ETV Bharat / bharat

BSF-এ কোরোনায় আক্রান্ত বেড়ে 67, বেশিরভাগই দিল্লি ও ত্রিপুরার - কোরোনা সংক্রান্ত খবর

বাহিনীতে নতুন করে 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারমধ্যে 10 জন জওয়ান এবং একজন জওয়ানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : May 5, 2020, 2:19 PM IST

দিল্লি, 5 মে : বাড়ছে সংক্রমণ । সীমান্তরক্ষী বাহিনীর 67 জন কোরোনায় আক্রান্ত । যাঁদের মধ্যে বেশিরভাগ জওয়ানই দিল্লিতে কর্মরত বলে জানা গেছে । আক্রান্তদের সকলেরই প্রায় দিল্লির জামিয়া এলাকায় পোস্টিং ছিল । দিল্লির পাশাপাশি ত্রিপুরায় কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যেও সংক্রমণ হয়েছে ।

আজই সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ত্রিপুরায় নতুন করে 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এর মধ্যে 10 জন জওয়ান, এক জওয়ানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে । মোট 67 জন কোরোনায় আক্রান্ত । এঁদের মধ্যে 24 জন ত্রিপুরায় কর্মরত ।

সীমান্তরক্ষী বাহিনীর দিল্লিতে পোস্টিং 41 জনের মধ্যে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিনিধিদলের গাড়ির চালক । যিনি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন । এর মধ্যে 32 জন দিল্লির জামিয়া এবং চাঁদনিমহল এলাকায় কর্মরত ছিলেন ।

সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, এতগুলো সংক্রমণের ঘটনা সামনে আসার পর গতকাল দিল্লির সীমান্তরক্ষী বাহিনীর অফিস সিল করে দেওয়া হয়েছে । এলাকা স্যানিটাইজ়ও কাজ চলছে । এর পাশাপাশি ছুটিতে থাকা এক জওয়ানও কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

প্রসঙ্গত, 2.5 লাখ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশসহ ভারতের অন্যান্য সীমান্তে কাজ করছেন ।

দিল্লি, 5 মে : বাড়ছে সংক্রমণ । সীমান্তরক্ষী বাহিনীর 67 জন কোরোনায় আক্রান্ত । যাঁদের মধ্যে বেশিরভাগ জওয়ানই দিল্লিতে কর্মরত বলে জানা গেছে । আক্রান্তদের সকলেরই প্রায় দিল্লির জামিয়া এলাকায় পোস্টিং ছিল । দিল্লির পাশাপাশি ত্রিপুরায় কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যেও সংক্রমণ হয়েছে ।

আজই সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ত্রিপুরায় নতুন করে 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এর মধ্যে 10 জন জওয়ান, এক জওয়ানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে । মোট 67 জন কোরোনায় আক্রান্ত । এঁদের মধ্যে 24 জন ত্রিপুরায় কর্মরত ।

সীমান্তরক্ষী বাহিনীর দিল্লিতে পোস্টিং 41 জনের মধ্যে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিনিধিদলের গাড়ির চালক । যিনি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন । এর মধ্যে 32 জন দিল্লির জামিয়া এবং চাঁদনিমহল এলাকায় কর্মরত ছিলেন ।

সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, এতগুলো সংক্রমণের ঘটনা সামনে আসার পর গতকাল দিল্লির সীমান্তরক্ষী বাহিনীর অফিস সিল করে দেওয়া হয়েছে । এলাকা স্যানিটাইজ়ও কাজ চলছে । এর পাশাপাশি ছুটিতে থাকা এক জওয়ানও কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

প্রসঙ্গত, 2.5 লাখ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশসহ ভারতের অন্যান্য সীমান্তে কাজ করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.