ETV Bharat / bharat

কোভিড ভ্যাকসিন: সুড়ঙ্গ শেষে আলোর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে

ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ সুনীল সিনহা বলেন, “ভয়ংকর ও অন্ধকার এই সময়ে, হঠাৎ করে সুড়ঙ্গ শেষে আলোর রেখা দেখা গেছে । এটা সেই সময়ে যখন ইউরোপের বহু দেশ কোরোনার দ্বিতীয় ধাক্কার সম্মুখীন, যা গত ছ’মাসের সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করে দিচ্ছে।”

Covid Vaccine
কোভিড ভ্যাকসিন
author img

By

Published : Nov 10, 2020, 10:37 AM IST

Updated : Nov 10, 2020, 1:42 PM IST

ওষুধ নির্মাতা সংস্থা ফাইজ়ার ঘোষণা করেছে, যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের তৃতীয় দফায় সাফল্যের হার অনেকটাই । এই খবরে উচ্ছ্বসিত আন্তর্জাতিক শেয়ার বাজার । আমেরিকায় যেখানে ডাও প্রায় 3 শতাংশ উঠেছে, এস অ্যান্ড পি 500 উঠেছে 1.17 শতাংশ । বড় শেয়ার বাজারগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম নাসডাক, যা বন্ধ হওয়ার সময় 1.5 শতাংশ পড়েছিল । এইসব ঘটনাবলীর প্রতিক্রিয়া দিতে গিয়ে, একজন শীর্ষ অর্থনীতিবিদ ETV ভারতকে বলেন, যে এখন মানুষ খুশি, কারণ তাঁরা এই ভয়ংকর বিষাদময় পরিস্থিতির মধ্যে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন । বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।

এই সেশনে ডাও আর এস অ্যান্ড পি 500 সাম্প্রতিককালের একদিনের রেকর্ড স্পর্শ করেছে । সোমবার ডাও 1600 পয়েন্ট বেড়ে (5.7 শতাংশ) 29934-তে পৌঁছয়, যা গত 12 ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ । এস অ্যান্ড পি 500 উঠেছে 3646-তে, যা 2 সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ । কিন্তু পরে দুটো সূচকই বন্ধ হওয়ার সময় মাঝামাঝি জায়গায় নেমে আসে ।

ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ সুনীল সিনহা বলেন, “ভয়ংকর ও অন্ধকার এই সময়ে, হঠাৎ করে সুড়ঙ্গ শেষে আলোর রেখা দেখা গেছে । এটা সেই সময়ে যখন ইউরোপের বহু দেশ কোরোনার দ্বিতীয় ধাক্কার সম্মুখীন, যা গত ছ’মাসের সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করে দিচ্ছে ।”

তিনি বলেন, এধরণের পরিস্থিতিতে প্রত্যেকেই এই রকম খবরকে স্বাগত জানাবে, যার মধ্যে শেয়ার বাজারও রয়েছে ।

সিনহা ETV ভারতকে বলেন, “সবাই খুশি, আর বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।”

সোমবার ফাইজ়ার ঘোষণা করে যে কোভিড ভ্যাকসিন যাঁদের দেওয়া হয়েছে, তাঁদের সংক্রমণের বিরুদ্ধে 90 শতাংশ সাফল্যের হার দেখা যাচ্ছে । এই খবরের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাট জোসেফ বিডেনের জয়ের খবরও শেয়ার বাজারকে চাঙ্গা হতে সাহায্য করেছে ।

আমেরিকায় তিনটি প্রধান বাজারের ফিউচার ওপেনিংও বেড়ে গিয়েছে । এস অ্যান্ড পি 500 এবং ডাও ফিউচার ওপেন একের তিন শতাংশ পয়েন্ট বেড়েছে । নাসডাক বেড়েছে আধ শতাংশেরও বেশি।

পজ়িটিভ ডমিনো এফেক্ট

অর্থনীতি ও বাজারের গতিবিধি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন সুনীল সিনহা । তিনি বলেন, এধরণের পরিস্থিতিতে শুধু স্বাভাবিক অবস্থায় ফেরাই অর্থনীতির পুনরুজ্জীবনে সাহায্য করবে ।

তিনি বলেন, “যদি অর্থনীতি ট্র্যাকে ফিরে আসে, তাহলে কর্পোরেট রেজ়াল্টের উন্নতি হবে । এর জন্য বিরাট কিছু আবিষ্কারের দরকার নেই । শুধু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলেই হবে ।”

ভারতে BSE ও NSE-র মতো বড় শেয়ার বাজার সোমবার তাদের সর্বকালীন বৃদ্ধিতে পৌঁছয় ।

যেখানে BSE সেনসেক্স ৭০৪ পয়েন্ট (১.৬৮ শতাংশ) বেড়ে তার সর্বকালীন বৃদ্ধি 42597-তে পৌঁছয়, পাশাপাশি NSE নিফটিও 197.50 পয়েন্ট (1.61 শতাংশ) বেড়ে তাদের সর্বকালীন বৃদ্ধি 12461-তে পৌঁছে যায় ।

সুনীল সিনহা আরও বলেন, “বাজার আজকের পরিস্থিতির ভিত্তিতে কাজ করছে না। তা আগামী 4-6 মাসে কোম্পানিগুলি কী ফল করবে, সেদিকেই তাকিয়ে বাজার । যদি মহামারীর একটা সমাধান বেরিয়ে আসে, তাহলে এটাই স্বাভাবিক, যে 6 মাস কর পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবকিছু নিজের পথে ফিরে আসবে ।”

