ETV Bharat / bharat

দেশে কোরোনা মুক্তের সংখ্যা ছাড়াল 5 লাখ

দেশে কোরোনা মুক্তর সংখ্যা ছাড়াল পাঁচ লাখ ৷ মোট 5,15,385জন সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা 2,31,978 বেশি ৷

corona
corona
author img

By

Published : Jul 11, 2020, 5:42 PM IST

দিল্লি, 11জুলাই : দেশে কোরোনা মুক্তর সংখ্যা পাঁচ লাখ ছাড়াল ৷ মোট 5,15,385জন কোরোনা সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, 62.78 শতাংশ আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট সক্রিয় কোরোনা আক্রান্ত 2,83,407 ৷ এবং সুস্থের সংখ্যা 5,15,385 ৷ অর্থাৎ, আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা 2,31,978 বেশি ৷

প্রায় প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 27,114 জন ৷ মৃত্যু হয়েছে 519 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 8,20, 916 ৷ মৃতের সংখ্যা 22, 123 ৷

দিল্লি, 11জুলাই : দেশে কোরোনা মুক্তর সংখ্যা পাঁচ লাখ ছাড়াল ৷ মোট 5,15,385জন কোরোনা সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, 62.78 শতাংশ আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট সক্রিয় কোরোনা আক্রান্ত 2,83,407 ৷ এবং সুস্থের সংখ্যা 5,15,385 ৷ অর্থাৎ, আক্রান্তের থেকে সুস্থের সংখ্যা 2,31,978 বেশি ৷

প্রায় প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 27,114 জন ৷ মৃত্যু হয়েছে 519 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 8,20, 916 ৷ মৃতের সংখ্যা 22, 123 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.