ETV Bharat / bharat

মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে কোভ্য়াকসিন, জানালেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান

author img

By

Published : Nov 16, 2020, 10:54 PM IST

ভার্চুয়াল ওই সভা থেকে কৃষ্ণা এল্লা জানান, তাঁরা একমাত্র মেডিসিন কোম্পানি যারা ICMR-র সঙ্গে হাত মিলিয়ে কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন তৈরি করছে ৷ যা বর্তমানে মানব শরীরে তৃতীয় ধাপে পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি তিনি এও জানান, ভারত বায়োটেক একমাত্র ভ্য়াকসিন উৎপাদক কোম্পানি, যাদের কাছে বায়োসেফটি লেভেল থ্রি-র (BSL3) প্রোডাকশন ফেসিলিট রয়েছে ৷

Covid-19 vaccine Covaxin being developed-by-Bharat-Biotech-is-now-undergoing-phase-3-trials
মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে কোভ্য়াকসিন, জানালেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান

হায়দরাবাদ, 16 নভেম্বর : ভারত বায়োটেকের তৈরি কোরোনার টিকা কোভ্য়াকসিন তার মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে পৌঁছে গিয়েছে ৷ সোমবার এমনই জানালেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান এবং ম্য়ানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা ৷ ইন্ডিয়ান স্কুল অফ বিজ়নেসের একটি ভার্চুয়াল সভায় তিনি একথা জানান ৷ এল্লা আরো বলেন, ভারত বায়োটেক কোরোনা ভাইরাসের আরো একটি টিকা আবিষ্কার করছে, যা নাকের মাধ্য়মে মানব শরীরে দেওয়া যাবে ৷ যেটি আগামী বছরের মধ্য়ে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি ৷

ভার্চুয়াল ওই সভা থেকে কৃষ্ণা এল্লা জানান, তাঁরা একমাত্র মেডিসিন কম্পানি যারা ICMR-র সঙ্গে হাত মিলিয়ে কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন তৈরি করছে ৷ যা বর্তমানে মানব শরীরে তৃতীয় ধাপে পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি তিনি এও জানান, ভারত বায়োটেক একমাত্র ভ্য়াকসিন উৎপাদক কোম্পানি, যাদের কাছে বায়োসেফটি লেভেল থ্রি-র (BSL3) প্রোডাকশন ফেসিলিট রয়েছে ৷ গত মাসেই সংস্থার তরফে জানানো হয়েছিল, কোভ্য়াকসিন সাফল্য়ের সঙ্গে তার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানব শরীরে পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হয়েছে ৷ তারা খুব দ্রুত তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করবে ৷ তা 26000 ভলান্টিয়ারের শরীরে প্রয়োগ করা হবে বলেও জানিয়েছিল ভারত বায়োটেক সংস্থা ৷

ভারত বায়োটেক নাকের মাধ্য়মে দেওয়া যাবে কোরোনার এমন ভ্য়াকসিন তৈরি করছে ৷ তার লাইসেন্সের জন্য় ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বলেও এদিন জানিয়েছেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান কৃষ্ণা এল্লা ৷

হায়দরাবাদ, 16 নভেম্বর : ভারত বায়োটেকের তৈরি কোরোনার টিকা কোভ্য়াকসিন তার মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে পৌঁছে গিয়েছে ৷ সোমবার এমনই জানালেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান এবং ম্য়ানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা ৷ ইন্ডিয়ান স্কুল অফ বিজ়নেসের একটি ভার্চুয়াল সভায় তিনি একথা জানান ৷ এল্লা আরো বলেন, ভারত বায়োটেক কোরোনা ভাইরাসের আরো একটি টিকা আবিষ্কার করছে, যা নাকের মাধ্য়মে মানব শরীরে দেওয়া যাবে ৷ যেটি আগামী বছরের মধ্য়ে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি ৷

ভার্চুয়াল ওই সভা থেকে কৃষ্ণা এল্লা জানান, তাঁরা একমাত্র মেডিসিন কম্পানি যারা ICMR-র সঙ্গে হাত মিলিয়ে কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন তৈরি করছে ৷ যা বর্তমানে মানব শরীরে তৃতীয় ধাপে পরীক্ষা করা হচ্ছে ৷ পাশাপাশি তিনি এও জানান, ভারত বায়োটেক একমাত্র ভ্য়াকসিন উৎপাদক কোম্পানি, যাদের কাছে বায়োসেফটি লেভেল থ্রি-র (BSL3) প্রোডাকশন ফেসিলিট রয়েছে ৷ গত মাসেই সংস্থার তরফে জানানো হয়েছিল, কোভ্য়াকসিন সাফল্য়ের সঙ্গে তার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানব শরীরে পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হয়েছে ৷ তারা খুব দ্রুত তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করবে ৷ তা 26000 ভলান্টিয়ারের শরীরে প্রয়োগ করা হবে বলেও জানিয়েছিল ভারত বায়োটেক সংস্থা ৷

ভারত বায়োটেক নাকের মাধ্য়মে দেওয়া যাবে কোরোনার এমন ভ্য়াকসিন তৈরি করছে ৷ তার লাইসেন্সের জন্য় ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বলেও এদিন জানিয়েছেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান কৃষ্ণা এল্লা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.