তাঁর কথায়, “বাজার সেটা অনুমান করছে, এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।”

কৃষ্ণানন্দ ত্রিপাঠী, ETV ভারত

ওষুধ নির্মাতা সংস্থা ফাইজ়ার ঘোষণা করেছে, যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের তৃতীয় দফায় সাফল্যের হার অনেকটাই । এই খবরে উচ্ছ্বসিত আন্তর্জাতিক শেয়ার বাজার । আমেরিকায় যেখানে ডাও প্রায় 3 শতাংশ উঠেছে, এস অ্যান্ড পি 500 উঠেছে 1.17 শতাংশ । বড় শেয়ার বাজারগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম নাসডাক, যা বন্ধ হওয়ার সময় 1.5 শতাংশ পড়েছিল । এইসব ঘটনাবলীর প্রতিক্রিয়া দিতে গিয়ে, একজন শীর্ষ অর্থনীতিবিদ ETV ভারতকে বলেন, যে এখন মানুষ খুশি, কারণ তাঁরা এই ভয়ংকর বিষাদময় পরিস্থিতির মধ্যে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন । বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।

এই সেশনে ডাও আর এস অ্যান্ড পি 500 সাম্প্রতিককালের একদিনের রেকর্ড স্পর্শ করেছে । সোমবার ডাও 1600 পয়েন্ট বেড়ে (5.7 শতাংশ) 29934-তে পৌঁছয়, যা গত 12 ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ । এস অ্যান্ড পি 500 উঠেছে 3646-তে, যা 2 সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ । কিন্তু পরে দুটো সূচকই বন্ধ হওয়ার সময় মাঝামাঝি জায়গায় নেমে আসে ।

ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ সুনীল সিনহা বলেন, “ভয়ংকর ও অন্ধকার এই সময়ে, হঠাৎ করে সুড়ঙ্গ শেষে আলোর রেখা দেখা গেছে । এটা সেই সময়ে যখন ইউরোপের বহু দেশ কোরোনার দ্বিতীয় ধাক্কার সম্মুখীন, যা গত ছ’মাসের সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করে দিচ্ছে ।”

তিনি বলেন, এধরণের পরিস্থিতিতে প্রত্যেকেই এই রকম খবরকে স্বাগত জানাবে, যার মধ্যে শেয়ার বাজারও রয়েছে ।

সিনহা ETV ভারতকে বলেন, “সবাই খুশি, আর বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।”

সোমবার ফাইজ়ার ঘোষণা করে যে কোভিড ভ্যাকসিন যাঁদের দেওয়া হয়েছে, তাঁদের সংক্রমণের বিরুদ্ধে 90 শতাংশ সাফল্যের হার দেখা যাচ্ছে । এই খবরের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাট জোসেফ বিডেনের জয়ের খবরও শেয়ার বাজারকে চাঙ্গা হতে সাহায্য করেছে ।

আমেরিকায় তিনটি প্রধান বাজারের ফিউচার ওপেনিংও বেড়ে গিয়েছে । এস অ্যান্ড পি 500 এবং ডাও ফিউচার ওপেন একের তিন শতাংশ পয়েন্ট বেড়েছে । নাসডাক বেড়েছে আধ শতাংশেরও বেশি।

পজ়িটিভ ডমিনো এফেক্ট

অর্থনীতি ও বাজারের গতিবিধি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন সুনীল সিনহা । তিনি বলেন, এধরণের পরিস্থিতিতে শুধু স্বাভাবিক অবস্থায় ফেরাই অর্থনীতির পুনরুজ্জীবনে সাহায্য করবে ।

তিনি বলেন, “যদি অর্থনীতি ট্র্যাকে ফিরে আসে, তাহলে কর্পোরেট রেজ়াল্টের উন্নতি হবে । এর জন্য বিরাট কিছু আবিষ্কারের দরকার নেই । শুধু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলেই হবে ।”

ভারতে BSE ও NSE-র মতো বড় শেয়ার বাজার সোমবার তাদের সর্বকালীন বৃদ্ধিতে পৌঁছয় ।

যেখানে BSE সেনসেক্স ৭০৪ পয়েন্ট (১.৬৮ শতাংশ) বেড়ে তার সর্বকালীন বৃদ্ধি 42597-তে পৌঁছয়, পাশাপাশি NSE নিফটিও 197.50 পয়েন্ট (1.61 শতাংশ) বেড়ে তাদের সর্বকালীন বৃদ্ধি 12461-তে পৌঁছে যায় ।

সুনীল সিনহা আরও বলেন, “বাজার আজকের পরিস্থিতির ভিত্তিতে কাজ করছে না। তা আগামী 4-6 মাসে কোম্পানিগুলি কী ফল করবে, সেদিকেই তাকিয়ে বাজার । যদি মহামারীর একটা সমাধান বেরিয়ে আসে, তাহলে এটাই স্বাভাবিক, যে 6 মাস কর পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবকিছু নিজের পথে ফিরে আসবে ।”

তাঁর কথায়, “বাজার সেটা অনুমান করছে, এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।”

কৃষ্ণানন্দ ত্রিপাঠী, ETV ভারত

Last Updated : Nov 10, 2020, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.