ETV Bharat / bharat

সাফাইকর্মীদের PPE কিট দানের দাবি, আর্জি সুপ্রিম কোর্টে

দেশের এই কোরোনা পরিস্থিতিতে সাফাইকর্মীদের সুরক্ষা সামগ্রী দানের দাবিতে গতকাল সুপ্রিমকোর্টে একটি পিটিশন দাখিল হয় । কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে PPE কিট দানের কাজ শুরু হয়ে গেছে ।

supreme court
সুপ্রিমকোর্ট
author img

By

Published : Apr 10, 2020, 9:38 AM IST

দিল্লি, 10 এপ্রিল: কোরোনা আতঙ্ক এখন দেশজুড়ে । দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এরই মধ্যে সাফাইকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের প্রত্যেককে PPE কিট-সহ সুরক্ষা সামগ্রী দানের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন সমাজকর্মী হারনাম সিং । একটি পিটিশন দাখিলের মাধ্যমে সাফাইকর্মী ও তাঁদের পরিবারদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন করেন তিনি । 24 ঘণ্টার মধ্যে সাফাইকর্মীদের সুরক্ষা সামগ্রী হিসেবে PPE কিট দানের আবেদন করা হয়েছে । এছাড়াও তাঁদের পরিবারের কোনও ব্যক্তি আক্রান্ত হলে 48 ঘণ্টার মধ্যে তাঁর পরীক্ষার ব্যবস্থা করার আবেদন করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । বন্ধ কলকারখানা ও বেশিরভাগ অফিস । কিন্তু সাফাইকর্মীদের কাজ বন্ধ নেই । এই পরিস্থিতিতেও অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে তাঁদের প্রত্যেক দিনই কাজ করতে হচ্ছে । হারনাম সিং বলেন, "দেশে কোরোনা পরিস্থিতির মধ্যেও সাফাইকর্মীরা প্রতিদিন কাজ করে চলেছেন । তাঁরাই শহর, গ্রাম, রাস্তা-ঘাট পরিষ্কার করছেন । প্রত্যেক বাড়ি থেকে ময়লা নিয়ে আসার কাজ করছেন । পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন প্রতিটি জায়গা । এই অবস্থায় তাঁদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল । প্রয়োজন সুরক্ষা সামগ্রীর । কিন্তু এখনও পর্যন্ত তাঁদের মধ্যে বেশিরভাগজনকেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি ।" WHO-এর নির্দেশিকাকে সামনে রেখে বলা যায় এই সময় সাফাইকর্মীদের সুরক্ষার্থে গ্লাভস, বুট, গগলজ় ও মুখ ঢাকার আবরণ ও মাস্ক দেওয়া উচিত । 'The Prohibition of Employment As Manual Scavengers and Their Rehabilitation Act 2013- আইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান না করে কোনও সাফাইকর্মীকে দিয়ে নর্দমা অথবা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানো যাবে না এবং তা দণ্ডনীয় অরাধ । এই বিষয়টিও পিটিশনে উল্লেখ করা হয়েছে ।

এদিকে কোরোনা আক্রান্তদের চিকিৎসার কাজে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন তাঁদের মধ্যে সম অনুপাতে PPE কিট দানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, "আতঙ্কের কারণ নেই । ভারতের কাছে পর্যাপ্ত PPE কিট আছে । খুব শীঘ্রই আরও PPE কিট আনার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে । PPE কিট তৈরির জন্য দেশে 20টি সংস্থা তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই সংস্থাগুলোকে 1.7 কোটি PPE কিট তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে ৷ বণ্টনও শুরু হয়েছে । "

অন্যদিকে গতকাল পর্যন্ত নতুন করে 540 জন কোরোনা আক্রান্তের খবর রয়েছে এবং নতুন করে 17 জনের মৃত্যু হয়েছে দেশে । এই নিয়ে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5,734 ও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 166 ।

দিল্লি, 10 এপ্রিল: কোরোনা আতঙ্ক এখন দেশজুড়ে । দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এরই মধ্যে সাফাইকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের প্রত্যেককে PPE কিট-সহ সুরক্ষা সামগ্রী দানের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন সমাজকর্মী হারনাম সিং । একটি পিটিশন দাখিলের মাধ্যমে সাফাইকর্মী ও তাঁদের পরিবারদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন করেন তিনি । 24 ঘণ্টার মধ্যে সাফাইকর্মীদের সুরক্ষা সামগ্রী হিসেবে PPE কিট দানের আবেদন করা হয়েছে । এছাড়াও তাঁদের পরিবারের কোনও ব্যক্তি আক্রান্ত হলে 48 ঘণ্টার মধ্যে তাঁর পরীক্ষার ব্যবস্থা করার আবেদন করা হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । বন্ধ কলকারখানা ও বেশিরভাগ অফিস । কিন্তু সাফাইকর্মীদের কাজ বন্ধ নেই । এই পরিস্থিতিতেও অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে তাঁদের প্রত্যেক দিনই কাজ করতে হচ্ছে । হারনাম সিং বলেন, "দেশে কোরোনা পরিস্থিতির মধ্যেও সাফাইকর্মীরা প্রতিদিন কাজ করে চলেছেন । তাঁরাই শহর, গ্রাম, রাস্তা-ঘাট পরিষ্কার করছেন । প্রত্যেক বাড়ি থেকে ময়লা নিয়ে আসার কাজ করছেন । পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন প্রতিটি জায়গা । এই অবস্থায় তাঁদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল । প্রয়োজন সুরক্ষা সামগ্রীর । কিন্তু এখনও পর্যন্ত তাঁদের মধ্যে বেশিরভাগজনকেই পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি ।" WHO-এর নির্দেশিকাকে সামনে রেখে বলা যায় এই সময় সাফাইকর্মীদের সুরক্ষার্থে গ্লাভস, বুট, গগলজ় ও মুখ ঢাকার আবরণ ও মাস্ক দেওয়া উচিত । 'The Prohibition of Employment As Manual Scavengers and Their Rehabilitation Act 2013- আইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান না করে কোনও সাফাইকর্মীকে দিয়ে নর্দমা অথবা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানো যাবে না এবং তা দণ্ডনীয় অরাধ । এই বিষয়টিও পিটিশনে উল্লেখ করা হয়েছে ।

এদিকে কোরোনা আক্রান্তদের চিকিৎসার কাজে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন তাঁদের মধ্যে সম অনুপাতে PPE কিট দানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, "আতঙ্কের কারণ নেই । ভারতের কাছে পর্যাপ্ত PPE কিট আছে । খুব শীঘ্রই আরও PPE কিট আনার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে । PPE কিট তৈরির জন্য দেশে 20টি সংস্থা তৈরি করা হয়েছে । ইতিমধ্যেই সংস্থাগুলোকে 1.7 কোটি PPE কিট তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে ৷ বণ্টনও শুরু হয়েছে । "

অন্যদিকে গতকাল পর্যন্ত নতুন করে 540 জন কোরোনা আক্রান্তের খবর রয়েছে এবং নতুন করে 17 জনের মৃত্যু হয়েছে দেশে । এই নিয়ে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5,734 ও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 166 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.