ETV Bharat / bharat

দেশে মৃতের সংখ্যা ছাড়াল 400, আক্রান্ত 12 হাজারেরও বেশি - Latest update of Coronavirus

দেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল 12 হাজার ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 941 জন ৷

COVID19 Tracker
কোরোনা ভাইরাস
author img

By

Published : Apr 16, 2020, 11:28 AM IST

Updated : Apr 16, 2020, 6:35 PM IST

দিল্লি, 16 এপ্রিল: লকডাউনের মেয়াদ বাড়ালেও কিছুতেই বাগে মানানো যাচ্ছে না কোরোনা ভাইরাসকে ৷ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,380-তে ৷ মৃত্যু হয়েছে 414জনের ৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে ৷ কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও হটস্পট হিসাবে 170টি জেলাকে চিহ্নিত করা হয়েছে ৷

গত 24 ঘন্টাতেই দেশে আক্রান্ত হয়েছেন 941 জন ৷ স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রেই কোরোনার প্রভাব সবথেকে বেশি ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 2916,মারা গিয়েছেন 187 জন ৷ দ্বিতীয় স্থানেই রয়েছে রাজধানী দিল্লি ৷ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 1578, মৃত 32 ৷ তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে 1242 জন ৷ এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 118 জন এবং মারা গিয়েছেন 14 জন ৷

Coronavirus Tally
কেন্দ্র ও রাজ্য সরকারের পরিসংখ্যান

হাজারের গণ্ডি পেরিয়েছে রাজস্থানও ৷ মধ্যপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 987 জন ৷ আক্রান্তদের মধ্যে 64 জন সুস্থ হয়ে উঠেছেন, মৃতের সংখ্যা 53 ৷

দেশজুড়ে লকডাউন ছাড়াও যে সকল অঞ্চলে কোরোনার প্রভাব সবথেকে বেশি, সেই অঞ্চলগুলিকে হটস্পট ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে রেড জ়োন বলে চিহ্নিত করা হয়েছে ৷

দিল্লি, 16 এপ্রিল: লকডাউনের মেয়াদ বাড়ালেও কিছুতেই বাগে মানানো যাচ্ছে না কোরোনা ভাইরাসকে ৷ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,380-তে ৷ মৃত্যু হয়েছে 414জনের ৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে ৷ কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও হটস্পট হিসাবে 170টি জেলাকে চিহ্নিত করা হয়েছে ৷

গত 24 ঘন্টাতেই দেশে আক্রান্ত হয়েছেন 941 জন ৷ স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রেই কোরোনার প্রভাব সবথেকে বেশি ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 2916,মারা গিয়েছেন 187 জন ৷ দ্বিতীয় স্থানেই রয়েছে রাজধানী দিল্লি ৷ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 1578, মৃত 32 ৷ তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে 1242 জন ৷ এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 118 জন এবং মারা গিয়েছেন 14 জন ৷

Coronavirus Tally
কেন্দ্র ও রাজ্য সরকারের পরিসংখ্যান

হাজারের গণ্ডি পেরিয়েছে রাজস্থানও ৷ মধ্যপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 987 জন ৷ আক্রান্তদের মধ্যে 64 জন সুস্থ হয়ে উঠেছেন, মৃতের সংখ্যা 53 ৷

দেশজুড়ে লকডাউন ছাড়াও যে সকল অঞ্চলে কোরোনার প্রভাব সবথেকে বেশি, সেই অঞ্চলগুলিকে হটস্পট ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে রেড জ়োন বলে চিহ্নিত করা হয়েছে ৷

Last Updated : Apr 16, 2020, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.