ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃতের সংখ্যা 500 ছুঁইছুঁই, আক্রান্ত 14378 - রাজস্থান

লকডাউনেও বাগে আনা যাচ্ছে না কোরোনাভাইরাসকে ৷ দেশে গত 24 ঘন্টায় আক্রান্ত 991 জন ৷

Coronavirus
কোরোনাভাইরাস
author img

By

Published : Apr 18, 2020, 10:51 AM IST

দিল্লি, 18 এপ্রিল : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 হাজার অতিক্রম করল ৷ মৃতের সংখ্যা 500 ছুঁইছুঁই ৷ এরই মাঝে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিরাও ফের সংক্রমিত হতে পারে ৷ চিন ও জাপানে দ্বিতীয়বার সংক্রমণ শুরু হওয়ায় এই আশঙ্কা আরও বেড়েছে ৷

গত 24 ঘন্টায় চিনে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 25 জন ৷ ভারতেও গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 991 জন ৷ গোটা দেশে লকডাউন জারি করেও আটকানো যাচ্ছে না সংক্রমণ ৷ বহু বিশেষজ্ঞ জানিয়েছিলেন, লকডাউন করে কোরোনা প্রতিরোধ সম্ভব নয়, প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত জোগান ৷

Health Ministry
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান

ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে 4 কোটি 29 লাখ HCQ ট্যাবলেট পাঠানো হয়েছে রাজ্যগুলিতে ৷ চার লাখ 12 হাজার 400 PPE কিটও পাঠানো হয়েছে তার সঙ্গে ৷ 25 লাখ 82 হাজার N-95 মাস্ক দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ৷ চিন থেকে আসা PPE কিটগুলির অধিকাংশের মানদণ্ড ভালো না হওয়ায় কয়েকদিনের মধ্যে সিঙ্গাপুর থেকে 2 লাখ PPE কিট আসতে চলেছে ভারতে ৷

ইন্দোরে ফের 50 জন সংক্রামিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হল 892 ৷ মৃতের সংখ্যা 47 ৷ দিল্লিতেও নতুন করে আক্রান্ত 67, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1707 ৷ রাজস্থানে একদিনে আক্রান্ত 98 জন ৷ রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সে'রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1229 ৷

দিল্লি, 18 এপ্রিল : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 হাজার অতিক্রম করল ৷ মৃতের সংখ্যা 500 ছুঁইছুঁই ৷ এরই মাঝে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিরাও ফের সংক্রমিত হতে পারে ৷ চিন ও জাপানে দ্বিতীয়বার সংক্রমণ শুরু হওয়ায় এই আশঙ্কা আরও বেড়েছে ৷

গত 24 ঘন্টায় চিনে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 25 জন ৷ ভারতেও গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 991 জন ৷ গোটা দেশে লকডাউন জারি করেও আটকানো যাচ্ছে না সংক্রমণ ৷ বহু বিশেষজ্ঞ জানিয়েছিলেন, লকডাউন করে কোরোনা প্রতিরোধ সম্ভব নয়, প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত জোগান ৷

Health Ministry
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান

ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে 4 কোটি 29 লাখ HCQ ট্যাবলেট পাঠানো হয়েছে রাজ্যগুলিতে ৷ চার লাখ 12 হাজার 400 PPE কিটও পাঠানো হয়েছে তার সঙ্গে ৷ 25 লাখ 82 হাজার N-95 মাস্ক দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ৷ চিন থেকে আসা PPE কিটগুলির অধিকাংশের মানদণ্ড ভালো না হওয়ায় কয়েকদিনের মধ্যে সিঙ্গাপুর থেকে 2 লাখ PPE কিট আসতে চলেছে ভারতে ৷

ইন্দোরে ফের 50 জন সংক্রামিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হল 892 ৷ মৃতের সংখ্যা 47 ৷ দিল্লিতেও নতুন করে আক্রান্ত 67, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1707 ৷ রাজস্থানে একদিনে আক্রান্ত 98 জন ৷ রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সে'রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1229 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.