কাজ পাবে লোকজন । স্টিল, সিমেন্ট, পরিবহন ও নির্মাণের কাজে ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা বাড়বে ।"

প্রথমে এই যোজনার সময়সীমা এবছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল । এবার তা বাড়িয়ে 2021 সালের মার্চ পর্যন্ত করা হল । নির্মলা সীতারমন বলেন, "যে মধ্যবিত্ত পরিবারে বার্ষিক আয় 6-18 লাখ । তাদের জন্য 2017 সাল থেকে এই যোজনা চলছে । এপর্যন্ত এই যোজনায় উপকৃত হয়েছে 3.3 লাখ পরিবার । এই সময়সীমা বাড়ানোর ফলে আগামী অর্থবর্ষে আরও 2.5 লাখ মধ্য়বিত্ত পরিবার এই যোজনা থেকে উপকৃত হবে ।"

2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই CLSS চালু করে সরকার । যে পরিবারের বার্ষিক আয় 6-18 লাখ , তাদের জন্য এই যোজনা চালু করা হয় । এর মাধ্যমে এই আয়সীমার মধ্য়ে থাকা মধ্যবিত্তরা তাদের গৃহঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা হাউজ়িং ফিনান্স কম্পানি থেকে ভর্তুকি পেতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.