ETV Bharat / bharat

কোরোনার জেরে এপ্রিলে রপ্তানি কমেছে 60.28 শতাংশ

author img

By

Published : May 16, 2020, 12:04 AM IST

লকডাউনের জেরে এপ্রিলে ভারতের রপ্তানি 60.28 শতাংশ কমে 10.36 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ।

রপ্তানি
রপ্তানি

দিল্লি, 15 মে : লকডাউনের জেরে এপ্রিলে দেশের রপ্তানি 60.28 শতাংশ কমে 10.36 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । আজ এমনই তথ্য দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে ।

রপ্তানির পাশাপাশি আমদানিতেও মন্দা দেখা দিয়েছে । এপ্রিলে আমদানি 58.65 শতাংশ কমে 17.12 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । গত বছর এপ্রিল মাসে আমদানি হয়েছিল 41.4 বিলিয়ন ডলার । বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ।

বাণিজ্য ঘাটতি কমে 6.76 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । গত বছর এপ্রিলে বাণিজ্য ঘাটতি ছিল 15.33 বিলিয়ন ডলার । এ বছর মার্চ মাসে দেশের রপ্তানি 34.57 শতাংশ কমেছে ।

মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মন্দার কারণে এমনিতেই রপ্তানির হার কমেছিল । কোরোনা সংক্রমণের জেরে যা আরও বেশি হারে কমেছে ।

এদিকে আমদানির পরিমাণও কমেছে । এপ্রিলে তেলের আমদানি হয়েছিল 4.66 বিলিয়ন ডলার, যা গত বছর এপ্রিলে আমদানির তুলনায় 59.03 শতাংশ কম ।

দিল্লি, 15 মে : লকডাউনের জেরে এপ্রিলে দেশের রপ্তানি 60.28 শতাংশ কমে 10.36 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । আজ এমনই তথ্য দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে ।

রপ্তানির পাশাপাশি আমদানিতেও মন্দা দেখা দিয়েছে । এপ্রিলে আমদানি 58.65 শতাংশ কমে 17.12 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । গত বছর এপ্রিল মাসে আমদানি হয়েছিল 41.4 বিলিয়ন ডলার । বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ।

বাণিজ্য ঘাটতি কমে 6.76 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । গত বছর এপ্রিলে বাণিজ্য ঘাটতি ছিল 15.33 বিলিয়ন ডলার । এ বছর মার্চ মাসে দেশের রপ্তানি 34.57 শতাংশ কমেছে ।

মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মন্দার কারণে এমনিতেই রপ্তানির হার কমেছিল । কোরোনা সংক্রমণের জেরে যা আরও বেশি হারে কমেছে ।

এদিকে আমদানির পরিমাণও কমেছে । এপ্রিলে তেলের আমদানি হয়েছিল 4.66 বিলিয়ন ডলার, যা গত বছর এপ্রিলে আমদানির তুলনায় 59.03 শতাংশ কম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.