ETV Bharat / bharat

COVID–19 : মিথ ও বাস্তব - কোরোনা ভাইরাস

কোরোনা নিয়ে অনেক তথ্যই ছড়িয়েছে । সেগুলির কোনটা সত্যি আর কোনটাই বা মিথ্যা । বাস্তবে কোরোনা সংক্রমণ রুখতে প্রাথমিকভাবে কী করা উচিত । এমন কিছু তথ্য দেওয়া হল ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 31, 2020, 12:45 PM IST

COVID-19 নিয়ে চারাদিকে নানা তথ্য ছড়িয়ে পড়ছে । তার বেশিরভাগই সঠিক নয় । ছড়িয়ে পড়ছে যে COVID–19 এর তৃতীয় স্তরে রয়েছে ভারত । কিন্তু, দেশে এখনও কমিউনিটি স্প্রেড হয়নি । COVID–19 নিয়ে চারপাশে যা যা ছড়িয়ে পড়েছে আদৌ কি সে সব ঠিক ?

অ্যান্টিবায়োটিক সেবনে কি COVID–19 কমে?

না । অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটিরিয়াল সংক্রমণ নিরাময়ে কাজে আসে আর যেহেতু COVID–19 ভাইরাসের কারণে হয়, তাই অ্যান্টিবায়োটিকে কোনও কাজ হয় না ।

উষ্ণ আবহাওয়ায় ভাইরাসের সংক্রমণ হয় না

এটা একেবারেই ঠিক নয় । কোরোনাভাইরাস যে কোনও এলাকায় ছড়িয়ে পড়তে পারে, তা উষ্ণ হোক বা আর্দ্র কিংবা শীতল । সংক্রমণ রুখতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি । এবং পরস্পরের থেকে অন্তত একহাত পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা ।

হ্যান্ড ড্রায়ার ভাইরাস মারতে পারে

না । হ্যান্ড ড্রায়ার COVID–19 ভাইরাস মারতে পারে না । আপনি ভাইরাস সংক্রমণ রুখতে যা করতে পারেন, তা হল সাবান এবং জল দিয়ে অথবা অ্যালকোহলযুক্ত কোনও স্যানিটাইজ়ার দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলতে পারেন । আর তারপর পেপার টাওয়েল বা এয়ার ড্রায়ারের সাহায্যে ভালো করে হাত দু’টো শুকিয়ে নিতে হবে ।

শুধু বয়স্ক এবং শিশুদেরই সংক্রমণ হতে পারে

না । সব বয়সের মানুষেরই এই ভাইরাসের সংক্রমণ হতে পারে । তবে সম্ভবত, যারা বয়স্ক এবং যারা আগে থেকেই ডায়াবিটিস, হৃদযন্ত্রের রোগে ভুগছেন তাঁদের ক্ষেত্রে এই সংক্রমণ হলে শারীরিক সংকট বাড়বে ।

শরীরে অ্যালকোহল স্প্রে করলে ভাইরাস মরে যায়

না । উলটে শরীরে অ্যালকোহল মাখলে বা স্প্রে করলে তা শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি তা কোনওভাবে চোখে ঢুকে যায় । যদিও জীবাণুনাশক হিসেবে কিছু মোছামুছির জন্য অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে, এমনকী হাত পরিষ্কার রাখতেও অ্যালকোহল জাতীয় স্যানিটাইজ়ার ব্যবহারেরই পরামর্শ দেওয়া হচ্ছে ।

COVID–19-এ আক্রান্ত হলেই মৃত্যু অবধারিত

এটা একেবারেই ঠিক নয় । অল্প কিছু সংখ্যক মানুষ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শুধু তাদের জন্যই এই ভাইরাস বিপজ্জনক । উপসর্গ কম থাকলে তার নিরাময় সম্ভব । তাই যদি ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়, তাহলে আগে পরীক্ষা করান ।

রসুন কোরোনা ভাইরাসের সংক্রমণ আটকায়

এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রমাণ মেলেনি যে রসুন খেলে কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা যায় । যদিও কোনও কোনও গবেষক দাবি করছেন যে, নিয়মিত রসুন খেলে কিছু কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হয় । কিন্তু COVID–19 সংক্রমণ ব্যাকটেরিয়ার মাধ্যমে নয়, ভাইরাসের মাধ্যমে হয় ।

গোমূত্র ভাইরাস তাড়ায়

প্রাচীন চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, গোমূত্রের কিছু কিছু ঔষধি গুণাগুণ রয়েছে । কিন্তু তা বলে এটি সেবন করে কখনওই কারও পক্ষে কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব নয় ।

"রোগ নিরাময়ের তুলনায় রোগ সংক্রমণ থেকে আগাম সতর্কতা অবলম্বন বেশি কার্যকরী"। এই প্রবাদটি মেনে চলা উচিত । দেশের প্রত্যেক নাগরিকের উচিত সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসরণ করা এবং বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী অক্ষরে অক্ষরে পালন করা যাতে COVID–19-এর বিস্তার কমে আসে । সত্যের তুলনায় বরাবরই গুজব দ্রুত ছড়ায় । তাই আগে সত্যিটাকে জানা জরুরি ।

রোগ সংক্রমণের ভয় মানসিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলে । সুতরাং, আমাদের সাহসী হতেই হবে । প্রকৃতিকে সম্মান করুন কারণ প্রকৃতিই আমাদের রক্ষা করবে ।

COVID-19 নিয়ে চারাদিকে নানা তথ্য ছড়িয়ে পড়ছে । তার বেশিরভাগই সঠিক নয় । ছড়িয়ে পড়ছে যে COVID–19 এর তৃতীয় স্তরে রয়েছে ভারত । কিন্তু, দেশে এখনও কমিউনিটি স্প্রেড হয়নি । COVID–19 নিয়ে চারপাশে যা যা ছড়িয়ে পড়েছে আদৌ কি সে সব ঠিক ?

