ETV Bharat / bharat

কোরোনা : দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি

কোরোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে । আজ তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

সত্যেন্দ্র জৈন
সত্যেন্দ্র জৈন
author img

By

Published : Jun 19, 2020, 5:36 PM IST

দিল্লি, 19 জুন : দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি । তাঁকে রাজধানীর অন্য একটি হাসপাতালে স্থানান্তিরত করা হচ্ছে । 17 জুন সত্যেন্দ্র জৈনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সত্যেন্দ্র জৈনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন । টুইটারে তিনি লিখেছেন, "দিল্লির স্বাস্থ্যমন্ত্রী কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ।"

বুধবার সত্যেন্দ্র জৈন নিজেই টুইট করে শরীরে কোরোনার সংক্রমণের খবর প্রকাশ্যে আনেন । 16 জুন জ্বর নিয়ে তিনি রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন । সেই সময়ে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কম ছিল । 17 জুন আম আদমি পার্টির অন্য এক বিধায়ক অতিশী মারলেনার শরীরে ভাইরাসের হদিস মেলে । তিনিও জ্বর ও কাশি নিয়ে 16 জুন হাসপাতালে ভরতি হয়েছিলেন ।

দিল্লির কোরোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এখনও পর্যন্ত 49 হাজার 979 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই মুহূর্তে রাজধানীতে কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 26 হাজার 669 জন । মৃত্যু হয়েছে 1969 জনের । সুস্থ হয়ে উঠেছেন 21 হাজর 341 জন ।

দিল্লি, 19 জুন : দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি । তাঁকে রাজধানীর অন্য একটি হাসপাতালে স্থানান্তিরত করা হচ্ছে । 17 জুন সত্যেন্দ্র জৈনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সত্যেন্দ্র জৈনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন । টুইটারে তিনি লিখেছেন, "দিল্লির স্বাস্থ্যমন্ত্রী কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ।"

বুধবার সত্যেন্দ্র জৈন নিজেই টুইট করে শরীরে কোরোনার সংক্রমণের খবর প্রকাশ্যে আনেন । 16 জুন জ্বর নিয়ে তিনি রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন । সেই সময়ে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কম ছিল । 17 জুন আম আদমি পার্টির অন্য এক বিধায়ক অতিশী মারলেনার শরীরে ভাইরাসের হদিস মেলে । তিনিও জ্বর ও কাশি নিয়ে 16 জুন হাসপাতালে ভরতি হয়েছিলেন ।

দিল্লির কোরোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এখনও পর্যন্ত 49 হাজার 979 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই মুহূর্তে রাজধানীতে কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 26 হাজার 669 জন । মৃত্যু হয়েছে 1969 জনের । সুস্থ হয়ে উঠেছেন 21 হাজর 341 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.