ETV Bharat / bharat

31 জুলাইয়ের পর খুলবে রাজস্থানের সালাসার মন্দির - রাজ্যস্থানের স্বাস্থ্যদপ্তর

31 জুলাইয়ের আগে খোলা হচ্ছে না রাজস্থানের সালাসার মন্দির । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।

salasar
salasar
author img

By

Published : Jun 22, 2020, 9:58 AM IST

জয়পুর, 22 জুন : লকডাউনে আপাতত বন্ধ থাকছে রাজস্থানের বিখ্যাত সালাসার মন্দির । 31 জুলাইয়ের পর মন্দির খোলা হবে । কোরোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ । প্রসঙ্গত, সালাসার মন্দিরে হনুমান ভক্তরা আসেন । সারা বছরে লাখ লাখ ভক্ত মন্দিরে আসেন । মন্দিরের পণ্ডিত মানগিলাল বলেন, মন্দির কর্তৃপক্ষ সংক্রমণের কথা মাথায় রেখেছেন । প্রত্যেকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে । তাই মন্দির 31 জুলাইয়ের আগে খোলা হবে না ।

সম্প্রতি চুরুর জেলাশাসকের নেতৃত্ব একটি বৈঠক হয় । বৈঠকে অংশ নেন মন্দির কর্তৃপক্ষও । সেই বৈঠকেই আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । চলতি মাসের প্রথমদিকে রাজস্থান সরকার জেলাশাসকদের সঙ্গে লকডাউনের নিয়ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করে । সেখানে ধর্মীয় স্থানগুলি খোলার বিষয়ে আলোচনা হয় । 30 জুনের পর ধর্মীয় স্থান খোলা যাবে কি না সেই নিয়ে আলোচনা হয় বৈঠকে ।

রাজ্যস্থানের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14,691 । রবিবার 154জন নতুন করে আক্রান্ত হয়েছেন । কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 341জনের ।

জয়পুর, 22 জুন : লকডাউনে আপাতত বন্ধ থাকছে রাজস্থানের বিখ্যাত সালাসার মন্দির । 31 জুলাইয়ের পর মন্দির খোলা হবে । কোরোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ । প্রসঙ্গত, সালাসার মন্দিরে হনুমান ভক্তরা আসেন । সারা বছরে লাখ লাখ ভক্ত মন্দিরে আসেন । মন্দিরের পণ্ডিত মানগিলাল বলেন, মন্দির কর্তৃপক্ষ সংক্রমণের কথা মাথায় রেখেছেন । প্রত্যেকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে । তাই মন্দির 31 জুলাইয়ের আগে খোলা হবে না ।

সম্প্রতি চুরুর জেলাশাসকের নেতৃত্ব একটি বৈঠক হয় । বৈঠকে অংশ নেন মন্দির কর্তৃপক্ষও । সেই বৈঠকেই আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । চলতি মাসের প্রথমদিকে রাজস্থান সরকার জেলাশাসকদের সঙ্গে লকডাউনের নিয়ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করে । সেখানে ধর্মীয় স্থানগুলি খোলার বিষয়ে আলোচনা হয় । 30 জুনের পর ধর্মীয় স্থান খোলা যাবে কি না সেই নিয়ে আলোচনা হয় বৈঠকে ।

রাজ্যস্থানের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14,691 । রবিবার 154জন নতুন করে আক্রান্ত হয়েছেন । কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 341জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.