ETV Bharat / bharat

মহারাষ্ট্রের কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী-শরদ পাওয়ার বৈঠক - কোরোনা ভাইরাস খবর

মহারাষ্ট্রের COVID-19 পরিস্থিতি নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং NCP সুপ্রিমো শরদ পাওয়ার । NCP-র তরফে একটি টুইট করে বৈঠকের বিষয়ে জানানো হয় ।

uddhav
uddhav
author img

By

Published : May 24, 2020, 4:19 PM IST

মুম্বই, 24মে : মহারাষ্ট্রের COVID-19 পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার । বর্তমান পরিস্থিতি বিচার করে কী পদক্ষেপ করা যেতে পারে সেই নিয়ে গতকাল আলোচনা হয় বৈঠকে । শেষ আটদিনে তাঁরা এনিয়ে তৃতীয়বার বৈঠকে বসলেন ।

NCP-র তরফে একটি টুইট করে বৈঠকের বিষয়ে জানানো হয় । বৈঠকে জল সম্পদমন্ত্রী জয়ন্ত পালিচ এবং শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এবং প্রধান সচিব অজয় মেহতা ছিলেন । শরদ পাওয়ার রাজ্যের আর্থিক পরিকাঠামোর কথা মাথায় রেখে আংশিকভাবে বিভিন্ন পরিষেবা সচল করার কথা বলেন । এবং আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা চালু করার কথা বলেন । আমদানি-রপ্তানি বৃদ্ধির জন্য শিল্পপতিদের সঙ্গে আলোচনা করার বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি ।

এদিকে মহারাষ্ট্রে প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ করতে হবে মহারাষ্ট্র সরকারকে । গত সন্ধ্যায় মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও 2,608 জন । স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা এখন 47,190 ।

মুম্বই, 24মে : মহারাষ্ট্রের COVID-19 পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার । বর্তমান পরিস্থিতি বিচার করে কী পদক্ষেপ করা যেতে পারে সেই নিয়ে গতকাল আলোচনা হয় বৈঠকে । শেষ আটদিনে তাঁরা এনিয়ে তৃতীয়বার বৈঠকে বসলেন ।

NCP-র তরফে একটি টুইট করে বৈঠকের বিষয়ে জানানো হয় । বৈঠকে জল সম্পদমন্ত্রী জয়ন্ত পালিচ এবং শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এবং প্রধান সচিব অজয় মেহতা ছিলেন । শরদ পাওয়ার রাজ্যের আর্থিক পরিকাঠামোর কথা মাথায় রেখে আংশিকভাবে বিভিন্ন পরিষেবা সচল করার কথা বলেন । এবং আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা চালু করার কথা বলেন । আমদানি-রপ্তানি বৃদ্ধির জন্য শিল্পপতিদের সঙ্গে আলোচনা করার বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি ।

এদিকে মহারাষ্ট্রে প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ করতে হবে মহারাষ্ট্র সরকারকে । গত সন্ধ্যায় মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও 2,608 জন । স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা এখন 47,190 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.