অ্যান্টিবায়োটিক সেবনে কি COVID–19 কমে?

না । অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটিরিয়াল সংক্রমণ নিরাময়ে কাজে আসে আর যেহেতু COVID–19 ভাইরাসের কারণে হয়, তাই অ্যান্টিবায়োটিকে কোনও কাজ হয় না ।

উষ্ণ আবহাওয়ায় ভাইরাসের সংক্রমণ হয় না

এটা একেবারেই ঠিক নয় । কোরোনাভাইরাস যে কোনও এলাকায় ছড়িয়ে পড়তে পারে, তা উষ্ণ হোক বা আর্দ্র কিংবা শীতল । সংক্রমণ রুখতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি । এবং পরস্পরের থেকে অন্তত একহাত পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা ।

হ্যান্ড ড্রায়ার ভাইরাস মারতে পারে

না । হ্যান্ড ড্রায়ার COVID–19 ভাইরাস মারতে পারে না । আপনি ভাইরাস সংক্রমণ রুখতে যা করতে পারেন, তা হল সাবান এবং জল দিয়ে অথবা অ্যালকোহলযুক্ত কোনও স্যানিটাইজ়ার দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলতে পারেন । আর তারপর পেপার টাওয়েল বা এয়ার ড্রায়ারের সাহায্যে ভালো করে হাত দু’টো শুকিয়ে নিতে হবে ।

শুধু বয়স্ক এবং শিশুদেরই সংক্রমণ হতে পারে

না । সব বয়সের মানুষেরই এই ভাইরাসের সংক্রমণ হতে পারে । তবে সম্ভবত, যারা বয়স্ক এবং যারা আগে থেকেই ডায়াবিটিস, হৃদযন্ত্রের রোগে ভুগছেন তাঁদের ক্ষেত্রে এই সংক্রমণ হলে শারীরিক সংকট বাড়বে ।

শরীরে অ্যালকোহল স্প্রে করলে ভাইরাস মরে যায়

না । উলটে শরীরে অ্যালকোহল মাখলে বা স্প্রে করলে তা শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি তা কোনওভাবে চোখে ঢুকে যায় । যদিও জীবাণুনাশক হিসেবে কিছু মোছামুছির জন্য অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে, এমনকী হাত পরিষ্কার রাখতেও অ্যালকোহল জাতীয় স্যানিটাইজ়ার ব্যবহারেরই পরামর্শ দেওয়া হচ্ছে ।

COVID–19-এ আক্রান্ত হলেই মৃত্যু অবধারিত

এটা একেবারেই ঠিক নয় । অল্প কিছু সংখ্যক মানুষ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শুধু তাদের জন্যই এই ভাইরাস বিপজ্জনক । উপসর্গ কম থাকলে তার নিরাময় সম্ভব । তাই যদি ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়, তাহলে আগে পরীক্ষা করান ।

রসুন কোরোনা ভাইরাসের সংক্রমণ আটকায়

এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রমাণ মেলেনি যে রসুন খেলে কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা যায় । যদিও কোনও কোনও গবেষক দাবি করছেন যে, নিয়মিত রসুন খেলে কিছু কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হয় । কিন্তু COVID–19 সংক্রমণ ব্যাকটেরিয়ার মাধ্যমে নয়, ভাইরাসের মাধ্যমে হয় ।

গোমূত্র ভাইরাস তাড়ায়

প্রাচীন চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, গোমূত্রের কিছু কিছু ঔষধি গুণাগুণ রয়েছে । কিন্তু তা বলে এটি সেবন করে কখনওই কারও পক্ষে কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব নয় ।

"রোগ নিরাময়ের তুলনায় রোগ সংক্রমণ থেকে আগাম সতর্কতা অবলম্বন বেশি কার্যকরী"। এই প্রবাদটি মেনে চলা উচিত । দেশের প্রত্যেক নাগরিকের উচিত সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসরণ করা এবং বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী অক্ষরে অক্ষরে পালন করা যাতে COVID–19-এর বিস্তার কমে আসে । সত্যের তুলনায় বরাবরই গুজব দ্রুত ছড়ায় । তাই আগে সত্যিটাকে জানা জরুরি ।

রোগ সংক্রমণের ভয় মানসিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলে । সুতরাং, আমাদের সাহসী হতেই হবে । প্রকৃতিকে সম্মান করুন কারণ প্রকৃতিই আমাদের রক্ষা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.