ETV Bharat / bharat

লকডাউনের জেরে কার্বন নিঃসরণ কমছে, বলছে গবেষণাপত্র

লকডাউনের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিষেবা ৷ তবে এর থেকে কার্বন নির্গমন হ্রাস পেয়েছে মাত্র 3% ও বিশ্বব্যাপী কার্বন নির্গমন হ্রাস পেয়েছে 10% ৷

author img

By

Published : May 24, 2020, 5:17 PM IST

COVID-19 crisis causes 17% drop in global carbon emissions
লকডাউনের জেরে কার্বন নিঃসরণে চরম প্রভাব ফেলেছে

হায়দরাবাদ, 24 মে : কোরোনার জেরে বিশ্বব্যাপী লকডাউন চলছে ৷ আর এই লকডাউন দৈনিক কার্বন নিঃসরণে "চরম" প্রভাব ফেলেছে ৷ তবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক দলের বিশ্লেষণ অনুযায়ী এই অবস্থা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে , বিশ্বব্যাপী প্রতিদিনের কার্বন নিঃসরণ 17% অর্থাৎ 1 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমেছে ৷ পরিবহন থেকে নিঃসরণ হ্রাস পেয়েছে প্রায় 43 % , এছাড়াও শিল্প ও শক্তি থেকে আরও 43% কার্বন নির্গমন হ্রাস পেয়েছে ।

লকডাউনের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিষেবা ৷ তবে এর থেকে কার্বন নিঃসরণ হ্রাস পেয়েছে মাত্র 3% ও বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাস পেয়েছে 10% ৷ এছাড়াও কোরোনা প্যানডেমিকের জেরে বাড়িতে বসে কাজ করার অবকাশ বেড়েছে ৷ একারণে মানুষের সারাদিনের অন্যান্য খাতে কার্বন নিঃসরণও হ্রাস পেয়েছে ৷ একারণে গড়ে কার্বন নিঃসরণ 26% কমেছে ৷

অ্যামেরিকার পূর্ব অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোরিন লে কুরি বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন । তিনি বলেন, " লকডাউনের জেরে মানুষ বাড়িতে ৷ ফলে জ্বালানি ব্যবহার ও কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে । যদিও এই পরিবর্তন অর্থনৈতিক, পরিবহন ও শক্তি ব্যবস্থায় কোনও পরিবর্তন করে না ৷ কারণ, এই চরম হ্রাসের পরিবর্তন সাময়িক ৷ 2020 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতিদিনের পরিসংখ্যান দেখে এই বিশেষজ্ঞের দলটি ৷ 69 টি দেশের পরিসংখ্যান খতিয়ে দেখা যায়, বিশ্বে কার্বন ডাই অক্সাইড 97% হ্রাস পেয়েছে ৷ লকডাউনের জেরে দেশগুলি বিভিন্ন বিধিনিষেধের অধীনে থাকায় এই হ্রাস সম্ভব হয়েছে ৷

এপ্রিলের শেষ অবধি 1048 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পেয়েছে ৷ চিনে এর পরিমাণ সবচেয়ে বেশি ৷ চিনে হ্রাস পেয়েছে মোট 242 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ৷ অ্যামেরিকায় 207 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড, ইউরোপে 123 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ও ভারতে 98 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পেয়েছে । লকডাউনের সময়কাল ও পরিস্থিতি পুনরুদ্ধারের উপর নির্ভর করে 2020 সালের বার্ষিক কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রায় 4% থেকে 7% হ্রাস পেতে পারে ৷

হায়দরাবাদ, 24 মে : কোরোনার জেরে বিশ্বব্যাপী লকডাউন চলছে ৷ আর এই লকডাউন দৈনিক কার্বন নিঃসরণে "চরম" প্রভাব ফেলেছে ৷ তবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক দলের বিশ্লেষণ অনুযায়ী এই অবস্থা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে , বিশ্বব্যাপী প্রতিদিনের কার্বন নিঃসরণ 17% অর্থাৎ 1 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমেছে ৷ পরিবহন থেকে নিঃসরণ হ্রাস পেয়েছে প্রায় 43 % , এছাড়াও শিল্প ও শক্তি থেকে আরও 43% কার্বন নির্গমন হ্রাস পেয়েছে ।

লকডাউনের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিষেবা ৷ তবে এর থেকে কার্বন নিঃসরণ হ্রাস পেয়েছে মাত্র 3% ও বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাস পেয়েছে 10% ৷ এছাড়াও কোরোনা প্যানডেমিকের জেরে বাড়িতে বসে কাজ করার অবকাশ বেড়েছে ৷ একারণে মানুষের সারাদিনের অন্যান্য খাতে কার্বন নিঃসরণও হ্রাস পেয়েছে ৷ একারণে গড়ে কার্বন নিঃসরণ 26% কমেছে ৷

অ্যামেরিকার পূর্ব অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোরিন লে কুরি বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন । তিনি বলেন, " লকডাউনের জেরে মানুষ বাড়িতে ৷ ফলে জ্বালানি ব্যবহার ও কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে । যদিও এই পরিবর্তন অর্থনৈতিক, পরিবহন ও শক্তি ব্যবস্থায় কোনও পরিবর্তন করে না ৷ কারণ, এই চরম হ্রাসের পরিবর্তন সাময়িক ৷ 2020 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতিদিনের পরিসংখ্যান দেখে এই বিশেষজ্ঞের দলটি ৷ 69 টি দেশের পরিসংখ্যান খতিয়ে দেখা যায়, বিশ্বে কার্বন ডাই অক্সাইড 97% হ্রাস পেয়েছে ৷ লকডাউনের জেরে দেশগুলি বিভিন্ন বিধিনিষেধের অধীনে থাকায় এই হ্রাস সম্ভব হয়েছে ৷

এপ্রিলের শেষ অবধি 1048 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পেয়েছে ৷ চিনে এর পরিমাণ সবচেয়ে বেশি ৷ চিনে হ্রাস পেয়েছে মোট 242 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ৷ অ্যামেরিকায় 207 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড, ইউরোপে 123 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড ও ভারতে 98 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পেয়েছে । লকডাউনের সময়কাল ও পরিস্থিতি পুনরুদ্ধারের উপর নির্ভর করে 2020 সালের বার্ষিক কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রায় 4% থেকে 7% হ্রাস পেতে পারে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.