ETV Bharat / bharat

দেশের সব অঞ্চলে প্রভাব ফেলেনি কোরোনা, বলছে তথ্য

author img

By

Published : May 17, 2020, 8:12 PM IST

তথ্য অনুযায়ী, কোরোনা সংক্রমণ একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলে যেমন কোনও গ্রাম, শহর বা শহরের বিশেষ কিছু এলাকায় ছড়িয়ে পড়ছে ৷ এখনও অবধি, স্বাস্থ্য মন্ত্রক অস্বীকার করছে, দেশে কোরোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে না পৌঁছালেও সংক্রমণ রোধে পদক্ষেপগুলি করতেই হবে ।

COVID-19 spread high In India but not affecting all parts of country: Govt document
কোরোনা ভারতে ছড়ালেও দেশের সমস্ত অংশকে প্রভাবিত করছে না

দিল্লি, 17 মে : ভারতে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নীতির পরিবর্তন প্রয়োজন ৷ কারণ কোরোনা ভাইরাস সংক্রমণ বাড়লেও তা দেশের সব অংশে সমান নয় ৷ দেশের কনটেইনমেন্ট জ়োনের জন্য পরিকল্পনাতেই জানা গেল একথা ৷

তথ্য অনুযায়ী, কোরোনা সংক্রমণ একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলে যেমন কোনও গ্রাম, শহর বা শহরের বিশেষ কিছু এলাকায় ছড়িয়ে পড়ছে ৷ এখনও অবধি, স্বাস্থ্য মন্ত্রক অস্বীকার করছে, দেশে কোরোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে না পৌঁছালেও সংক্রমণ রোধে পদক্ষেপগুলি করতেই হবে ৷ এই পদক্ষেপ অনুসারে, " দেশের জনসংখ্যার হিসাবে COVID-19 এর বাড়তে পারে ৷ তবে, তা দেশের সব অঞ্চলে সমানভাবে প্রভাবিত হবে সেই সম্ভাবনা কম । বিশেষ করে দেশের হটস্পটগুলিতে এই সংক্রমণ রোধ করতে হবে ৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গাণিতিক মডেলিংয়ের অধ্যয়নগুলির মতে কনটেনমেন্ট তখনই কার্যকর করা সম্ভব ৷ যখন সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য বিষয়গুলিকে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা সম্ভব । সরকারি নথিতে স্বাস্থ্য মন্ত্রক ভৌগোলিক কনটেইনমেন্ট প্রয়োগের জন্য প্রমাণ হিসাবে কোরোনাকে " H1N1 মহামারী ইনফ্লুয়েন্জ়া " হিসেবে ব্যবহার করেছে ৷

নথিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের জন্য অনুমোদিত কোনও ওষুধ বা ভ্যাকসিন নেই । শুধুমাত্র হাইড্রোক্সিক্লোরোকুইন যুক্ত কেমোপ্রফিল্যাক্সিসের পরামর্শ দেওয়া হয় ।

দিল্লি, 17 মে : ভারতে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নীতির পরিবর্তন প্রয়োজন ৷ কারণ কোরোনা ভাইরাস সংক্রমণ বাড়লেও তা দেশের সব অংশে সমান নয় ৷ দেশের কনটেইনমেন্ট জ়োনের জন্য পরিকল্পনাতেই জানা গেল একথা ৷

তথ্য অনুযায়ী, কোরোনা সংক্রমণ একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলে যেমন কোনও গ্রাম, শহর বা শহরের বিশেষ কিছু এলাকায় ছড়িয়ে পড়ছে ৷ এখনও অবধি, স্বাস্থ্য মন্ত্রক অস্বীকার করছে, দেশে কোরোনা ভাইরাস গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে না পৌঁছালেও সংক্রমণ রোধে পদক্ষেপগুলি করতেই হবে ৷ এই পদক্ষেপ অনুসারে, " দেশের জনসংখ্যার হিসাবে COVID-19 এর বাড়তে পারে ৷ তবে, তা দেশের সব অঞ্চলে সমানভাবে প্রভাবিত হবে সেই সম্ভাবনা কম । বিশেষ করে দেশের হটস্পটগুলিতে এই সংক্রমণ রোধ করতে হবে ৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গাণিতিক মডেলিংয়ের অধ্যয়নগুলির মতে কনটেনমেন্ট তখনই কার্যকর করা সম্ভব ৷ যখন সামাজিক দূরত্বের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য বিষয়গুলিকে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা সম্ভব । সরকারি নথিতে স্বাস্থ্য মন্ত্রক ভৌগোলিক কনটেইনমেন্ট প্রয়োগের জন্য প্রমাণ হিসাবে কোরোনাকে " H1N1 মহামারী ইনফ্লুয়েন্জ়া " হিসেবে ব্যবহার করেছে ৷

নথিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের জন্য অনুমোদিত কোনও ওষুধ বা ভ্যাকসিন নেই । শুধুমাত্র হাইড্রোক্সিক্লোরোকুইন যুক্ত কেমোপ্রফিল্যাক্সিসের পরামর্শ দেওয়া হয় ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.