বেঙ্গালুরু, 21 এপ্রিল: কোরোনা মহামারীর প্রভাব এবারে তথ্যপ্রযুক্তি সংস্থা 'ইনফোসিস'-এ ৷ সংস্থার তরফে জানানো হয়, এবছর কোনও কর্মীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি করা হবে না৷ এমনকী, নতুন করে কোনও কর্মীও নিয়োগ করা হবে না৷ তবে, ইতিমধ্যেই নিয়োগের ক্ষেত্রে যাঁদের সঙ্গে কথা হয়েছে তাঁদের সম্মানের সঙ্গে দেখা হবে৷
বিশ্ব জুড়ে দিনে দিনে বেড়েই চলেছে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার৷ যার প্রভাব পড়েছে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা গুলিতেও৷ এদিন 'ইনফোসিস' এর অর্থনীতির প্রধান কর্মকর্তা নীলাঞ্জন রায় জানান, "এই মুহুর্তে আমরা কর্মী নিয়োগ বন্ধ রেখেছি৷ এমনকী, বেতন বৃদ্ধি ও পদোন্নতিও বন্ধ রাখা হয়েছে৷"
তবে, ইতিমধ্যেই নতুন করে নিয়োগ করার জন্য যাঁদের সঙ্গে কথা বলা হয়েছিল, তাঁদের সম্মানের সঙ্গেই দেখা হবে৷ এমনই জানান 'ইনফোসিস' এর প্রধান অপারেটিং অফিসার প্রবীণ রাও৷ এই তালিকায় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা৷ এমনকী, এর বাইরেও যাঁদের সঙ্গে কথা হয়েছে তাঁদের কথাও ভাবা হবে বলে জানান তিনি৷
কোরোনা মহামারি সত্ত্বেও কোম্পানি থেকে ইতিমধ্যে কোনও কর্মী ছাঁটাই করা হবে না বলেও জানান তিনি৷ ঠিকএকই ভাবে সংস্থার পক্ষ থেকে কোনও কর্মীকে অফিসে এসে কাজ করার জন্য জোর করা হবে না বলেও জানানো হয়৷
এপ্রসঙ্গে প্রবীণ রাও জানান, ''কর্মীদের কাজে ফিরে আসার জন্য তাড়া দেওয়া হবে না ৷ প্রথম পর্যায়ে 5 শতাংশেরও কম সংখ্যায় কর্মীদের কাজে ফেরানো হবে৷ খুব ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে চাই আমরা৷" এমনকী, ভবিষ্যতে অনেক কর্মীকেই বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হবে৷
COVID 19 সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে এই তথ্য প্রযুক্তি সংস্থা যথাযথ ব্যবস্থা নিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে ৷ স্যানিটাইজেশনও করা হচ্ছে৷ এমনকি কর্মীরা অফিসের আসার সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে৷